সড়কে হিজাব আর হিজাব ছাড়া ১০ ঘণ্টার অভিজ্ঞতা (ভিডিও সহ) আশা করি সবাই দেখবেন।

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ নভেম্বর, ২০১৪, ০২:০৬:২১ রাত



পরীক্ষাটা নারীদের পোশাক নিয়ে। কারণ ধর্ষণের বাড়-বাড়ন্তে বর্তমান সময়ে নারীদের পোশাক নিয়ে ব্যাপক বিতর্ক। কেমন পোশাক পরবেন নারীরা?

এক্ষেত্রে শালীন পোশাকের প্রশ্ন আসলে অনেকে এটাকে নারীর অগ্রযাত্রা আর স্বাধীনতার প্রতিবন্ধকতা মনে করেন।

আর মুসলিমদের হিজাবের কথা আসলে তো কথাই নেই, মধ্যযুগীয় বলে গালাগাল। পশ্চিমা এবং পশ্চিমা ধাঁচের ‘সভ্য’ দেশগুলোতো রীতিমতো আইন করে হিজাব নিষিদ্ধ করছেন।

অবশ্য হিজাব এবং বোরকার মতো ইসলামে বিশেষ কোনো ‘ড্রেস কোড’ আছে কিনা এনিয়ে বির্তক আছে। কারণ কোরআন এবং সুন্নায় এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। তবে শালীন পোশাক পরিধানের ব্যাপারে যে নির্দেশনা দেয়া আছে এ ব্যাপারে সবাই একমত।

পোশাক আর হিজাব বিতর্কের মধ্যে কয়েক তরুণের উৎসুক মন নেমে গেল সরেজমিন পরীক্ষায়। এক তরুণীকে নিউইয়র্ক শহরের ম্যানহাটনের সড়কে ৫ ঘণ্টা জিন্স, টি-শার্ট আর কার্ডিগান পরিহিত অবস্থায় এবং ৫ ঘণ্টা হিজাব পরিহিত অবস্থায় হাঁটিয়ে পথচারীদের প্রতিক্রিয়া ভিডিও করেছেন তারা। উঠে এসেছে এক বিরল অভিজ্ঞতা। বাকিটা দেখুন ভিডিওতে-


বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285719
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৩৯
শেখের পোলা লিখেছেন : ভি ডি ও টি দেখেছি৷ দুরাত্মার ছলের অঅভাব নাই৷ তাই এতে তাদের মন ভরবে কিনা বলা যায়না৷
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
229287
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভিডিও দেখা ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
285744
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫৭
কাহাফ লিখেছেন :
শালীনতা-ভদ্রতার অপর নাম হিজাব!
উশৃংখল সমাজ ব্যতিত হিজাবের সার্বজনীনতা কেউ অস্বীকার করতে পারে না!যদিও এর প্রকার-পদ্ধতি নিয়ে ভিন্নতা আছে!
ভিডিও টা দেখতে পারলাম না!দেখার পরিবেশ না থাকায়!
অনেক ধন্যবাদ ও কাযাকুমুল্লাহ উপস্হাপনার জন্যে Praying phbbbbt
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৬
229288
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধGood Luckন্যবাদ
285755
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৫
বিবেকবান লিখেছেন : nice... পিলাচ
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৭
229291
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Happy>-
285768
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, শুনলাম হিন্দু মেয়েরা বোরকা পড়া শুরু করেছে ইন্ডিয়ায়। কেননা এর মাধ্যমে তারা নিরাপত্তা ফিল করছে। অথচ আমাদের মা বোনরা বুঝলো না। Sad
অপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৮
229293
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সচেতনতা জরুরী।
285786
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : পিলাচ......ধন্যবাদ।
285892
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
হিজাব এবং শালিনতা একজনকে উন্নিত করে সন্মানের আসনে। আর অশালিনতা সবসময়ই তাকে নিচে নামায়। দুর্ভাগ্য আমরা এখন তাকেই মনে করছি বড় হওয়া!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File