Rose সহনশীল মন, ধৈর্য, সহ্য ও সংসার জীবন! ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ মার্চ, ২০১৫, ১১:৫৪:৩০ রাত



আমি ভুল করেছি ক্ষমা চাই......! বুকে হাত দিয়ে এ কথাটি ক'জন উচ্চারণ করতে পরে? অহংকারহীন নিরলস মন ছাড়া অন্য কেউ এই অপ্রিয় কথাটি সংসারে সঙ্গীর সামনে উচ্চারণ করতে পারেনা!

ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, ভালো মন্ধ না দেখে যার ভিতরে শুধুমাত্র জেতার তাড়না থাকে সংসার জীবনে-তার জীবন সঙ্গী কখনো সুখের মুখ দেখবে না।

কেউ যদি জীবনকে রাজনীতির রংমহল মনে করে তা হলে ভিন্ন কিছু হলেও হতে পারে,

আমরা যারা খুব স্বভাবিক ভাবে জীবনকে সাজাতে চাই তাদের জন্য রাজনীতি মনস্ক জীবন সঙ্গী হলে সংসারটা বিষের মত হবে এটাই স্বভাবিক! যে কোন কথা যে কোন যুক্তি যে কোন প্রচেষ্টা সংসার জীবনে ব্যার্থ হতে বাধ্য রাজনীতি মনস্ক জীবন সঙ্গীর কাছে!

সহনশীল মন নিয়ে ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন মত ভিন্নমত তর্ক বিতর্ক রয়েছে, সহনশীলতা ধরে রাখার কৌশল এক এক জায়গায় এক এক রকম, কে কি বিষয় নিয়ে সহ্য করবে বা ধৈর্য ধরবে তা সংসারের চলমান প্রকৃতি নির্ধারন করে দেয়! মানুষ সয্য করতে চাই ধৈর্য ধরতে চাই সংসারের জন্য......! ধৈর্য ধরা সহ্য করা কতটুকু? ধৈর্য সহ্য যদি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি করা যায়....!?

সব কিছুর একটা সিমা থাকে, সিমার বাইরে চলে যাবার আগে প্রয়োজন সমজোতা সংলাপ!!! এভাবে আর কত দূর এগোনো যাবে? মতের অমিল গুলো নিয়ে আলোচনা করে সংশোধনের চেষ্টা করা দরকার, সহ্য ও ধৈর্য ভবিষ্যতের জন্য কল্যাণ বয়ে আনে ঠিক...! কিন্তু অতিরিক্ত ধৈর্য ও সহ্যের কারনে আপনার জীবন সঙ্গী এমন কিছু করতে পারে যা আপনাকে সঙ্গ ত্যাগ করতে বাধ্য করবে...!

তখন ধৈর্য ও সহ্যের অতীতের সময় গুলো প্রচন্ড ভাবে বজ্রের মত আঘাত করবে জীবনের প্রতিটি পরতে পরতে...

তখন ধৈর্য ও সহ্যের প্রতিটি ঘটনা আপনার জীবন বিষিয়ে তুলবে....! আপনার কাছে মনে হবে আপনার প্রতিটি ধৈর্য ও সহ্য গুলোকে আপনি ঘৃণা করতে শুরু করবেন....! যদিও অনেক গুলো ধৈর্য ও সহ্য আপনার জন্য মঙ্গল বয়ে আনতে পারতো.....।

তাই সময় উপযোগী সিদ্ধান্ত অত্যন্ত জরুরী......। সময় উপযোগী সিদ্ধান্ত নিন সংসার গুছিয়ে নিন নিজেদের ভিতরে শান্তি ফিরিয়ে আনুন।

পরিশেষে প্রতিটি মানুষের দাম্পত্য জীবন সমজোতা শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠুক এটাই প্রত্যাশা এবং আল্লাহর কাছে প্রার্থনা......। অবিবাহিত পাঠকেরা নিজেদের বুক পকেটে কথা গুলো জমা করবেন যেন ভবিষ্যত দাম্পত্য.....জীবনে কঠিন পরিস্থিতির শিকার হতে না হয়।

সবাইকে ধন্যবাদ।

বিষয়: বিবিধ

২৬৮৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309162
১৬ মার্চ ২০১৫ রাত ১২:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : অবিবাহিত পাঠকেরা নিজেদের বুক পকেটে কথা গুলো জমা করবেন যেন ভবিষ্যত দাম্পত্য.....জীবনে কঠিন পরিস্থিতির শিকার হতে না হয়।

পকেট ভর্তি করতে না পারলে রোজা রাখতে বলবেন তো? আপনারা পারেনও বটে! আমাদের অবিবাহিতদের হয়েছে মরণ!

ধর্য্য, সর্য্য এই দুটি বানান ভুল হয়েছে এবং বারবার ব্যবহার হয়েছে যদি আমি ভুল না দেখে থাকি। একটু খেয়াল করবেন।
১৬ মার্চ ২০১৫ রাত ১২:১৫
250127
গাজী সালাউদ্দিন লিখেছেন : সরি!!!!!!!! আমার মন্তব্যের উপরের অংশ ভুল বুঝে করা হয়েছে!!!! আমি ভেবেছি আপনি পকেটে টাকা জমা রাখতে বলেছেন, অথচ বলছেন আপনার কথাগুলো পকেটে জমা করতে, বুঝতে পারিনি যখন বুঝেছি তখন মন্তব্য প্রকাশ হয়ে গেছে। সরি!
১৬ মার্চ ২০১৫ রাত ১২:২৫
250130
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধর্য্য, সর্য্য এই দুটি বানান ভুল হয়েছে... সংশোধনের জন্য কি রকম হবে অনুগ্রহ করে জানান, সংশোধন করে নেব।
১৬ মার্চ ২০১৫ রাত ১২:৩১
250131
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধৈর্য, সহ্য
১৬ মার্চ ২০১৫ রাত ১২:৪২
250132
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সংশোধন করে নিলাম, ধন্যবাদ আপনাকে...!
১৬ মার্চ ২০১৫ রাত ১২:৫৬
250133
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই ছোট ভাইটার কথায় সংশোধন করে নেয়ায় অনেক অনেক শোকরিয়া।
১৬ মার্চ ২০১৫ রাত ০১:২৬
250134
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছোট বড় এটা কোন ব্যাপার নয়, দেখতে হবে কে ঠিক!
309179
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সংসারী হওয়ার পূর্বে এসব পোস্ট অনেক জরুরি ,,ধন্যবাদ ভাইয়া
১৬ মার্চ ২০১৫ রাত ০২:০৫
250150
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য!
309190
১৬ মার্চ ২০১৫ রাত ০২:৪০
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ,কমলতা মানে দুর্বলতা নয় কঠোরতা মানে নিষ্ঠুরতা নয় । সবাই যদি একটু বুঝত । অনেক ধন্যবাদ
১৬ মার্চ ২০১৫ রাত ০২:৫৩
250162
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অল্প কথার মন্তব্যে আপনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন! বুঝতে চেষ্টা করা জরুরী! মন্তব্যয়ের জন্য ধন্যবাদ।
309191
১৬ মার্চ ২০১৫ রাত ০২:৫২
সন্ধাতারা লিখেছেন :



প্রতিটি মানুষের দাম্পত্য জীবন সমজোতা শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠুক এটাই প্রত্যাশা এবং আল্লাহর কাছে প্রার্থনা......। অবিবাহিত পাঠকেরা নিজেদের বুক পকেটে কথা গুলো জমা করবেন যেন ভবিষ্যত দাম্পত্য.....জীবনে কঠিন পরিস্থিতির শিকার হতে না হয়। অনেক ভালো লাগলো। ধন্যবাদ
১৬ মার্চ ২০১৫ রাত ০২:৫৮
250163
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ! আমাদের ব্লগে এসে মন্তব্য করার জন্য! আমাদের পক্ষ থেকে শুভ কামনা রইলো। আমাদের জন্য দোয়া করবেন।
309216
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:৩১
অভিমানী বালক লিখেছেন : কেউ যদি জীবনকে রাজনীতির রংমহল মনে করে তা হলে ভিন্ন কিছু হলেও হতে পারে।

কথাটি ১০০% সঠিক,সংসার আর রাজনিতী এক নয়।
রাজনিতীর জন্য মাটে গলা ফাটিয়ে বক্তব্য দেয়া যায়,কিন্তু সংসারে গলা নুইয়ে বক্তব্য দিতে হয়।
রাজনিতীতে অনেক ক্ষেত্রে আপোষ হয় না,কিন্তু সহধর্মিনীর সাথে বাধ্য হয়ে আপোষ করতে হয়।
সর্বোপরি আপোষ সমঝোতা এবং ভালবাসার নাম ই হলো সংসার।

পোষ্টটি পড়ে ভালো লাগলো,ধন্যবাদ।
১৬ মার্চ ২০১৫ সকাল ১০:০৯
250195
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার ভালোলাগা ও বিশ্লেষন বিত্তিক মন্তব্য জানেিয়ে যাবার জন্য ধন্যবাদ।
309253
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১২
হতভাগা লিখেছেন : বিয়ে হচ্ছে একটা ব্যাটল ফিল্ড । এমনই একটা যুদ্ধ যেখানে শত্রুরা পরষ্পর একই খাটে , একই ছাদের নিচে থাকে - Sleeping with the enemy.

এখানে একজন চায় কিভাবে আরেকজনকে না দিয়ে/ঠকিয়ে নিজেরটা তার কাছ থেকে ১৬ আনার উপর ৩২ আনা উসূল করে নিতে । এবং এ কাজটা করে মেয়েরাই ।

কারণ বিয়েতে বিনিয়োগ করে ছেলেরাই এবং এটা এমন একটা বিজনেজ যেখানে বিনিয়োগকারী নিশ্চিত লোকসান হবে জেনেও বিনিয়োগ করে শুধু শরিয়তকে মানার কারণে।

মেয়েদের এখানে কোনই বিনিয়োগ নেই বলে লোকসানের প্রশ্নই আসে না । তাদের লাভ ছাড়া আর কোন সমস্যা হয় না । শরিয়ত মানার ব্যাপারে ছেলেদের যেমন কসাশ দেখা যায় মেয়েরা এ ব্যাপারে গা করে না , কারণ যারা বিনা পরিশ্রমেই সব কিছু পায় তাদের চাওয়ার কোন সীমা পরিসীমা থাকে না ।
১৭ মার্চ ২০১৫ রাত ১২:১৪
250354
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :

এখানে একজন চায় কিভাবে আরেকজনকে না দিয়ে/ঠকিয়ে নিজেরটা তার কাছ থেকে ১৬ আনার উপর ৩২ আনা উসূল করে নিতে ।

উসুল করা অন্যায় কিছু নয়!!!! তবে একটি সিমারেখা থাকা দরকার! মেয়েরা একটু ঘাড়তেড়া ওদেরকে বুঝিয়ে বসেআনা দুস্কর। তবে সব মেয়ে একিরকম নয়।
309275
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:০৬
আফরা লিখেছেন : ধৈর্য, সহ্য সংসার জীবনের জন্য অতি জরুরী । সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া/ ভাবি ।
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৭
250249
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য.।
309406
১৭ মার্চ ২০১৫ রাত ০১:৩২
দ্য স্লেভ লিখেছেন : আপনি খুব সুন্দরভাবে সঠিক বিষয় উপস্থাপন করেছেন। জাজাকাল্লাহ। ধৈর্য সত্তিই এক বিশাল জিনিস,তবে ভারসাম্য থাকতে হবে
১৭ মার্চ ২০১৫ রাত ০৩:১০
250375
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য! তবে একটি দুঃখ আজকের পোস্টে আপনার মন্তব্যটি ভুলে মুছে গেছে!
১৭ মার্চ ২০১৫ দুপুর ১২:৪৯
250404
দ্য স্লেভ লিখেছেন : সমস্যা নাই, মন থেকে না মুছলেই হলRolling on the Floor Rolling on the Floor
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:১১
250434
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ক্রিকেট নিয়ে আপনি দারুণ পোস্ট দিলেন, পোস্টটা পছন্দের তালিকায় রেখে দিলাম।
১৭ মার্চ ২০১৫ রাত ১০:২৫
250513
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File