একটি পুলছিরাত সম্পর্কিত আলোচনা...... ছবি আপলোড করা গেলনা!!!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ নভেম্বর, ২০১৪, ০৫:১২:৫৮ বিকাল

রাসুল (সাঃ) বলেছেন, জাহান্নামের উপর পুলছিরাত স্থাপন করা হবে।

সে সময় রাসূলগণের মধ্যে আমি এবং আমার উম্মতই সর্বপ্রথম পুলছিরাত পার হব।

সেদিন পুলছিরাত পার হওয়ার সময় রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলবেন না।

আর রাসূলগণ শুধু বলবেন, সাল্লিম সাল্লিম, হে আল্লাহ! নিরাপদে রাখ, হে আল্লাহ! নিরাপদে রাখ।

আর জাহান্নামের মধ্যে সাদানের কাঁটার ন্যায় আংটা থাকবে,

সেগুলি সাদানের কাঁটার মত তবে সেগুলি কত বড় তা আল্লাহই ভাল জানেন।

ঐ আংটাগুলি মানুষকে তার আমল অনুপাতে অাঁকড়ে ধরবে।

সুতরাং কিছু লোক নিজ আমলের কারণে ধ্বংস হবে

এবং কিছু লোক টুকরা টুকরা হয়ে যাবে, পরে আবার নাজাত পাবে।

অবশেষে যখন আল্লাহ বিচার শেষ করবেন,

নিজের বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন।

আর যারা সাক্ষ্য দিয়েছে যে, এক আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই।

তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ করবেন যে,

যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদেরকে জাহান্নাম হ’তে বের করে আন।

তখন তারা ঐ সমস্ত লোকদের কপালে সিজদার চিহ্ন দেখে চিনতে পারবেন

এবং জাহান্নাম থেকে বের করে আনবেন।

আর আল্লাহ সিজদা চিহ্নিত স্থানসমূহ আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন।

ফলে জাহান্নামে নিক্ষিপ্ত প্রতিটি মানুষের সিজদার স্থান ব্যতীত

জাহান্নামের আগুন গোটা দেহটি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিবে।

সুতরাং তাদেরকে এমন অগ্নিদগ্ধ অবস্থায় জাহান্নাম হ’তে বের করা হবে যে,

তারা একেবারে কয়লা হয়ে যাবে। তখন তাদের উপর হায়াত দান করা পানি ঢেলে দেওয়া হবে।

এতে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে, যেমন কোন বীজ পানির স্রোতের ধারে সজীব হয়ে উঠে।

মুমিন ভাই ও বোনেরা প্লীজ শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিন ।

(বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৩৪৩)।

শিক্ষনীয় বিষয়ঃ এই সকল ঘটনার মধ্যে নিজেকে রাখতে হলে নামায পড়া আবশ্যক

কারন তাদেরকেই জাহান্নাম থেকে বের করা হবে যাদের মাথায় সেজদা করার চিহ্ন থাকবে

(সেজদার চিহ্ন শুধু তাদেরটাই আখিরাতে দেখা যাবে যারা নামায পড়ে ছিল,এখানে পৃথিবীতে

মাথায় সেজদার চিহ্নের কথা বলা হয় নাই।।যারা নাময পড়ে তাদের তা automatically সেইদিন সেজদার চিহ্ন দেখা যাবে)

উৎস........ https://m.facebook.com/photo.php?fbid=765847693482226&id=100001710063831&set=a.276009352466065.63047.100001710063831&source=48

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283916
১৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৭
মামুন লিখেছেন : পোষ্টটি পড়ে ভালো লাগলো। আল্লাহপাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সহীহ ভাবে আদায় করবার তৌফিক দান করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Rose Rose Good Luck
১৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২০
227056
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।

মোবাইল থেকে ছবি আপলোড করা যাচ্ছেনা এ বিষয়ে কিছু জানেন?
১৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
227067
মামুন লিখেছেন : আমি আসলে মোবাইল দিয়ে নেট ব্যবহারে অভিজ্ঞ নই, তাই কোনো সাহায্য করতে পারছি না। ধন্যবাদ আপনাকে।Good Luck
283953
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ রহিম ভাই। আপনার পোষ্টের মাধ্যমে বহুত জ্ঞান র্অজিত হলো যা ইহকালে ও পরকালে কাজে দিবে।
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
227122
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
283954
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইনশাআল্লাহ, আমাদের সে চেষ্টায় নিজেদের অব্যাহত রাখায় আল্লাহর তাওফীক কামনা করছি।

অশেষ ধন্যোবাদ জানাচ্ছি, এমন মহতী একটা লিখা পোস্ট করার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
227123
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
284000
১৩ নভেম্বর ২০১৪ রাত ১০:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ নভেম্বর ২০১৪ রাত ১১:১৮
227176
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
284011
১৩ নভেম্বর ২০১৪ রাত ১১:০০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৩ নভেম্বর ২০১৪ রাত ১১:১৮
227178
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Angel
287042
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫২
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File