ভালোবাসার মানুষ অপেক্ষায় থাকে..... ✔✔✔আব্দুর রহিম+নুর আয়শা

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ মার্চ, ২০১৫, ১১:৫৬:২৪ রাত



মন যদি কাঁদে নিরবে বুঝে নিতে হবে কারো প্রতি আমার বা তোমার পিছুটান আছেই,

একাকিত্ব সময়ে অদৃশ্য এক ছায়া বুকের মাঝে ভেসে বেড়াই!

নিরব মনের বোবা কান্না বুঝিয়ে বলতে পারে ক'য়জনা?

মনের মাঝে কথার ঢেউ গুলো খোঁজে নিতে চাই মোহনা!

সময় অসময়ের কত কথা খোঁজে পায়না তীর বাস্তবতার কারনে...!

আপন মানুষের সামান্য কষ্টও আঘাত হানে বেশী মনে!

আপন মানুষেরও তাই সতর্কতা অতি জরুরী,

অল্প অল্প ভুলে ভালবাসার মানুষের মনে হয় ক্ষত তৈরী।

ক্ষতিগ্রস্ত মনে দরকার দ্রুত ভালোবাসার (প্রলেপ) অতি জতনে,

ভালোবাসার মানুষ অপেক্ষায় থাকে ক্ষত নিবারণে যার যার অবস্থানে!

ভালোবাসার মানুষের কাছে হারের লজ্জা থাকতে নেই! হার'ই জয়ের লাভের প্রতীক,

ভালোবাসা ভালোবাসার কাছে যুক্ত হলেই খোঁজে নেয়া যাবে দুজনেই সঠিক।।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309888
২০ মার্চ ২০১৫ রাত ১২:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : সংক্ষেপে বিস্তারিতভাবে দেখতে এলাম, সবিস্তারিতে পরে আসছি। কথা দিলাম!
২০ মার্চ ২০১৫ রাত ১২:৫১
250962
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : স্বাগতম! কথা দিলেন কোথায়? কথা দিলেতো আপনি খালি হইয়া যাইবেন!!!!!
২০ মার্চ ২০১৫ রাত ১২:৫৪
250964
আবু জান্নাত লিখেছেন : আমি কিন্তু ধাবরানী খেতে রাজী নই, তাই পরে এলুম।
২০ মার্চ ২০১৫ রাত ১২:৫৮
250965
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : স্বাগতম আবু জান্নাত!
২০ মার্চ ২০১৫ রাত ০১:০০
250966
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, বিটলামী করেন!!!!

দিলে বা দান করলে কখনো, বৈ বাড়ে। আমি মোটেও খালি হবো না, থাকব হয়ে টুইটুম্বুর।
২০ মার্চ ২০১৫ রাত ০১:০২
250968
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, বিটলামী করেন!!!!

দিলে বা দান করলে কখনো কমে না, বৈ বাড়ে। আমি মোটেও খালি হবো না, থাকব হয়ে টুইটুম্বুর। @ আব্দুর রহিম

খাওয়াটা একটু কমান! ভুঁড়ি কমলে
ঘোড় দৌড় দিতে পারবেন। এখন পেট তো নয় যেন তাগাড়ী, তাই ধাবরানী এত্তো ভয়! @ আবু জান্নাত
২০ মার্চ ২০১৫ রাত ০১:২৬
250971
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : টুইটুম্বুর থাকার জন্য সাহস করলে অবশ্যই থাকতে পারবেন! আজকাল ব্লগারেরা ব্লগে মন্তব্য করার সাহস করেনা। দায়সারা পোস্ট একটা দিয়ে পালাই.....!
২০ মার্চ ২০১৫ রাত ০১:৩৭
250976
গাজী সালাউদ্দিন লিখেছেন : গতকিছুদিন যাবত এটা আমার কাছে খুব বিরক্তিকর ঠেকতেছে। প্রায় ব্লগারদের লেখায় কমেন্ট করি কিন্তু পালটা মন্তব্য আসে না! আজব পাবলিক যত্তোসব!
২০ মার্চ ২০১৫ রাত ০১:৪২
250977
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দায়িত্বববোধের অভাব আর কি!
309896
২০ মার্চ ২০১৫ রাত ১২:৫৩
আবু জান্নাত লিখেছেন : বাহ! দারুন কবিতা। সত্যিকারের ভালোবাসা আছে বলে পৃথিবী এত সুন্দর। ধন্যবাদ।
২০ মার্চ ২০১৫ রাত ০১:০১
250967
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কবিতা দারুণ হয়েছে শুনে... নজরুল, রবিন্দ্রনাথ, জীবনানন্দ..... বোধহয় লজ্জা পাচ্ছেন.....!!!! পৃথিবী কত সুন্দর তা দেখার ইচ্ছে থাকার পরও পৃথিবীটা দেখা সম্ভব হচ্ছেনা।
309897
২০ মার্চ ২০১৫ রাত ১২:৫৪
আবু জারীর লিখেছেন : আজকে শুধু শিরনাম। বিস্তারিত পরে নাকি?
২০ মার্চ ২০১৫ রাত ০১:০৩
250969
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আজকে ছন্দে ছন্দে লিখার চেষ্টা....! গদ্যে লিখার ইচ্ছে আছে এখই শিরোনামে...। মন্তব্যের জন্য ধন্যবাদ।
309901
২০ মার্চ ২০১৫ রাত ০১:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ মার্চ ২০১৫ রাত ০১:২২
250970
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভাললাগা জানাবার জন্য ধন্যবাদ!
309905
২০ মার্চ ২০১৫ রাত ০১:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন :
সময় অসময়ের কত কথা খোঁজে পায়না তীর বাস্তবতার কারনে...!

আপন মানুষের সামান্য কষ্টও আঘাত হানে বেশী মনে!

আপন মানুষেরও তাই সতর্কতা অতি জরুরী,

অল্প অল্প ভুলে ভালবাসার মানুষের মনে হয় ক্ষত তৈরী।


ভালোবাসা ভালোবাসার কাছে যুক্ত হলেই খোঁজে নেয়া যাবে দুজনেই সঠিক।।


এই লাইনগুলো অনেক অনেক ভাল হয়েছে, আরো যদি বলি, আমার খুব মনে ধরেছে।

দাম্পত্য সম্পর্কিত আপনার লিখাগুলো যদি একটি ভঙ্গুর সম্পর্কেও সজীবতা আনে, তাহলে এর উত্তম জাযা নিশ্চয় আল্লাহ আপনাকে দিবেন।

আমি আবিয়াইত্যা। খুব ইচ্ছে করে পরামর্শগুলো কাজে লাগাতে, কিন্তু...
২০ মার্চ ২০১৫ রাত ০১:২৮
250972
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার দৃষ্টিকুট মন্তব্যটা আগামীতে লেখার কাজে উৎসাহ উদ্দিপনা তৈরী করবে! ধন্যবাদ।
309912
২০ মার্চ ২০১৫ রাত ০১:২৯
সন্ধাতারা লিখেছেন : ভালোবাসার মানুষের কাছে হারের লজ্জা থাকতে নেই! হার'ই জয়ের লাভের প্রতীক,

ভালোবাসা ভালোবাসার কাছে যুক্ত হলেই খোঁজে নেয়া যাবে দুজনেই সঠিক।।
অনেক অনেক ধন্যবাদ । খুব ভালো লাগলো ।
২০ মার্চ ২০১৫ রাত ০১:৩২
250973
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের ব্লগে স্বাগতম আপনার ভালোলাগা আমাদের ব্লগ পথেয় হয়ে থাকবে।
309999
২০ মার্চ ২০১৫ সকাল ১০:৪৭
দ্য স্লেভ লিখেছেন : ভালোবাসার মানুষের কাছে হারের লজ্জা থাকতে নেই! হার'ই জয়ের লাভের প্রতীক,

দারুন বলেছেন Happy
২০ মার্চ ২০১৫ সকাল ১০:৫৪
251020
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনার অনুভূতি শেয়ার করার জন্য!
310004
২০ মার্চ ২০১৫ সকাল ১০:৫৬
২০ মার্চ ২০১৫ সকাল ১১:০৪
251022
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : রিদওয়ান কবির সবুজের মন্তব্য দেখে আমরা ভয়ে তরতর, হয়তো কিছুক্ষণ পরে গায়ে ধরবে জ্বর!!

কথার অভাব অনটন সহ্য করা যায় ভাতের সহ্য করা যায়না,
রিদওয়ানের বুঝা উচিত ব্লগে ব্লগারদের স্থায়ীত্বের অসম বেদনা।
310030
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:০৬
আফরা লিখেছেন : না গদ্য , না পদ্য তবে যা লিখিছেন ভাল লিখেছেন । ধন্যবাদ ভাইয়া/ভাবী ।

আবার মাইন্ড ভাইয়া/ভাবী আমি কিন্তু গদ্য/পদ্যের কিছু বুঝি না জানিও না ।
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:১৩
251051
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি গদ্য পদ্য বুঝেননা কথাটা মানতে খুবই কষ্টের তবুও মানছি!!!!

লিখায় আমরা ওতোটা প্রারদর্শী নয়,
১০
310032
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:১২
আব্দুল গাফফার লিখেছেন : লাইক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:২০
251052
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উহু..... লাইকটা কোথায় রাখি? ধন্যবাদ লাইক Broken Heart Good Luck (~~) phbbbbt Smug
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:৩০
251055
আফরা লিখেছেন : কেন ভাইয়া ভাবীর আচঁলে নাহয় আপনার পকেটে রাখেন ।
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৮
251057
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কারো পকেটে বা আচঁলে রাখতে চাইলে আমাদেরকে সমজোতায় পৌছাতে হবে! আগে আলোচনা করে নিয়! @আফরা
১১
310163
২১ মার্চ ২০১৫ রাত ০১:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ কি ফাটাফাটি ভালোবাসা Good Luck
২১ মার্চ ২০১৫ রাত ০১:৩৭
251158
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শেষ পর্যন্ত আপনি ব্লগে এসেছেন!! মন্তব্যের জন ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File