স্বাধীনতার জন্য লড়াই জরুরি ঐকবদ্ধ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৪:৪২ দুপুর
আমি প্রেমে পড়তে চাই নিজের মত করে অবাধ (বিজয়) স্বাধীনতার,
আমি অবাধ স্বাধীনতার জন্য অপেক্ষার প্রহরী হয়েছি, আমার ভিতরে স্বাধীনতার হাহাকার।
আমি প্রেমিক হই বা প্রেমিকা... স্বাধীনতার স্বাদ আমার চাই শুধু চাই!
স্বাধীনতাহীনতায় পেয়ে বসেছে আজ পুরো জাতিকে, অধিকার হারিয়ে আজ স্বাধীনতা শূন্যতায়।
কথা বলার স্বাধীনতা নেই ইসলামীক টিভি, দিগন্ত টিভি বন্ধ!
মাহমুদুর রহমান জেলে আছে আমার:::দেশ পত্রিকা বন্ধ সহমতের প্রচার মাধ্যম খূঁজে পেয়েছে ছন্দ....!
ভিন্নমত সয্য হয়না সহমতের জয়জয়কার আজ চারদিকে,
স্বাধীনতার স্বাদ খূঁজতে অলিতে গলিতে দৌড়.... চলছে দিকে দিকে।
স্বাধীনতার জন্য লড়াই জরুরি ঐকবদ্ধ হয়ে ত্যাগের মন মানসিকতায়,
স্বাধীন হতে চলো হাতে হাত রাখি দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে গভীর ভালোবাসায়!!
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন