Cheer Hot Roseবিজয় দিবসের প্রত্যাশাCheer Hot Rose ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৯:২৫ রাত



আমরা যুদ্ধ করে অর্জন করেছি এই বাংলাদেশ ,

লাল সবুজের পতাকা নয়তো আমাদের অর্জনের শেষ ।

আমাদের অর্জন করতে হবে অর্থনৈতিক উন্নতি ,

রুখে দিতে হবে আগে প্রশাসনের দূর্নীতি ।

কমাতে হবে মানুষে মনুষে হিংসা প্রতি হিংসা ,

সবাই এক হয়ে রব বিজয় দিবসে এটাই হোক আমাদের প্রত্যাশা ।

ধর্মের মত থাকতে পারে মানুষের মনে ভিন্ন ভিন্ন ,

সে যে মতেরি হোক , থাকে যবেনা করা বিচ্ছিন্ন ।

''তবে'' ইসলামে আছে আহবান করো মানুষকে দীনের পথে ,

জোর করে নয় নম্র ভাব ''তার'' মন যেন না ভাঙ্গে আঘাতে ।

সে ইচ্ছায় আসুক বা না আসুক ক্ষতি নেই আমাদের কোনো ,

বিভেদ করার প্রয়োজন নেই আমাদের এই কথটি মন যোগে শুনো ।

উন্নত করতে দেশটাকে যার যার জায়গায় করতে হবে কর্ম ,

তবেই পাব আমরা বিজয়ের আসল সার্মম ।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

যে কোন বিজয় যেমন আনন্দের , তেমন ভালোবাসার ও

আমরা আনন্দ আর ভালোবাসায় আমাদের

দেশটাকে উন্নতির সিকড়ে পৌঁছে দিই ,আসুন দেশটাকে দূর্নীতি মুক্ত করতে মুক্ত করতে

যার যার অবস্তান থেকে আপোসহীন হই ।।

বিষয়: সাহিত্য

১১৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294325
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার প্রত্যাশার সাথে একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File