ভালোবাসার মানুষ অপেক্ষায় থাকে..... ✔✔✔আব্দুর রহিম+নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ মার্চ, ২০১৫, ১১:৫৬:২৪ রাত
মন যদি কাঁদে নিরবে বুঝে নিতে হবে কারো প্রতি আমার বা তোমার পিছুটান আছেই,
একাকিত্ব সময়ে অদৃশ্য এক ছায়া বুকের মাঝে ভেসে বেড়াই!
নিরব মনের বোবা কান্না বুঝিয়ে বলতে পারে ক'য়জনা?
মনের মাঝে কথার ঢেউ গুলো খোঁজে নিতে চাই মোহনা!
সময় অসময়ের কত কথা খোঁজে পায়না তীর বাস্তবতার কারনে...!
আপন মানুষের সামান্য কষ্টও আঘাত হানে বেশী মনে!
আপন মানুষেরও তাই সতর্কতা অতি জরুরী,
অল্প অল্প ভুলে ভালবাসার মানুষের মনে হয় ক্ষত তৈরী।
ক্ষতিগ্রস্ত মনে দরকার দ্রুত ভালোবাসার (প্রলেপ) অতি জতনে,
ভালোবাসার মানুষ অপেক্ষায় থাকে ক্ষত নিবারণে যার যার অবস্থানে!
ভালোবাসার মানুষের কাছে হারের লজ্জা থাকতে নেই! হার'ই জয়ের লাভের প্রতীক,
ভালোবাসা ভালোবাসার কাছে যুক্ত হলেই খোঁজে নেয়া যাবে দুজনেই সঠিক।।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিলে বা দান করলে কখনো, বৈ বাড়ে। আমি মোটেও খালি হবো না, থাকব হয়ে টুইটুম্বুর।
দিলে বা দান করলে কখনো কমে না, বৈ বাড়ে। আমি মোটেও খালি হবো না, থাকব হয়ে টুইটুম্বুর। @ আব্দুর রহিম
খাওয়াটা একটু কমান! ভুঁড়ি কমলে
ঘোড় দৌড় দিতে পারবেন। এখন পেট তো নয় যেন তাগাড়ী, তাই ধাবরানী এত্তো ভয়! @ আবু জান্নাত
এই লাইনগুলো অনেক অনেক ভাল হয়েছে, আরো যদি বলি, আমার খুব মনে ধরেছে।
দাম্পত্য সম্পর্কিত আপনার লিখাগুলো যদি একটি ভঙ্গুর সম্পর্কেও সজীবতা আনে, তাহলে এর উত্তম জাযা নিশ্চয় আল্লাহ আপনাকে দিবেন।
আমি আবিয়াইত্যা। খুব ইচ্ছে করে পরামর্শগুলো কাজে লাগাতে, কিন্তু...
ভালোবাসা ভালোবাসার কাছে যুক্ত হলেই খোঁজে নেয়া যাবে দুজনেই সঠিক।।
অনেক অনেক ধন্যবাদ । খুব ভালো লাগলো ।
দারুন বলেছেন
কথার অভাব অনটন সহ্য করা যায় ভাতের সহ্য করা যায়না,
রিদওয়ানের বুঝা উচিত ব্লগে ব্লগারদের স্থায়ীত্বের অসম বেদনা।
আবার মাইন্ড ভাইয়া/ভাবী আমি কিন্তু গদ্য/পদ্যের কিছু বুঝি না জানিও না ।
লিখায় আমরা ওতোটা প্রারদর্শী নয়,
মন্তব্য করতে লগইন করুন