বিদ্ধাশ্রম থেকে একজন মায়ের চিঠি আমার আদর ও ভালোবাসা নিও..... ফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনে দিও....

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২১ অক্টোবর, ২০১৪, ০২:২৭:৪৬ রাত



নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড়

কিনে দিও....

বিদ্ধাশ্রম থেকে একজন মায়ের চিঠি আমার আদর ও ভালোবাসা নিও।

অনেক দিন তোমাকে দেখি না, আমার খুব কষ্ট হয়। কান্নায় আমার

বুক ভেঙে যায়। আমার জন্য তোমার কী অনুভূতি আমি জানি না। তবে ছোটবেলায় তুমি আমাকে ছাড়া কিছুই বুঝতে না। আমি যদি কখনও

তোমার চোখের আড়াল হতাম মা মা বলে চিৎকার করতে। মাকে ছাড়া কারও কোলে তুমি যেতে না।

সাত বছর বয়সে তুমি আমগাছ থেকে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলে। তোমার

বাবা হালের বলদ বিক্রি করে তোমার চিকিৎসা করিয়েছেন। তখন তিন দিন, তিন রাত তোমার পাশে না ঘুমিয়ে, না খেয়ে, গোসল না করে কাটিয়েছিলাম।

এগুলো তোমার মনে থাকার কথা নয়। তুমি একমুহূর্ত আমাকে না দেখে থাকতে পারতে না।বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বিয়ের

গয়না বিক্রি করে তোমার পড়ার খরচ জুগিয়েছি।

হাঁটুর ব্যথাটা তোমার মাঝে মধ্যেই হতো। বাবা... এখনও কি তোমার সেই ব্যথাটা আছে?

রাতের বেলায় তোমার মাথায় হাত না বুলিয়ে দিলে তুমি ঘুমাতে না। এখন

তোমার কেমন ঘুম হয়?

আমার কথা কি তোমার একবারও মনে হয় না?

তুমি দুধ না খেয়ে ঘুমাতে না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার কপালে যা লেখা আছে হবে। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি খুব ভালো আছি। কেবল তোমার চাঁদ মুখখানি দেখতে আমার খুব মন চায়।

তুমি ঠিকমতো খাওয়া-দাওয়া করবে। তোমার বোন....তার খবরাখবর নিও। আমার কথা জিজ্ঞেস করলে বলো আমি ভালো আছি।

আমি দোয়া করি, তোমাকে যেন আমার মতো বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। কোনো এক জ্যোস্না ভরা রাতে আকাশ পানে তাকিয়ে জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে একটু ভেবে নিও। বিবেকের কাছে উত্তর পেয়ে যাবে। তোমার কাছে আমার শেষ একটা ইচ্ছা আছে।

আমি আশা করি তুমি আমার শেষ ইচ্ছাটা রাখবে। আমি মারা গেলে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আমাকে তোমার বাবার কবরের পাশে কবর

দিও। এজন্য তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না। তোমার বাবা বিয়ের সময় যে নাকফুলটা দিয়েছিল সেটা আমার কাপড়ের আঁচলে বেঁধে রেখেছি।

নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনে নিও। তোমার ছোটবেলার একটি ছবি আমার কাছে রেখে দিয়েছি।ছবিটা দেখে দেখে মনে মনে ভাবি এটাই কি আমার সেই খোকা!’

এভাবে বেদনা ভরা একটি খোলা চিঠি ছেলের উদ্দেশে লিখেছেন মদিনা খাতুন (ছদ্মনাম),মদিনা খাতুনের বয়স এখন আশি। ছয় বছর আগে তার আশ্রয় জুটেছে বৃদ্ধাশ্রমে! উৎস এখানে https://m.facebook.com/475564192549930/photos/a.475577292548620.1073741828.475564192549930/589350341171314/?type=1&source=48&ref=bookmark

বিষয়: বিবিধ

২১৮৫ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276553
২১ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৬
দস্যু বনহুর লিখেছেন : কপাল পোড়া সন্তান
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:২৬
229081
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের ব্লগে আপনাকে স্বাগতম, মন্তব্যের জন্য. ধন্যবাদ।
276560
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৩
শেখের পোলা লিখেছেন : "আমি দোয়া করি, তোমাকে যেন আমার মতো বৃদ্ধাশ্রমে থাকতে না হয়।"
এটা কবুল হলেই ছেলের কেল্লা ফতে৷ নয়তো তাকেও হয়ত আসতে হতে পারে৷
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:২৭
229082
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সহমত, মন্তব্যের জন্য ধন্যবাদ।
276573
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৫
তহুরা লিখেছেন : মার খবর নেই । বৌ নিয়ে ব্যস্ত নাস্তিক লীগ
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:২৮
229083
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মন্তব্যটা গ্রহণ যোগ্য নয়।
276603
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৭
নিরবে লিখেছেন : আল্লাহ এদের ঈমান দাও
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:২৮
229084
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : (~~)
276605
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩২
মোস্তফা সোহলে লিখেছেন : কি লিখব বুঝতে পারছি না । পড়েই মনটা খারাপ হয়ে গেল।
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:২৯
229085
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের ব্লগে আপনাকে স্বাগতম, মন্তব্যের জন্য ধন্যবাদ
276627
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৫
চোরাবালি লিখেছেন : আমাদের সভ্যতা তো এরকই শেখাচ্ছে আমাদের। সভ্যতা আমাদের যৌবনের কথা বলে যায় সর্বদা; বলে না কখনও বৃদ্ধবয়সের কথা। শেখায় আমাদের মর্ডান নামে মাস্তির কৌশল কিন্তু কোথাও শেখায় না বয়উর্দ্ধদের প্রতি সম্মান
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৩০
229086
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
276633
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৯
আল মাসুদ লিখেছেন : আল্লাহ তুমি এই মাকে রক্ষা করো। তাঁর সন্তানকে বুঝ দাও না হলে ধ্বংশ করে দাও।
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৩১
229087
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের ব্লগে আপনাকে স্বাগতম, মন্তব্যের জন্য ধন্যবাদ
277601
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:২৮
অয়ন খান লিখেছেন : খুবই খারাপ লাগল। আমরা যারা বাবা-মার সাথে থাকি, তারাও কিন্তু তাদেরকে সেভাবে যত্ন করি না যেভাবে তারা আমাদের যত্ন করেছিলেন। তবে একটা জিনিস মনে রাখা খুবই দরকার - আমরা আমাদের বাবা-মায়ের সাথে যেমন আচরণ করব, আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে তেমন আচরনই করবে আমাদের বয়সকালে।
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৩২
229088
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাস্তবতা এটাই.........
284953
১৬ নভেম্বর ২০১৪ রাত ১০:১৬
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : মনটা খারাপ হয়ে গেল।
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৩৩
229089
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Prayingআমাদের ব্লগে আপনাকে স্বাগতম, মন্তব্যের জন্য ধন্যবাদ
১০
285715
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:২৪
তিমির মুস্তাফা লিখেছেন :
চোখে পানি এসে গেল! মর্মস্পর্শী পোস্টের জন্য ধন্যবাদ!
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৩৩
229090
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।
১১
285730
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৭
শেখের পোলা লিখেছেন : কয়েকদিন আগেই এই ব্লগে পড়েছিলাম৷ ধন্যবাদ৷
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
229284
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File