কথার কথা মনের কথা হচ্ছে আমরা অন্তত একদিনের সেই গনতন্ত্রটা ফিরে পেতে চাই!!!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ জানুয়ারি, ২০১৫, ০১:০৫:৫৭ রাত



পৃথিবীতে এমন কিছু অভিনয় শিল্পী আছে যাদের অভিনেত্রী বা অভিনেতা বলা হয়না!! তেমনি গতকাল একটি অভিনয় মঞ্চস্থ হয়ে গেল.....! অভিনয় বলছি এই কারনে গতকাল শোকে কাতর হয়ে খালেদা জিয়ার সাথে দেখা করার হাহাকার দেখছি শেখ হাসিনার পক্ষ থেকে!

কিন্তু আজ মামলা দায়ের করা হয়েছে..... কোকোর মৃত্যু না হলে খালেদা জিয়াকে আজ গ্রেফতার করা হতো হয়তো.....!

মানবতা যখন আমাদের মনের ঘরে গভীর ভাবে আসে আমারা অনুসুচনা করি ভুলের...." কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু আমরা কি দেখছি? ভুলের উপর দাড়িয়ে থেকে সেই ভুলকে ইসু করে মানুষকে মেরে ক্ষমতায় বসে থাকার অদ্ভুত বসন্তে আমাদের আজকের প্রধানমন্ত্রী।

আমাদের দেশে ছিলো একটি এক দিনের গনতন্ত্র....! আমরা সবাই উৎফুল্ল মনে ৫ বছরের জরা মনের ক্লান্তি দূর করে স্বাধীন মনে নিজস্ব ইচ্ছায় ভোটটা দিতাম।

কিন্তু আজ আমরা এক দিনের সেই গনতন্ত্রটাও হারিয়ে পেলেছি... মানে কেড়ে নিয়েছে শেখ হাসিনা! 

কথার কথা মনের কথা হচ্ছে আমরা অন্তত একদিনের সেই গনতন্ত্রটা ফিরে পেতে চাই!!!

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301750
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৯
রক্তলাল লিখেছেন : ওরা সামরিক সমাধানে যাচ্ছে টিক্কা খানের মত।

তাই আমাদের হতে হবে মুক্তিবাহিনী। শহীদ জিয়া নেই - কিন্তু, তার সুযোগ্য উত্তরসুরী আছে।

আমরাও শুনতে প্রস্তুত - "I, Major Zia, declare the independence of Bangladesh."

২৬ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৪
244105
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Happy>-
301772
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৫২
sarkar লিখেছেন : যারা হাসিনার অভিনয় সম্পর্কে জানতে চান তাদের জন্য আছে মতিয়ুর রহমান পিন্টুর লিখা বই আমার ফাসিঁ চাই।
301788
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন তন্ত্রমন্ত্র এর শিকার। গন বাদ!
301840
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
লাল সবুজ লিখেছেন : কেউ কেউ বলছেন খালেদার সাথে দেখা না ঠিক হয়নি। আমি বলবো দেখা না করে ঠিক করেছে। সর্বকালের সেরা মিথ্যাবাদি জল্লাদের সাথে কিশের দেখা।
301866
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : নিজেকে এমন অবস্থায় ভাবুন, যেখানে আপনি খুব দুর্দশা গ্রস্থ, আর যে শত্রুর শত্রুতার কারণে আপনি মানসিক ভাবে বিদ্ধস্ত,সে আপনাক্র আসছে এই দুর্দশার জন্য সহমর্মিতা জানাতে। তখন আপনি কি করবেন?
301867
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : নিজেকে এমন অবস্থায় ভাবুন, যেখানে আপনি খুব দুর্দশা গ্রস্থ, আর যে শত্রুর শত্রুতার কারণে আপনি মানসিক ভাবে বিদ্ধস্ত,সেই শত্রু আপনা্র কাছে আসছে এই দুর্দশার জন্য সহমর্মিতা জানাতে। তখন আপনি কি করবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File