কথার কথা মনের কথা হচ্ছে আমরা অন্তত একদিনের সেই গনতন্ত্রটা ফিরে পেতে চাই!!!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ জানুয়ারি, ২০১৫, ০১:০৫:৫৭ রাত
পৃথিবীতে এমন কিছু অভিনয় শিল্পী আছে যাদের অভিনেত্রী বা অভিনেতা বলা হয়না!! তেমনি গতকাল একটি অভিনয় মঞ্চস্থ হয়ে গেল.....! অভিনয় বলছি এই কারনে গতকাল শোকে কাতর হয়ে খালেদা জিয়ার সাথে দেখা করার হাহাকার দেখছি শেখ হাসিনার পক্ষ থেকে!
কিন্তু আজ মামলা দায়ের করা হয়েছে..... কোকোর মৃত্যু না হলে খালেদা জিয়াকে আজ গ্রেফতার করা হতো হয়তো.....!
মানবতা যখন আমাদের মনের ঘরে গভীর ভাবে আসে আমারা অনুসুচনা করি ভুলের...." কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু আমরা কি দেখছি? ভুলের উপর দাড়িয়ে থেকে সেই ভুলকে ইসু করে মানুষকে মেরে ক্ষমতায় বসে থাকার অদ্ভুত বসন্তে আমাদের আজকের প্রধানমন্ত্রী।
আমাদের দেশে ছিলো একটি এক দিনের গনতন্ত্র....! আমরা সবাই উৎফুল্ল মনে ৫ বছরের জরা মনের ক্লান্তি দূর করে স্বাধীন মনে নিজস্ব ইচ্ছায় ভোটটা দিতাম।
কিন্তু আজ আমরা এক দিনের সেই গনতন্ত্রটাও হারিয়ে পেলেছি... মানে কেড়ে নিয়েছে শেখ হাসিনা!
কথার কথা মনের কথা হচ্ছে আমরা অন্তত একদিনের সেই গনতন্ত্রটা ফিরে পেতে চাই!!!
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আমাদের হতে হবে মুক্তিবাহিনী। শহীদ জিয়া নেই - কিন্তু, তার সুযোগ্য উত্তরসুরী আছে।
আমরাও শুনতে প্রস্তুত - "I, Major Zia, declare the independence of Bangladesh."
মন্তব্য করতে লগইন করুন