ইসলামী চিন্তাবিদ ও স্কলার জয়নুল আবেদিন এর ৪৮ দিনের মধ্যে মৃত্যু হবে...! "মনিগন্ড" নামের এক হিন্দু জাদুঘরের ওপেন চ্যালেঞ্জ!!! এবং....

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১৫:৪০ রাত





ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর চেয়ারম্যান জয়নুল আবেদিন এর সাথে "মনিগন্ড" নামের এক হিন্দু জাদুঘরের ওপেন চ্যালেঞ্জ!!!

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার জয়নুল আবেদিন একটি লেকচারে কোন জাদুঘর তার জাদুর

ক্ষমতা বলে মানুষকে মেরে ফেলতে পারবেনা, কোরআন ও সহী হাদীসের আলোকে দৃঢ় ভাবে বলেন! এবং ঐ লেকচারে কেউ যদি এমনটি করত পারে তা হলে ৫০ লক্ষ রুপি দেওয়া হবে বলে ঘোষণা দেন।

ঘোষণাটি উদ্দেশ্য প্রনোদিত ভাবে তামিলনাডুর টিভি চ্যানেলে ফলো করে প্রচার করা হয়!

প্রচারের পর মনিগন্ড নামের ঐ হিন্দু জাদুঘরটি উল্টো চ্যালেঞ্জ দিয়ে বলে ৪৮ দিনের মধ্যে জয়নুল আবেদিন এর মৃত্যু হবে...! সে বলে জয়নুল আবেদিন আত্ম হত্যা করবে! হয় ফাঁসি দেবে, না হয় বিষ পান করবে!!

চ্যালেঞ্জটি জয়নুল আবেদিন মৌখীক ভাবে মানতে রাজি না হওয়ায় ১/৮/২০১৪ তারিখে সরকারি স্টাম্পে লিখিত চুক্তি হয়। "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) পক্ষ হতে চুক্তিনামায় স্বাক্ষর করেন, আর ঐ দিকে "মনিগন্ড" চুক্তিনামায় স্বাক্ষর করেন।

বিষয়টি থানায় অবহিত করা হয়।

চুক্তির দিন থেকে এক এক দিন যেতে যেতে গত কাল ৪৮ দিন পূর্ণ হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর চেয়ারম্যান জয়নুল আবেদিন এখনো বেঁচে আছেন এবং জাদুঘরটি তার চ্যালেঞ্জে হেরে গেলেন।

তামিলনাডুতে হিন্দু জাদুঘর ও সাধারণ মানুষের সামনে প্রমাণিত হল কোরআন ও সহী হাদীস সত্যের উপর প্রতিষ্টিত।

বিঃদ্রঃ- ২১/৯/২০১৪ তারিখে চেন্নাই তম্বুচেট্টিতেরো এরিয়ায় লেকচারের আয়োজন করবে "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর পক্ষ থেকে। লেকচার দেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর চেয়ারম্যান জয়নুল আবেদিন।

চুক্তি অনুযায়ী উক্ত লেকচার অনুষ্ঠানে সেই জাদুঘর "মনিগন্ড" উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী উক্ত জাদুঘর সবার সামনে বলবেন জাদু মিথ্যা, (ইসলাম) চির সত্য।

এখন অপেক্ষা ২১ সেপ্টেম্বর পয্ন্ত.......!!

উৎস এখানে https://m.facebook.com/ThouheedJamath.















বিষয়: বিবিধ

৩৪৫৮ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266416
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৮
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : তামিলনাডুতে হিন্দু জাদুঘর ও সাধারণ মানুষের সামনে প্রমাণিত হল কোরআন ও সহী হাদীস সত্যের উপর প্রতিষ্টিত। জাদু মিথ্যা, ইসলাম চির সত্য।
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৫
210148
কথার_খই লিখেছেন : আপনার মন্তব্যটা কোথায়?
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫০
210159
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ। ২১ তারিখের পর আরও একটি পোষ্ট দেয়া হবে।
266417
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৭
কথার_খই লিখেছেন : যদিও তামিল ভাষা আমার জানা নেই আমার এক তামিল বন্ধুর সাথে এ বিষয়ে কিছু দিন আগে আলোচনা হচ্ছিল। বিষয়টা সত্য, শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৩
210160
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, আমিও আমার এক 'তামিল বন্ধুর সহযোগিতায় আজকের পোষ্টটা লিখতে আগ্রহী হই! সে ঘটনাটা 'তামিল থেকে উর্দুতে বলছিল আমি উর্দু থেকে বাংলা করার চেষ্টা করলাম।
266424
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৫
শেখের পোলা লিখেছেন : আল্লাহ সহায়৷ এমন বাজী না ধরাই ভাল৷ কেউই জানেনা সে কদিন বাঁচবে৷ আর মৃত্যুও আগেপরে হয়না৷
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৭
210162
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভারতে জাদু ব্যবসা বেশ চাংগা, আমাদের দেশের মাজার ব্যবসার মত, তাই জাদু ব্যবসার সমালোচনা করতে গিয়ে চ্যালেঞ্জ এর মুখোমুখী হতে হয়। উল্লেখ্য জাদুঘর তার ব্যবহারের কাপড়, প্রস্রাব, সহ আরও অনেক কিছু চেয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পুরো তামিলনাডুতে একটা সচেতনতার সৃষ্টি হয়েছে। জাদুঘর থেকে সাধারণ মানুষ দূরে থাকবে এটাই প্রত্যাশা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
266443
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৪৩
কাহাফ লিখেছেন : শয়তানী শক্তিমত্বার কাছে আত্মা বিক্রিকারী যাদুকরের- সর্বশক্তিমান মহান কুদরতের ব্যাপারে ধারণ বিন্দু মাত্রও থাকে না,তাই এমন দুঃসাহস দেখাতে পারে।পুর্ণ ঈমানে বলিয়ান ব্যক্তির সামনে তা ধুলিকণার মতই উড়ে যায়।
আল্লাহ তে পূর্ণ ঈমানওয়ালা মুসলিমদের আজ বড় প্রয়োজন।
ঈমানী চেতনার এমন পোস্টের জন্যে কাযাকুমুল্লাহু খাইরান.....।
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৬
210175
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সহমত মন্তব্যের জন্য ধন্যবাদ।
266445
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৩০
শিহাব আহমদ লিখেছেন : যাদু-টোনা মিথ্যা, আল্লাহ্ নির্দ্ধারিত ভাগ্যের লিখনই সত্য। যাদু-টোনার বিরুদ্ধে পবিত্র কুরআনের সুরা ফালাক্ব ও সুরা নাসই যথেষ্ট।
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৭
210176
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন আপনি, ধন্যবাদ।
266450
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারা সাধারনত কোনভাবে বিষ খাইয়ে এই ধরনের ভবিষ্যতবানি প্রমান করে। ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৮
210179
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উল্লেখ্য উনি নিজে আত্থ হত্যা করবে এই দৃঢ়তা নিয়ে চ্যালেঞ্জটা কঠিন রুপ নিতে থাকে, কয়েকটি টিভি চ্যানেলে নিউজ আসে বিষয়ে।
266570
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২২
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৩
210398
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।
266586
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
আহ জীবন লিখেছেন : ভালো লাগল। জানানোর জন্য ধন্যবাদ। তবে শেখের পোলা ভাই যা বলেছেন সেটা সমর্থন করি।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৭
210400
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সত্য কথাটা বলতে গিয়েছিল বলে জয়নুল আবেদিনকে অপমান করার জন্যই হিন্দু জাদুঘর চ্যালেঞ্জ করে বসে ছিল। পরের পর্বে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
210641
আহ জীবন লিখেছেন : এমন জিনিস যা আল্লাহ্‌র এক্তিয়ার ভুক্ত ওই জিনিস নিয়ে চ্যালেঞ্জ করা উচিৎ নয়। যদি উনি ওই সময়ের ভিতর স্বাভাবিক মৃত্যু বরন করতেন তবে ইসলামের ই ক্ষতি হতো। উনি উচিৎ করেন নি। কারন উনি জানেন না যে ওই সময়ে উনার মৃত্যু লিখা আছে কিনা নাই। কোরআন হাদিস দ্বারা বুঝাতে গিয়েছেন ভালো কথা। এখন কেউ যদি প্রশ্ন করে "আপনি তবে গায়েবের খবর জানেন, না হয় কিভাবে নিশ্চিত হলেন যে ওই সময়ে আপনার মৃত্যু হবে না?" আর ভারত বলে কথা এরা সব কিছুতেই ভগবান খুজে পায়।
আরও একটা ব্যাপার "আল্লাহ্‌ না করুন, উনি বা অন্য কেউ (ধর্ম প্রচারকারী) যদি এটাকে উদাহরন হিসেবে গ্রহন করে উদ্ভদ্ধ হয় তাহলে ইসলামের ই ক্ষতি।" আশা করি বুজতে পেরেছেন।

সত্য বলেছেন ভালো বিপদজনক সত্যটি প্রমান করা উচিৎ হয়নি।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৩
210709
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : স্বভাবিক মৃত্যু হলে তা নিয়ে প্রশ্ন আসতোনা, কারন এখানে চ্যালেঞ্জ ছিলো জাদুঘরের।


জয়নুল আবেদিন আত্থ হত্যা করবে জাদুঘরের ক্ষমতা বলে।

এখানে আল্লাহর উপর দৃঢ় বিস্বাস রেখে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছিল। কোরআন হাদিসের কথার দৃঢ়তায় কাজ করেছে বেশি।
266587
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৪
চিরবিদ্রোহী লিখেছেন : বহু পুরাতন একটি বাংলা প্রবাদ "শকুনের দোয়ায় গরু মরে না।"

২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৯
210402
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গরু মরেনা ঠিকই, জাদুর দারস্হ হয়ে অনেক মানুষ সত্য থেকে দূরে চলে যাচ্ছে।
১০
266721
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
egypt12 লিখেছেন : ভাই জাদুঘর না জাদুকর?

হুম জাদু মিথ্যা ইসলাম সত্য Love Struck
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১১
210582
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হুম
১১
266722
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৭
নূর আল আমিন লিখেছেন : সত্য যখন মিথ্যার সামনে দাড়ায় মিথ্যা বিলুপ্ত হইয়া যায়/
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
210581
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, একমত।
১২
267129
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
বুসিফেলাস লিখেছেন : যাক হাঁসির খোরাক পেলাম
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
210895
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মনে হয় মন্তব্য প্রতিমন্তব্য গুলো পড়েননি।
১৩
267205
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
ইমরান ভাই লিখেছেন : হাহাহা.....কোরআন ও সহীহ হাদীস অনুযায়ী চললে তাকে যাদু কি করবে (তবে জদি আল্লাহ চান তাহলে তা ভিন্ন)
এরখম জাদুকরের গলায় তরবারীই প্রজয্য।
Big Grin Big Grin Big Grin
Rose Rose Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৫
211100
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কোরআন ও সহীহ হাদীস অনুযায়ী চললে তাকে যাদু কি করবে (তবে জদি আল্লাহ চান তাহলে তা ভিন্ন) একমত।
১৪
267273
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : জানিনা কতখানি সত্য এই পোষ্ট
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৭
211101
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : https://m.facebook.com/ThouheedJamath. তামিল ভাষা বুঝলে সত্যতা খুজে পাবেন এখানে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File