স্বাধীনতার জন্য লড়াই জরুরি ঐকবদ্ধ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৪:৪২ দুপুর



আমি প্রেমে পড়তে চাই নিজের মত করে অবাধ (বিজয়) স্বাধীনতার,

আমি অবাধ স্বাধীনতার জন্য অপেক্ষার প্রহরী হয়েছি, আমার ভিতরে স্বাধীনতার হাহাকার।

আমি প্রেমিক হই বা প্রেমিকা... স্বাধীনতার স্বাদ আমার চাই শুধু চাই!

স্বাধীনতাহীনতায় পেয়ে বসেছে আজ পুরো জাতিকে, অধিকার হারিয়ে আজ স্বাধীনতা শূন্যতায়।

কথা বলার স্বাধীনতা নেই ইসলামীক টিভি, দিগন্ত টিভি বন্ধ!

মাহমুদুর রহমান জেলে আছে আমার:::দেশ পত্রিকা বন্ধ সহমতের প্রচার মাধ্যম খূঁজে পেয়েছে ছন্দ....!

ভিন্নমত সয্য হয়না সহমতের জয়জয়কার আজ চারদিকে,

স্বাধীনতার স্বাদ খূঁজতে অলিতে গলিতে দৌড়.... চলছে দিকে দিকে।

স্বাধীনতার জন্য লড়াই জরুরি ঐকবদ্ধ হয়ে ত্যাগের মন মানসিকতায়,

স্বাধীন হতে চলো হাতে হাত রাখি দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে গভীর ভালোবাসায়!!

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294877
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
হতভাগা লিখেছেন : স্বাধীনতা এখন স্বাদ হীনতায় ভুগছে
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১২
238340
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সত্যি, সহমত। ধন্যবাদ মন্তব্যের জন্য!
294879
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
238342
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাদের ভালোলাগা আমাদের অনুপ্রাণিত করে।
294884
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
238344
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পোলাপাইন দুষ্টু জানতাম, দুুষ্টের মাঝে ভাললাগা লুকিয়ে আছে তা জানতাম না।
294916
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম......... ভাইয়া। অন্নেক ভালো লাগলো আপনার লিখাটি। আপনারা সবাই কেমন আছেন। আমাদের সোনামণিটা ভালতো ভাইয়া? জাজাকাল্লাহু খাইর।
294928
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৮
238388
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
294999
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
295104
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০৭
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : আসলেই অতি বাস্তব সত্য কথা। স্পেডকে স্পেড বলার মত এই সৎ সাহস সবার থাকেনা। খুউউউউব ভাল লাগল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File