আমার প্রিয় দাদির ইন্তেকা..... সবাই দোয়া করবেন দাদির জন্য। ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ নভেম্বর, ২০১৪, ০৪:২২:৪৫ বিকাল
আমার প্রাণ প্রিয় দাদি তুমি চলে গেলে আমাদের ছেড়ে আজ!!
মনে কত সৃতির কলতান উঠে শোকের দিনে কেন এমন সাজ?
তুমি ছোটবেলায় মায়ের শাসন থেকে কত বার টেনে নিয়েছ বুকে,
তুমি চলে যাওয়াতে আজ চোখে অশ্রুজল বড় ব্যথা বুকে।
তুমি কতবার শিতকালে শিত নিবারণের জন্য জ্বেলে দিতে আগুন,
তুমি কতবার আমার ছোট্ট ভুল ত্রুটি ছুড়ে পেলে বলেছো আমার ছিলো যত গুণ!!!
এমন মধুর সৃতিগুলো আমার মনের বন্দরে আজ গুরে ফিরে ভাসে,
দাদি তোমায় যেন জান্নাত দেন আল্লাহ, সেই দোয়া করি আমি আল্লাহকে ভালোবাসে।
আমার দাদির জন্য দোয়া চাই হে সকল ব্ন্ধু স্বজন ,
আমাদের ও একদিন চলে যেতে হবে জীবন ক্ষণস্থায়ী আমাদের কাছেও মৃত্যু করবে আগমন।
বিঃদ্রঃ আমার দাদি আজ সকাল ৫.৩০ সময়ে ইন্তেকাল করেছেন....!!!!
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তাঁকে ক্ষমা করে দিক। তাঁর কবরের আজাব মাফ করে দিক। আমীন
এধরনের পোষ্ট ষ্টিকি হবার যোগ্যতা রাখে।
আল্লাহ তাঁকে ক্ষমা করে দিক। তাঁর কবরের আজাব মাফ করে তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমীন
আল্লাহ তাঁকে ক্ষমা করে দিক। তাঁর কবরের আজাব মাফ করে তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমীন
আল্লাহ তাঁকে ক্ষমা করে দিক। তাঁর কবরের আজাব মাফ করে দিক। আমীন
|
আল্লাহ আপনার দাদীকে ক্ষমা করে দিন। তাঁর কবরের আজাব মাফ করে তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমীন
আল্লাহতায়লা তাকে বেহেশত নসিব করুন।
আল্লাহ তাঁকে ক্ষমা করে দিক। তাঁর কবরের আজাব মাফ করে তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমীন
আপনার দাদীমা সহ সকল মৃত মুসলিম কে আল্লাহ তাঁর অপার করুণায় ক্ষমা করে জান্নাতের মেহমান করে নিন-এই দোয়া করি!
মন্তব্য করতে লগইন করুন