প্রধানমন্ত্রী নিজে নারী হয়েও ধর্ষকের পক্ষে মামলা লড়ার জন্য পরামর্শ দিয়েছেন....!!!! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১১ মার্চ, ২০১৫, ০৫:০০:২৯ বিকাল
প্রধানমন্ত্রী নিজে নারী হয়েও ধর্ষকের পক্ষে মামলা লড়ার জন্য পরামর্শ দিয়েছেন....!!!!
প্রধানমন্ত্রী নিজে নারী হয়েও ধর্ষকের পক্ষে মামলা লড়ার জন্য পরামর্শ দিয়েছেন....!!!! এ কথা জনার পর আমি পুরুষ হয়েও লজ্জিত.....! বাংলাদেশের সকল নারীবাদীরা আজ ঘুমিয়ে আছে...... ধর্ষিত হলেই নারীবাদীদের মন খুশী হয় বুঝি????
রুবেল যতবড় ক্রিকেটারই হোক তিনি কি আইনের উর্ধে? আইনের ফাঁক পোকরে কালো হাত দিয়ে বেআইনি কাজ করিয়ে নিচ্ছে স্বার্থবাজেরা..... যেমনঃ তত্বাবধায়ক সরকার বাতিল করে আজ দেশে সংকটের সৃষ্টি.....! ১০০+মানুষের মৃত্যু.....! দায়ী কে??????
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যাপী রুবেলের বাসায় রাতে গিয়ে মেলামেশা করেছিল । এটা উভয়ের সন্মতিতেই হয়েছিল ।
এখন সিটুয়েশন হ্যাপীর ফেভারেবল না বলে এই মিউচ্যুয়াল ঘটনাকে সে ধর্ষন বলে চালিয়ে দিচ্ছে !
বাংলাদেশ পৃথিবীতে এমন একটা দেশ যেখানে নারীদের কথা বিনা বাক্যে সত্য বলে ধরে নেওয়া হয় ।
উন্নত বিশ্বে এরকম মিউচ্যুয়াল ঘটনায় কোন মেয়ে তার ছেলে বন্ধুর বিরুদ্ধে মামলা করার আগে ১০ বার ভাববে , কারণ সেও তো একই অপরাধে অপরাধী ।
প্রতারনা তো একজন নারী একজন পুরুষখেও করতে পারে । সেক্ষেত্রে পুরুষটির প্রতিআকর পাবার কোন সুযোগ নেই এদেশে।
আর লটাস কামালের কথাটা ছিল মন্ত্রীদের গতবাঁধা তৈল মর্দন।
মন্তব্য করতে লগইন করুন