সড়কে হিজাব আর হিজাব ছাড়া ১০ ঘণ্টার অভিজ্ঞতা (ভিডিও সহ) আশা করি সবাই দেখবেন।
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ নভেম্বর, ২০১৪, ০২:০৬:২১ রাত
পরীক্ষাটা নারীদের পোশাক নিয়ে। কারণ ধর্ষণের বাড়-বাড়ন্তে বর্তমান সময়ে নারীদের পোশাক নিয়ে ব্যাপক বিতর্ক। কেমন পোশাক পরবেন নারীরা?
এক্ষেত্রে শালীন পোশাকের প্রশ্ন আসলে অনেকে এটাকে নারীর অগ্রযাত্রা আর স্বাধীনতার প্রতিবন্ধকতা মনে করেন।
আর মুসলিমদের হিজাবের কথা আসলে তো কথাই নেই, মধ্যযুগীয় বলে গালাগাল। পশ্চিমা এবং পশ্চিমা ধাঁচের ‘সভ্য’ দেশগুলোতো রীতিমতো আইন করে হিজাব নিষিদ্ধ করছেন।
অবশ্য হিজাব এবং বোরকার মতো ইসলামে বিশেষ কোনো ‘ড্রেস কোড’ আছে কিনা এনিয়ে বির্তক আছে। কারণ কোরআন এবং সুন্নায় এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। তবে শালীন পোশাক পরিধানের ব্যাপারে যে নির্দেশনা দেয়া আছে এ ব্যাপারে সবাই একমত।
পোশাক আর হিজাব বিতর্কের মধ্যে কয়েক তরুণের উৎসুক মন নেমে গেল সরেজমিন পরীক্ষায়। এক তরুণীকে নিউইয়র্ক শহরের ম্যানহাটনের সড়কে ৫ ঘণ্টা জিন্স, টি-শার্ট আর কার্ডিগান পরিহিত অবস্থায় এবং ৫ ঘণ্টা হিজাব পরিহিত অবস্থায় হাঁটিয়ে পথচারীদের প্রতিক্রিয়া ভিডিও করেছেন তারা। উঠে এসেছে এক বিরল অভিজ্ঞতা। বাকিটা দেখুন ভিডিওতে-
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শালীনতা-ভদ্রতার অপর নাম হিজাব!
উশৃংখল সমাজ ব্যতিত হিজাবের সার্বজনীনতা কেউ অস্বীকার করতে পারে না!যদিও এর প্রকার-পদ্ধতি নিয়ে ভিন্নতা আছে!
ভিডিও টা দেখতে পারলাম না!দেখার পরিবেশ না থাকায়!
অনেক ধন্যবাদ ও কাযাকুমুল্লাহ উপস্হাপনার জন্যে
অপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
হিজাব এবং শালিনতা একজনকে উন্নিত করে সন্মানের আসনে। আর অশালিনতা সবসময়ই তাকে নিচে নামায়। দুর্ভাগ্য আমরা এখন তাকেই মনে করছি বড় হওয়া!!!
মন্তব্য করতে লগইন করুন