প্রধানমন্ত্রী নিজে নারী হয়েও ধর্ষকের পক্ষে মামলা লড়ার জন্য পরামর্শ দিয়েছেন....!!!! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১১ মার্চ, ২০১৫, ০৫:০০:২৯ বিকাল

প্রধানমন্ত্রী নিজে নারী হয়েও ধর্ষকের পক্ষে মামলা লড়ার জন্য পরামর্শ দিয়েছেন....!!!!



প্রধানমন্ত্রী নিজে নারী হয়েও ধর্ষকের পক্ষে মামলা লড়ার জন্য পরামর্শ দিয়েছেন....!!!! এ কথা জনার পর আমি পুরুষ হয়েও লজ্জিত.....! বাংলাদেশের সকল নারীবাদীরা আজ ঘুমিয়ে আছে...... ধর্ষিত হলেই নারীবাদীদের মন খুশী হয় বুঝি????

রুবেল যতবড় ক্রিকেটারই হোক তিনি কি আইনের উর্ধে? আইনের ফাঁক পোকরে কালো হাত দিয়ে বেআইনি কাজ করিয়ে নিচ্ছে স্বার্থবাজেরা..... যেমনঃ তত্বাবধায়ক সরকার বাতিল করে আজ দেশে সংকটের সৃষ্টি.....! ১০০+মানুষের মৃত্যু.....! দায়ী কে??????

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308362
১১ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৯
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2015/03/11/274654

হ্যাপী রুবেলের বাসায় রাতে গিয়ে মেলামেশা করেছিল । এটা উভয়ের সন্মতিতেই হয়েছিল ।

এখন সিটুয়েশন হ্যাপীর ফেভারেবল না বলে এই মিউচ্যুয়াল ঘটনাকে সে ধর্ষন বলে চালিয়ে দিচ্ছে !

বাংলাদেশ পৃথিবীতে এমন একটা দেশ যেখানে নারীদের কথা বিনা বাক্যে সত্য বলে ধরে নেওয়া হয় ।

উন্নত বিশ্বে এরকম মিউচ্যুয়াল ঘটনায় কোন মেয়ে তার ছেলে বন্ধুর বিরুদ্ধে মামলা করার আগে ১০ বার ভাববে , কারণ সেও তো একই অপরাধে অপরাধী ।
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
249434
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বিষয়টা আইনি। যা হয়েছে সেটি দুজনের সম্মতিতেই হয়েছে। তারা লিভ টুগেদারে অভ্যস্ত ছিল তাই সাধারণভাবে একে ধর্ষণ বলা যায়না। কিন্তু কথা হল কেন ধর্ষণের মামলা? বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোন নারীকে বিয়ের কথা বলে কোন পুরুষ তার সম্মতিতেই শারিরিক সম্পর্ক স্হাপন করেন কিন্তু পরবর্তীতে সেই নারীকে বিয়ে করতে অস্বিকার করেন সেক্ষেত্রে বাংলাদেশি আইনের দৃষ্টিতে পুরুষটি ধর্ষক হিসেবে গণ্য হবে। এবং কোন নারী এমন ঘটনার শিকার হলে তিনি উক্ত পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারেন। কাজেই হ্যাপি শুধু আইনের ব্যাবহার করেছে যদিও স্বাভাবিক দৃষ্টিতে ২জনই লিভ টুগেদারে অভ্যস্ত ছিল।
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
249448
হতভাগা লিখেছেন : বাংলাদেশে নারীদের জন্য এরকম অনেক একপেশে আইন আছে । এমন না যে বাংলাদেশেই নারীরা বেশী ধর্ষনের স্বীকার হয় । আমেরিকাতে এর পরিমান বাংলাদেশের চেয়ে কয়েকগুন বেশী ।

প্রতারনা তো একজন নারী একজন পুরুষখেও করতে পারে । সেক্ষেত্রে পুরুষটির প্রতিআকর পাবার কোন সুযোগ নেই এদেশে।
১২ মার্চ ২০১৫ রাত ১২:২১
249482
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রশ্ন ধর্ষণ নাকি লিভটুগেদার!!! দুটোই অপরাধ " আমার প্রশ্নটা অপরাধের পক্ষে প্রধানমন্ত্রী কেন?
308385
১১ মার্চ ২০১৫ রাত ০৯:০৫
আবু জান্নাত লিখেছেন : এতদিন কোথায় ছিলেন? আপনাদের জুটি কি নতুন সন্তান নিয়েই ব্যাস্ত? ছেলের নাম কি রাখলেন?। জাযাকাল্লাহ খাইর
১২ মার্চ ২০১৫ রাত ১২:২৮
249483
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আছি, ব্লগে এখন ঠান্ডা সময় যাচ্ছে...... সন্তানের নাম রেখেছি রোবায়েদ হাসান! আপনাকেওও ধন্যবাদ।
308419
১১ মার্চ ২০১৫ রাত ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিষয়টা আইনি এবং জাতিয় প্রয়োজন উভয়ই ছিল। এতে প্রধান মন্ত্রির হস্তক্ষেপ এর কোন প্রয়োজন ছিল বলে মনে হয়না। বিসিবি জামিনদার হলেই চলত। তেল দিয়ে এত কথা !!!
১২ মার্চ ২০১৫ রাত ১২:৩০
249484
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তেলের জন্য ছাপাবাজি নাকি সত্যি প্রধানমন্ত্রী অবস্থান অপরাধীর পক্ষে?
308468
১২ মার্চ ২০১৫ সকাল ১১:১৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : অপরাধ যদি কেউ করে থাকে রুবেল, হ্যাপী দুইজনই করেছে। হ্যাপী প্রকারন্তরে তার অপরাধ স্বীকার করেছে, রুবেল স্বীকার করেনি এবং অপরাধ এখনো প্রমাণিত হয়নি। ন্যায় বিচারের কথায় যদি বলি এ ক্ষেত্রে হ্যাপীরই জেলে বন্দী থাকার কথা। রুবেল জেলে যাবে আদালতে তার অপরাধ প্রমানীত হলে। রুবেলের জামিন আইনী প্রক্রিয়াতেই হয়েছে। শরীয়া অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে উভয়েরই বেত্রাঘাত এবং দেশান্তরের শাস্তি হওয়া উচিৎ, যদিও আমাদের আইনে এমন শাস্তি নেই, কিন্তু আল্লাহর আইনই সর্বোচ্চ আইন।
আর লটাস কামালের কথাটা ছিল মন্ত্রীদের গতবাঁধা তৈল মর্দন।
১৫ মার্চ ২০১৫ রাত ০১:৩০
249954
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রধানমন্ত্রী কেন সামুক পা কাঁটতে গেলেন?
১৫ মার্চ ২০১৫ সকাল ১১:৩০
250003
মোতাহারুল ইসলাম লিখেছেন : কেন? আপনি তার কাছে থেকে কি খুব ভালো কিছু আশা করেন?
১৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৩
250037
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আশা করি কিন্তু বাস্তবে হতাশ হই বারবার!
308545
১২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File