সহনশীল মন, ধৈর্য, সহ্য ও সংসার জীবন! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ মার্চ, ২০১৫, ১১:৫৪:৩০ রাত
আমি ভুল করেছি ক্ষমা চাই......! বুকে হাত দিয়ে এ কথাটি ক'জন উচ্চারণ করতে পরে? অহংকারহীন নিরলস মন ছাড়া অন্য কেউ এই অপ্রিয় কথাটি সংসারে সঙ্গীর সামনে উচ্চারণ করতে পারেনা!
ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, ভালো মন্ধ না দেখে যার ভিতরে শুধুমাত্র জেতার তাড়না থাকে সংসার জীবনে-তার জীবন সঙ্গী কখনো সুখের মুখ দেখবে না।
কেউ যদি জীবনকে রাজনীতির রংমহল মনে করে তা হলে ভিন্ন কিছু হলেও হতে পারে,
আমরা যারা খুব স্বভাবিক ভাবে জীবনকে সাজাতে চাই তাদের জন্য রাজনীতি মনস্ক জীবন সঙ্গী হলে সংসারটা বিষের মত হবে এটাই স্বভাবিক! যে কোন কথা যে কোন যুক্তি যে কোন প্রচেষ্টা সংসার জীবনে ব্যার্থ হতে বাধ্য রাজনীতি মনস্ক জীবন সঙ্গীর কাছে!
সহনশীল মন নিয়ে ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন মত ভিন্নমত তর্ক বিতর্ক রয়েছে, সহনশীলতা ধরে রাখার কৌশল এক এক জায়গায় এক এক রকম, কে কি বিষয় নিয়ে সহ্য করবে বা ধৈর্য ধরবে তা সংসারের চলমান প্রকৃতি নির্ধারন করে দেয়! মানুষ সয্য করতে চাই ধৈর্য ধরতে চাই সংসারের জন্য......! ধৈর্য ধরা সহ্য করা কতটুকু? ধৈর্য সহ্য যদি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি করা যায়....!?
সব কিছুর একটা সিমা থাকে, সিমার বাইরে চলে যাবার আগে প্রয়োজন সমজোতা সংলাপ!!! এভাবে আর কত দূর এগোনো যাবে? মতের অমিল গুলো নিয়ে আলোচনা করে সংশোধনের চেষ্টা করা দরকার, সহ্য ও ধৈর্য ভবিষ্যতের জন্য কল্যাণ বয়ে আনে ঠিক...! কিন্তু অতিরিক্ত ধৈর্য ও সহ্যের কারনে আপনার জীবন সঙ্গী এমন কিছু করতে পারে যা আপনাকে সঙ্গ ত্যাগ করতে বাধ্য করবে...!
তখন ধৈর্য ও সহ্যের অতীতের সময় গুলো প্রচন্ড ভাবে বজ্রের মত আঘাত করবে জীবনের প্রতিটি পরতে পরতে...
তখন ধৈর্য ও সহ্যের প্রতিটি ঘটনা আপনার জীবন বিষিয়ে তুলবে....! আপনার কাছে মনে হবে আপনার প্রতিটি ধৈর্য ও সহ্য গুলোকে আপনি ঘৃণা করতে শুরু করবেন....! যদিও অনেক গুলো ধৈর্য ও সহ্য আপনার জন্য মঙ্গল বয়ে আনতে পারতো.....।
তাই সময় উপযোগী সিদ্ধান্ত অত্যন্ত জরুরী......। সময় উপযোগী সিদ্ধান্ত নিন সংসার গুছিয়ে নিন নিজেদের ভিতরে শান্তি ফিরিয়ে আনুন।
পরিশেষে প্রতিটি মানুষের দাম্পত্য জীবন সমজোতা শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠুক এটাই প্রত্যাশা এবং আল্লাহর কাছে প্রার্থনা......। অবিবাহিত পাঠকেরা নিজেদের বুক পকেটে কথা গুলো জমা করবেন যেন ভবিষ্যত দাম্পত্য.....জীবনে কঠিন পরিস্থিতির শিকার হতে না হয়।
সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
২৬৮৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পকেট ভর্তি করতে না পারলে রোজা রাখতে বলবেন তো? আপনারা পারেনও বটে! আমাদের অবিবাহিতদের হয়েছে মরণ!
ধর্য্য, সর্য্য এই দুটি বানান ভুল হয়েছে এবং বারবার ব্যবহার হয়েছে যদি আমি ভুল না দেখে থাকি। একটু খেয়াল করবেন।
প্রতিটি মানুষের দাম্পত্য জীবন সমজোতা শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠুক এটাই প্রত্যাশা এবং আল্লাহর কাছে প্রার্থনা......। অবিবাহিত পাঠকেরা নিজেদের বুক পকেটে কথা গুলো জমা করবেন যেন ভবিষ্যত দাম্পত্য.....জীবনে কঠিন পরিস্থিতির শিকার হতে না হয়। অনেক ভালো লাগলো। ধন্যবাদ
কথাটি ১০০% সঠিক,সংসার আর রাজনিতী এক নয়।
রাজনিতীর জন্য মাটে গলা ফাটিয়ে বক্তব্য দেয়া যায়,কিন্তু সংসারে গলা নুইয়ে বক্তব্য দিতে হয়।
রাজনিতীতে অনেক ক্ষেত্রে আপোষ হয় না,কিন্তু সহধর্মিনীর সাথে বাধ্য হয়ে আপোষ করতে হয়।
সর্বোপরি আপোষ সমঝোতা এবং ভালবাসার নাম ই হলো সংসার।
পোষ্টটি পড়ে ভালো লাগলো,ধন্যবাদ।
এখানে একজন চায় কিভাবে আরেকজনকে না দিয়ে/ঠকিয়ে নিজেরটা তার কাছ থেকে ১৬ আনার উপর ৩২ আনা উসূল করে নিতে । এবং এ কাজটা করে মেয়েরাই ।
কারণ বিয়েতে বিনিয়োগ করে ছেলেরাই এবং এটা এমন একটা বিজনেজ যেখানে বিনিয়োগকারী নিশ্চিত লোকসান হবে জেনেও বিনিয়োগ করে শুধু শরিয়তকে মানার কারণে।
মেয়েদের এখানে কোনই বিনিয়োগ নেই বলে লোকসানের প্রশ্নই আসে না । তাদের লাভ ছাড়া আর কোন সমস্যা হয় না । শরিয়ত মানার ব্যাপারে ছেলেদের যেমন কসাশ দেখা যায় মেয়েরা এ ব্যাপারে গা করে না , কারণ যারা বিনা পরিশ্রমেই সব কিছু পায় তাদের চাওয়ার কোন সীমা পরিসীমা থাকে না ।
এখানে একজন চায় কিভাবে আরেকজনকে না দিয়ে/ঠকিয়ে নিজেরটা তার কাছ থেকে ১৬ আনার উপর ৩২ আনা উসূল করে নিতে ।
উসুল করা অন্যায় কিছু নয়!!!! তবে একটি সিমারেখা থাকা দরকার! মেয়েরা একটু ঘাড়তেড়া ওদেরকে বুঝিয়ে বসেআনা দুস্কর। তবে সব মেয়ে একিরকম নয়।
মন্তব্য করতে লগইন করুন