বিডি টুডে ম্যাগাজিন ও ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ.....!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ মার্চ, ২০১৫, ০৪:২১:২৯ বিকাল



বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিডি টুডে ম্যাগাজিন + ব্লগে কাল সন্ধ্যা থেকে ঢুকতে পারছেনা। এই বিষয়ে কর্তিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি....। ব্লগার গাজী সালাহ উদ্দিন সহ আনকে ইনবক্সে জানিয়েছেন! আশ পাশের অনেক বাসায় খোঁজ নিয়েছে বলেও উল্লেখ করেন ভুক্তভোগীরা। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন এবং খুব তারাতারি সমস্যা সমাধান করবেন।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311198
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমিও প্রথমে পারছিলাম না তবে গুগুল ক্রমে এই এড অনটি ইন্সটল করে এখন ফুল স্পীডে সাইট দেখতে পাচ্ছি। তাই যারা যারা পাচ্ছেন না তারা এটা আপনার গুগুল ক্রমে এড করে আরামসে সাইট ভিজিট করুন।

https://chrome.google.com/webstore/detail/ultrasurf/mjnbclmflcpookeapghfhapeffmpodij?hl=en
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫১
252270
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি মনে হয় মোবাইলের কথা বলছেন!
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৪
252271
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : না পিসিতে
311208
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩০
জাইদী রেজা লিখেছেন : Use Tor browser or
Proxy server
All will be OK
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৬
252273
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ!
311211
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৮
নূর আল আমিন লিখেছেন : মোবাইল দিয়া ঢুকতে পারছি
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৬
252274
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck Good Luck
311224
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই আব্দুর রহিম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। মনে থেকে দোয়া রইল, আল্লাহ্‌ আপনাকে উত্তম হায়াত দারাক করুন।

যারা আমাদের পারস্পরিক ভালবাসা কেঁড়ে নিতে চায়, পবিত্র বন্ধন ছিন্ন করে দিতে চায়, সাময়ীক অসুবিধায় ফেলতে পারলেও আমাদের বাঁধন কখনো যাবে না ছিড়ে। ইন শা আল্লাহ্‌ । আমাদের বাঁধনতো ঠুনকো কাঁচ নয়!!!!!
২৭ মার্চ ২০১৫ রাত ১২:২৫
252359
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ঐক্যের পথ যেন বন্ধ না হয়! আগামীর পথ ভালোর, হবে পথে পথে ঐক্যের জয়। ধন্যবাদ।
311269
২৬ মার্চ ২০১৫ রাত ১১:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আবার সেই সরকারি অত্যাচার
২৭ মার্চ ২০১৫ রাত ১২:২৬
252361
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরকারের নিলজ্জতা দিন দিন বেড়েই চলছে।
311274
২৭ মার্চ ২০১৫ রাত ১২:০১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ বিষয়টি সবাইকে অবহিত করার জন্য। আমিও সমস্যায় মধ্যে ছিলাম। জাযাকাল্লাহু খাইর।
২৭ মার্চ ২০১৫ রাত ১২:২৬
252363
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : W/salam ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File