শীতার্ত মানুষের আকুতি যদি না বুঝি আমরা ইসলামের আইনকে কে দেবে পাহারা? ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ ডিসেম্বর, ২০১৪, ০২:২৬:৩৫ রাত





মানবতা আর মানুষের মমতা হতে হবে এক সাথে ,

নয়তো মনব জীবন হয়ে যাবে বৃথে ।

এক জনার অট্টলিকা অন্য জনার হাহাকার ,

তাইতো বিদান আছে ইসলামে অত্যন্ত উদার ।

যাকাত দাও তাকে যে খাওয়া পরা পাইনা ,

তবেই শীতার্ত দরিদ্র মানুষের থামবে কান্না ।

শীতার্ত মানুষের আকুতি যদি না বুঝি আমরা ,

ইসলামের আইনকে কে দেবে পাহারা ?

আমরা যদি মানি 'ইসলাম' হবে এ অবস্তার উন্নতি ,

এখুনি যাকাত দাও ''আহবান'' ধনবাদের প্রতি ।

যাকাত না দিলে তোমার যত অর্থ শত হাজার আরাম ,

খাওয়া দওয়া কর্ম হবে নিস্পল হবে জান্নাত হারাম ।

যদি থাকে জাহন্নমের ভয় হাত প্রসারিত কর মানবতার ,

তা হলেই কমে যাবে দেশে দরিদ্রতার হার ।

যদি আমরা আনতে পারি মানুষে মানুষে সমতা ,

পূর্ণ হবে জীবনের উদ্দেশ্য রবে মায়া শান্তির মমতা ।।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;

আমরা শুধু এক বার ভাবি মনের

সকল আন্তরিকতা দিয়ে তবেই . . . . . . . . . ।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297623
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৬
udash kobi লিখেছেন : ভালো লাগল
পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
Rose
297625
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১৫
সামসুল আলম দোয়েল লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
297627
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:১৩
sarkar লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
297648
২৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যাকাতের লুঙ্গি আর যাকাতে শাড়ি যে দেশে বিক্রি হয় সে দেশের যাকাত ব্যবস্থা কেমন তা তো দূরে কথা। খুব কাছ থেকে এখানে ইসলামপন্থীদের করুন অবস্থা দেখা যায়! তার ফলে যা হবার তাই হচ্ছে! আল্লাহ শাতীর্তদের জন্য শীতের তীব্রতাকে কমিয়ে দিন এই দোয়াই করি।
297675
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মানুষের তরে যদি আমরা মানুষ হতে না পারি তবে কেনো অমানুষ হয়ে বেঁচে থাকি? এর চেয়ে মরাই ভালো।
297756
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো। আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। https://www.facebook.com/events/422918147861308/428308350655621/?notif_t=plan_mall_activity

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File