অবিশ্বাসের প্রকার গুলো শেয়ার করব.... অবিশ্বাস থেকে দূরে থাকবো.... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১১ নভেম্বর, ২০১৪, ১২:৪৮:৪৯ দুপুর



সুখের সব দুয়ার বন্ধ করে দেয় একটু অবিশ্বাস!

প্রতিটি দাম্পত্য জীবনের মাঝে কখনো না কখনো এ অবিশ্বাসের জম্ম হয়! অবিশ্বাস ভিবিন্ন প্রকারের হয়ে থাকে,













অবিশ্বাসের ভিবিন্ন প্রকার আছে ,

একটি কারণ বলছি:

কারো সাথে অতীতের সম্পর্ক থাকা... সেই সম্পর্ক নিয়ে কারণে অকারণে কোচা দিয়ে কথা বল.....।

আশা করি বাকিটুকু ভুক্তভোগীরা মন্তব্যের মাধ্যমে উপস্থাপন করবেন।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283209
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
কাহাফ লিখেছেন :
বর্তমান জমানায় মোবাইল ব্যবহারে অপ্রয়োজনীয় আধিক্য স্বামী-স্ত্রীর মাঝে অবিশ্বাসের বীজ রোপন করতে পারে!তাই হুশিয়ার থাকা চাই এ বিষয়ে!!!
Hurry Up Hurry Up Hurry Up
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০০
226470
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য, এটাও একটি কারণ, আরও অনেক কারণ আছে দেখা যাক ব্লগারেরা অভিঙ্গতার আলো ছড়িয়ে কতটুকু সচেতন করতে পারি সবাইকে।
283214
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
হতভাগা লিখেছেন : যখন স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে প্রাইভেসী নামক দেয়াল সৃষ্টি হয় ।

একমাত্র প্রাকৃতিক কাজ কর্ম ছাড়া স্বামী স্ত্রীর মাঝে প্রাইভেসী বলে কিছু নেই ।

আর যেই প্রাইভেসী নিয়ে উচ্চকিত বুঝতে হবে সমস্যা/অবিশ্বাস সেই সৃষ্টি করতে যাচ্ছে।
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
226494
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সেই সমস্যা থেকে মুক্তি পাববার জন্য দুজনের সব অতীত শেয়ার করা কি প্রয়োজন? নাকি লুকিয়ে রাখা জরুরী?
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
226505
হতভাগা লিখেছেন : অবশ্যই শেয়ার করা জরুরী এবং তা বিয়ের আগে । যাতে গেলার আগে চিন্তা করার সুযোগ পায় - গিলবে, না গিলবে না ।

বিয়ের পরে শেয়ার করলে না পারবে গিলতে , না পারবে ফেলতে।
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
226507
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার কথায় যুক্তি আছে! বাস্তবতা কিন্তু বিপরীত!
283219
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
ওমর শরীফ লিখেছেন : At Wits' Endদাম্পত্য জীবনে পদার্পন করার দূর্ভাগ্য এখনো হয় নাই তাই অভিজ্ঞতা শেয়ার করতে পারছিনা। I Don't Want To See sorry আপু I Don't Want To See
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
226508
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাকী যারা শেয়ার করেছে তার থেকে অঅভিঙ্গতা অর্জন করে নিলে আগামীতে কাজে আসবে। বি:দ্রঃ আজকের লেখাটি ভাইয়া লিখছে।
283225
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
ফেরারী মন লিখেছেন : এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না কারণ এসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে উপরের হতভাগা ভাইয়ের সাথে সহমত জ্ঞাপন করছি।
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
226509
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা আসলে একটু বেশিই অভিঙ্গ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
226510
ফেরারী মন লিখেছেন : হতভাগা সবার ভাগ মেরে খেয়ে খেয়ে নিজেই এখন হতভাগাতে পরিণত হয়েছে। সেই জন্য অভিজ্ঞতা বেশী Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
226511
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা আসলে নামে হতভাগা, কাজে সুভাগা.....
283361
১১ নভেম্বর ২০১৪ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কইয়া আর লাভ কি????
দেশের নারিরা এখন সিরিয়াল দেখতে দেখতে সবাইকেই সন্দেহ করে। কিন্তু নিজে যে করে সেটা আর চোখে পড়েনা!!!
১১ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৫
226620
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কইলে ব্যাপারটাতে সচেতন হওয়া যেত।
283430
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:৪৬
কথার_খই লিখেছেন : অবিশ্বাস এমন একটি রোগ যা সংসার ভেঙে দিতে পারে তাই সাবধান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File