;;;; ফুল নয় দোয়ায় কাম্য ;;;;; ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৮:১৪ রাত
আমি মরে গেলে দিওনা
আমার কবরে ফুল ,
যদি পারো দোয়া করো
দোয়ায় আমার আবেদন আকুল ।
মানুষ মরে গেলে তার জন্য
ফুল নয় দোয়ায় কাম্য ,
মিনার বানিয়ে ফুল দেওয়া টা-
১০০ তে ১০০ রাজনৈতিক রাম্য ।
রাজনৈতিক রস দেখে
আমরা যদি হই রসালো ,
বুঝতে হবে মানুষ হিসাবে
'' আমার '' মানুষুত্ব হারালো ।
রাজনীতির রঙে যদি
আমরা রঙীন হতে থাকি ,
আমাদের মনের চাহিদার-
কি থাকে বাকী ?
আমাদের মনের চাহিদা
হতে হবে সত্য পথের ,
মিনারে ফুল দেওয়া টিক নয়
তাই আমার প্রকাশ আজ ভিন্ন মতের ।
আমরা পত্যেকে জানি
অপচয় কারি শয়তানের সহযোগী ,
শয়তানের সহযোগী হতে কেন-
হব আমরা অর্থ ত্যাগী ।
আমাদের ত্যাগ হওয়া চাই
সত্য ও শান্তির পথে ,
আসুন যুদ্ধে যারা মরেছে তাদের আত্থার-
জন্য দোয়া করি দিবা রাতে ।
আল্লাহর রহমত ও আমাদের দোয়া
তাদের এক মাত্র কামনা ,
আমরা কেন মিনারে ফুল দিয়ে
বড়াব নিজের খাতায় গুনা ???
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফুল না দিলে প্রদর্শনি হবে কিকরে???
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : দোয়ার চেতনায় গাজার মানুষের মত আল্লা/আল্লা চিৎকার করা যায়, স্বাধীন হওয়া যায় না।তাদের এক মাত্র কামনা ,
আমরা কেন মিনারে ফুল দিয়ে
বড়াব নিজের খাতায় গুনা ??? অনেক ধন্যবাদ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন