মাজার ও পীর পুজারীদের জন্য নয় ... চরমোনাই পীরের পোস্ট মর্টেম!!! পীর মানে শিরিকি আকিদা.... পীর থেকে সাবধান হোনঃ ইসলামে পীরের কোন স্থান নেই! সব পীর...ই ভন্ড....

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১২:০৫ রাত



নিচে প্রতিটা লিঙ্কের মধ্যে প্রমান আছে, দয়া করে ভিডিও গুলি দেখবেন।

দেখুন চরমোনাই পীর কিভাবে কৌশলে তার মুরিদদের ব্রেইন ওয়াশ করে.........

চোরের হাত পীরের হাতের সাথে লাগার কারণে পীর চোরকে পুলসিরাত পার করিয়া দিবে। (নাউযুবিল্লাহ)

তাহলে মুরীদ যারা পীরের হাত ধরে বায়াত হবে এদের কত বড় ফযীলত ?

দেখুন পীরের লেখা বই – ভেদে মারেফত পৃষ্ঠা ২৭-২৮ নিচের লিঙ্কে গিয়ে দেখুন তার প্রমান https://www.youtube.com/watch?v=qM3OLvqzJsA

অথচ অন্যকে পুলসিরাত পার করাতো দূরের কথা, কেয়ামতের ময়দান এতো কঠিন হবে যে নবী রাসুলেরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। আর এইসমস্ত সুফী পীরেরা নাকি মানুষকে পুলসিরাত পার করে দেবে। (লা হা’উলা ওয়ালা কুওয়্যতা ইল্লা বিল্লাহ) এইসব হচ্ছে ভন্ডামি, ধর্মের নামে ব্যবসা - মিথ্যা তরীকত আর পীরের উসীলা দিয়ে কাস্টমার (মুরীদ) ধরা, কারণ যত বেশি মুরীদ তত বেশি ইনকাম.........

এইজন্য এক ওয়াজে চরমোনাই পীর বলে। “কেয়ামতের দিন তার বাবা ইসহাক সাহেব, ভাই ফযলুল করিম সাহেব বড়বড় জাহাজে করে পার হবে। আর তারা তাদের মুরীদদেরকে ফালায়া জান্নাতে যাবেনা” মানে তারা তাদের মুরীদদেরকে জান্নাতে নিয়ে যাবে। চরমনাই পীর রেজাউল করীমের নিজের মুখ থেকে শুনুন সে কি বলছে নিচের লিঙ্কে গিয়ে দেখুন তার প্রমান

http://www.youtube.com/watch?v=Q2po6LT6vuo

এটাই হচ্ছে পীরদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, পীরের অসীলা ধরে, পীরের হাতে বায়াত করে মুরীদদেরকে নাজাত দেওয়ার মিথ্যা আশ্বাস দেয় নিচের লিঙ্কে গিয়ে দেখুন তার প্রমান https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/pb.125167817515974.-2207520000.1410080339./763156833717066/

ভণ্ড চরমোনাই পীর বলছে যত বেশি লাফা লাফি করে যিকির করবেন তত বেশি আল্লাহ্‌কে পাওয়া যাবে (নাউযুবিল্লাহ)

চরমোনাই পীরের মুরিদেরা এই জন্য লাফা লাফি করিয়া যিকির শুরু করে আল্লাহ্‌কে পাওয়ার জন্যয় (আস্তাগফেল্লাহ)

কি ভাবে নাচা নাচি করে এবং কি ভাবে বেদআত শিক্ষা দেয়। দেখুন নিচের লিঙ্কে গিয়ে https://www.youtube.com/watch?v=iEfmqtV-2_A

ভণ্ড চরমোনাই পীর ওয়াজের মধ্যে বলছে এক রাখাল আল্লাহকে ছাগলের দুধ খাওয়াইবে (নাউযুবিল্লাহ)

আল্লাহকে সাজাইয়া পড়াইয়া সুরমা লাগাইয়া দিবে। (নাউযুবিল্লাহ)

এই সমস্ত শিরকি কথা আর কুফুরি কথার উপরে আল্লাহ তাআ’লা নাকি সন্তুষ্ট (নাউযুবিল্লাহি মিন যালিক)

নিজের কানে শুনুন চরমোনাই পীরের বক্তব্যঃ

চরমোনাই পীর যত জায়গায় ওয়াজ মাহফিল করছে সব ভারতের সোনাভানের কিচ্ছা কাহিনির ওয়াজ, কিন্তু কোরআন হাদিসের ওয়াজ পাবেন না। এখুন আপনিই বলুন তা হলে মানুষ কি ভাবে কোরআন হাদিস শিখবে ? নিচের লিঙ্কে গিয়ে দেখুন তার প্রমান

http://www.youtube.com/watch?v=w9i40UUpQW0

এই ভণ্ড চরমোনাই পীর মুসা (আঃ) কে পর্যন্ত অপমানি করছে। মুসা (আঃ) নাকি এক রাখালের হাল বুজিতে পারেন নাই। কত বড় কুফুরি কথা (নাউযুবিল্লাহ)

এইসব কথাবার্তা শুনেও যাদের অন্তরে তালা লেগে গেছে - তাদের পীরের ভক্তি আল্লাহর প্রতি ভালোবাসার চেয়েও বেশি, তারা উলটা আমাদেরকে গালি দেয়।

চরমোনাই পীরের লেখা কিতাব "ভেদে মারেফত" কিতাবে আছে ১৫ পৃষ্ঠায় মৃতকে জীবিত করা হয় (নাউযুবিল্লাহ) "কুম বি ইজনি" - আমার হুকুমে দাঁড়াও (জীবিত হয়ে যাও) জীবন মৃত্যু আল্লাহ্‌ দেন, কোনো মানুষ কাউকে জীবিত বা মৃত করতে পারে না। এই ভন্ড চরমোনাই পীর দাবী করছে তার হুজুরের হুকুমে নাকি মৃত মানুষ জীবিত হয় - ডাইরেক্ট শিরকি কথা, (নাউযুবিল্লাহ) মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব। তাহার আন্দাজ নাই। মাবুদের নাকি আন্দাজ নাই (নাউযুবিল্লাহ) ডাইরেক্ট আল্লাহকে অপমান করা হয়েছে বেআন্দাজ বলে (নাউযুবিল্লাহ) আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি” (নাউযুবিল্লাহ)

কতবড় মূর্খ এই চরমোনাই পীর আল্লাহর কাছ থেকে জোর করে নাকি রুহ নিয়ে আসছে। আল্লাহর থেকে বড় ক্ষমতাবান দাবী করছে এই চরমোনাই পীর (নাউযুবিল্লাহি মিন যালিক) এই ভাবে চরমোনাই পীর লক্ষ লক্ষ মানুষকে ধোঁকা দিয়ে গোমরাহ করছে। আল্লাহ্ আমাদের এই সকল ভণ্ড পীরদের থেকে হেফাজত করুন। আমীন। নিচের লিঙ্কে গিয়ে দেখুন তার প্রমান

https://www.youtube.com/watch?v=5a_cYq8vkhY

একজন মানুষের মা-বাবার বিরুদ্ধে বললে সে ক্ষেপে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের নামে আজেবাজে কথা বলা হয়। (নাউযুবিল্লাহ ) আর এইগুলো শুনে মুরিদেরা মজা পায়। এই হচ্ছে তাদের ঈমান.........

পীর মুরিদী ইসলামে নাই। কোরআন হাদীসে কোথাও পীর মুরিদের কথা বলা হয় নাই।

“পীর” শব্দটাই হলো ফারসী ভাষা। আর কোরআন হাদিস হলো আরবীতে, তা হলে পীরতন্ত্র যায়েজ হয়ে কি করে? পীরতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিচের লিঙ্কে গিয়ে দেখুন https://www.facebook.com/video.php?v=457349234361365

কে এই চরমোনাই পীর ? জেনে নিন, নিচের লিঙ্কে গিয়ে দেখুন চরমোনাই পীর বলছে জান্নাত পাওয়া জন্য ১২৬টি তরীকা আছে। যেই তরীকা কুরানে নাই, হাদীসে নাই, সাহাবারা যেই তরীকার উপর ছিলেন না –চরমোনাই পীর সাহেব ১২৬ তরীকা কোথায় পাইলেন ? আমরা সকলেই জানি জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা – আর সেটা হলো – ইসলাম।

আল্লাহ বলেনঃ “যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।“ সুরা আলে-ইমরান, আয়াত ৮৫ https://www.youtube.com/watch?v=FS8h3JdHEq8

চরমোনাই পীর নিজের কিতাবে নিজে লিখছেন, আমি কে আমি আমাকে চিনি না। চরমোনাই পীর কী মুসলিম ? চরমোনাই পীরের কথা তার নিজের জবানেই শুনুন, তিনি নিজেই বলছেনঃ “আমিতো এখন আমাকেই চিনি না, আমি যে কে তাহাই আমি জানি না, আমি কি জাতি, মুসলমান, না ইহুদী, না অগ্নিপূজক তাহাও বলিতে পারি না।’’ [ সৈয়দ মোহাম্মাদ এছহাক এর রচনাবলী আল-এছহাক পাবলিকেশন্স বাংলাবাজার প্রকাশকাল ফেব্রুয়ারি ২০০৭ আশেক মা’শুক এস্কে এলাহী পৃষ্ঠা নাম্বার ৯১] জেনে নিন, নিচের লিঙ্কে গিয়ে দেখুন https://www.youtube.com/watch?v=XlVggOGhmqA

বিঃদ্রঃ উপরে প্রতিটি লিঙ্কের মধ্যে প্রমান দেওয়া আছে আপনারা লিঙ্কে গিয়ে প্রমান গুলি দেখুন। আমাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, চরমোনাই পীরের বই ভেদে মারেফাত, মাওয়ায়েজে কারিমিয়া আর তার ওয়াজগুলো সংগ্রহ করে বা মাহফিলে গিয়ে সরাসরি শুনলে দেখতে পারবেন সে ধর্মের নামে মানুষকে কি পরিমান পথভ্রষ্ট করেছে।

# যাচাই করুন, নিজের ঈমান-আকীদাকে হেফাজত করুন।

উৎস এখানে...

https://m.facebook.com/photo.php?fbid=606398162810821&id=100003219270539&set=a.119612744822701.20696.100003219270539&source=48

বিষয়: বিবিধ

১২৪৩৫ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263107
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৬
সুশীল লিখেছেন : নাউযুবিল্লাহ
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৩০
206767
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কি বুজে?
263117
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখানে ২ মিনিটের
ওয়াজ আছে
কাজে লাগবে....

https://m.facebook.com/story.php?story_fbid=761673770537211&id=100000837857679
263122
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:২৩
কাহাফ লিখেছেন : দলিলভিত্তিক সুন্দর উপস্হাপনায় অনেক ধন্যবাদ। তবে......পীর ধরা বা পীর মানার ব্যাপারে ইসলামের নিষেধ নাই। নিজের আত্মশুদ্ধি-দ্বীনের জানার প্রয়োজনে পীরের কাছে যাওয়া,বাইয়াত হওয়া দোষের কিছু নয়।বর্তমানে নামধারী পীর-মাযারপন্হীদের থেকে হুশিয়ার থাকতে হবে,এদের অধিকাংশই চরম গোমরাহীতে নিমজ্জিত।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩০
206801
প্রেসিডেন্ট লিখেছেন : ইসলামে নিষেধ নাই কিন্তু অনুমোদন কি আছে? এটিতো কোনো মুবাহ কাজ নয় যে নিষেধ না থাকলে করা যাবে। দ্বীনের ভিতরে নতুন কিছু প্রচলন করা হচ্ছে সুস্পষ্ট বিদয়াত। পীরের কাছে বাইয়াত হওয়া সুস্পষ্ট বিদয়াত।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৪
206809
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পীর??? বাংলাদেশে এক জন পীরের নাম বলুন যিনি সম্পূর্ন ইসলাম ধর্ম মানে। প্রমাণ সহ দিন।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০০
206816
কাহাফ লিখেছেন : পীরদেরই শুধু পুর্ণ ইসলাম মানতে হবে,অন্য সবার বেলায় নয়? আমাদের জানার পরিধি কম তাই সম্পুর্ন বিষয় ঘিরে কথা বলা ঠিক নয়।। ঢাকা লালমাটিয়াস্হ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদীস পাহাড়পুরী হুজুরের ব্যাপারে কত টুকু জানেন? উনি হাফেজ্জী হুজুর রহঃ এর মেয়ের জামাতা।উনার বিষয়ে বিন্দুমাত্র খুত বের করুন তো....।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
206822
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কাহাফ আপনি ওনার ব্যাপারে তথ্য দেননি তথ্য দিন। পীরের উদ্দেশ্য এখানে দেখুন.....
ছবিতে যে মিনিট দেখছন সে অংশ থেকে ভিডিওটি দেখুন পীরের ভন্ডামী আপনাদের কাছ পরিস্কার হয়ে যাব. আপনারা বলুন এই হলে মানুষ কি ভাবে কোরআন হাদিস শিখবে ? নিচের লিঙ্কে গিয়ে দেখুন তার প্রমান✔



http://www.youtube.com/watch?v=w9i40UUpQW0
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
206832
কাহাফ লিখেছেন : প্রেসিডেন্ট ভাই,এবিষয়ে আরেকটু গভীর ভাবে জানুন.......।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০২
206836
কাহাফ লিখেছেন : ব্লগার নূর আয়শা..... পাহাড়পুরী হুজুরের ব্যাপারে তথ্য তো আপনি দিবেন যে উনি ভন্ড।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২১
206848
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : @কাহফ পীর মানে কি? পীরেরা মুরিদদের কাছে নিজেস্ব তরিকা বা আদর্শ শেখায়....! ইসলাম ধর্মে মোহাম্মদ ( সাঃ ) এর চেয়ে উত্তম আদর্শ আর কার আছে? যার ব্যাপারে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, মোহাম্মদ ( সাঃ ) কে আদর্শ হিসাবে গ্রহণ করলে পীরের অস্তিত্ব কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন... আতি উল্লাহ ওয়াতিউর রশুল। আল্লাহকে মান আর আল্লাহর রশুলকে মান।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৭
206854
কাহাফ লিখেছেন : واطيعواالله واطيعواالرسول واولى الامر منكم..... উলিল আমরি মিনকুম বলে কাদের বুঝানো হয়েছে? আমার প্রথম মন্তব্য কি এই আয়াতের বিরোধী?
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩০
207124
আমজনতার কথা লিখেছেন : পীর মানেই ভন্ড নয়। তবে পীর মুরীদি প্রথাটা ইসলাম অনুমোদিত নয়, এটি বিদয়াত। অনেক পীর আছেন ইসলামের জন্য তাদের ঈর্ষণীয় অবদান আছে। কিন্তু ঐ একটি বিদয়াত করে যাচ্ছেন। এই একটি ভুলের জন্য কাউকে ভন্ড বলাটা ঠিক নয়। তবে বেশিরভাগ পীরই ভন্ড ও শিরকী আকীদা লালন করে এরা। চরমোনাইর পীর সুস্পষ্ট ভন্ড।

কোনো মানুষই ভুলের উর্ধ্বে নয়। এমনকি কোনো মানুষকে ভুলের উর্ধ্বে মনে করাও শিরক। আপনার উল্লেখিত পীর হয়তো অনেক ভাল, কিন্তু পীর মুরীদি প্রথাটাতো বিদয়াত। ঐ বিদয়াতটি ছাড়তে বলুন।
263123
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:২৫
তায়িফ লিখেছেন : ইসলামী ঐক্য বিনষ্ট করার জন্য কত টাকা পেমেন্ট পেয়েছেন।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩২
206803
প্রেসিডেন্ট লিখেছেন : উনি তো প্রমাণ দিয়েছেন। পারলে মিথ্যা প্রমাণ করুন উনাকে আক্রমণ না করে।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
206827
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : @তাইফ, ইসলামের ঐক্য বলতে কি আপনি ভন্ডামী বুঝেন? পীরের উদ্দেশ্য এখানে দেখুন.....
ছবিতে যে মিনিট দেখছন সে অংশ থেকে ভিডিওটি দেখুন পীরের ভন্ডামী আপনাদের কাছ পরিস্কার হয়ে যাব. আপনারা বলুন এই হলে মানুষ কি ভাবে কোরআন হাদিস শিখবে ? নিচের লিঙ্কে গিয়ে দেখুন তার প্রমান✔



http://www.youtube.com/watch?v=w9i40UUpQW0
263144
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১৬
কাজি সাকিব লিখেছেন : মুসলিম জাতিকে বিভ্রান্ত করে শেরক-বেদা'তের মাঝে নিমজ্জিত করে লুটের সমাজের প্রতিনিধি ভিন্ন ইসলামের সেবক হতে পারে না!হাবিজাবি লোভ দেখিয়ে সহজ-সরল মুসলমানদের ঈমান ধ্বংস করে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত এ সকল ভন্ডেরা নিজেরা জান্নাতে যেতে পারবে কিনা তার গ্যারান্টি কোথায় পেয়েছে যেখানে স্বয়ন নবী রাসুল গণই দিনরাত আখিরাতের কথা মনে করে ভয়ে কান্নায় ভেঙ্গে পড়তেন!এই সকল ভন্ডেরা আজ মুসলিমদের ঈমান-আকীদা সব ধ্বংস করে দিয়েছে,লোকে আজ হয়েছে চোর-ডাকাত-গুন্ডা-বদমাশ আর খোয়াব দেখে আখিরাতে ভন্ডদের উছিলায় পুলসিরাত পারের,কিন্তু জানে না তাদের উছিলায় জান্নাত নয় জাহান্নামই মিলবে!
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫২
206829
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মন্তব্যটা মূল পোষ্ট এর সহায়ক যুক্তিপূর্ণ। আপনাকে ধন্যবাদ। Good Luck
263178
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৬
বেদনা মধুর লিখেছেন : ভণ্ডপীর আর ভণ্ড আহলে হাদিস থেকে সাবধান থাকার অনুরোধ জানাই সর্ব প্রথমেই।
তারপর একটি গল্প বলি।
এক আহলে হাদিস আমাকে বলল, পীর শব্দ কোরানে নাই।
আমি বললাম নামাজ শব্দও কোরানে নাই।
তিনি বললেন নামাজ তো আরবি শব্দ না, এটা কেন থাকবে। এর আরবী থাকবে। আমি বললাম পীর তো আরবী শব্দ না, এর আরবী থাকবে।
ওনি চুপ।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২১
206793
কাহাফ লিখেছেন : বিতর্ক সৃষ্টি করতে এ দু,দলের জুড়ি নাই ভাই......।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩১
206802
প্রেসিডেন্ট লিখেছেন : দ্বীনের মধ্যে নতুন কিছু প্রচলন করা বিদয়াত। পীর মুরিদী সিস্টেম ইসলামের সোনালী যুগে ছিল না। এটি বিদয়াতীদের প্রচলন।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
206831
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রেসিডেন্ট লিখেছেন : দ্বীনের মধ্যে নতুন কিছু প্রচলন করা বিদয়াত। পীর মুরিদী সিস্টেম ইসলামের সোনালী যুগে ছিল না। এটি বিদয়াতীদের প্রচলন। Good Luck একমত।
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৩
209722
বেদনা মধুর লিখেছেন : শায়খ আছে? শায়খের যে অর্থ পীরেরও তো একই অর্থ তাই না?
তাজকিয়ার কথা কোরানে আছে। এলম শিখার কথা কোরানে আছে। পীর মানে শায়খ। তাহলে ?
সমস্যা আছে?
তবে আহলে হাদিস আর ভণ্ড পীরের কাছ থেকে ১০০০০০০০০ হাত দূরে থাকবেন।
যার কাছে কোরান শিখতে পারব সেই আমার পীর। নাকি এটাও নিষেধ?
আহলে হাদিসের মাথা কত ভাল এখন দেখা যাবে। জবাব দিবেন কিন্তু।
263204
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২১
হতভাগা লিখেছেন : পীর পূঁজা ও মাজার হচ্ছে শিরক্‌ । সোজা হিসাব ।

''কেউ কারও বোঝা বহন করবে না'' - এ কথা পবিত্র ক্বুরআনে আল্লাহ বেশ কয়েক বার বলেছেন ।

চরমোনাইয়ের ওয়াজে ভক্তরা যে বাঁশ বেয়ে বানরের মত উপরে উঠে , নামে , লাফালাফি করে - সেটা আমার কাছে হলিউড অভিনেত্রী ডেমি মুর অভিনীত Strip tease এ নায়িকা ও তার সহকর্মীদের বারে কৃত নাচের কথাই মনে করিয়ে দেয় । ।

সাহাবীরা নবীজীর একেবার সংষ্পর্শে ছিলেন এবং নবীজীরা পীরদেরও ওপরে - তারা কি এরকম নেচে ছিলেন বা লম্ফঝম্ফ করতেন নবীজীর সামনে বা কোন আয়াত নাজিল হলে ?
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৮
206833
কাহাফ লিখেছেন : বাহ সুন্দর উপমা।দ্বীনের আলোচনায় বিরোধীতায় কেমন যুক্তিক উপমা....।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
206834
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দরে মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।
263221
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
চিরবিদ্রোহী লিখেছেন : বোঝা যায়, আসলে পীর শব্দেই যত সমস্যা।

ইসলামের প্রথম যুগ থেকেই প্রচলিত, মানুষ দ্বীনের ইলম হাসিল করতে শিক্ষকের নিকট উপস্থিত হতেন, তার থেকে শিক্ষা গ্রহন করতেন, দ্বীনি, দুনিয়াবী, তাহযীবি এবং অন্যান্য সবকিছু। এ সকল শিক্ষাই হতো কুরআন আর রাসূল (সাঃ)-এর প্রদর্শিত পথে। এই সকল শিক্ষকদের আরবীতে
শাইখ বলা হতো, যা কালের আবর্তে ফার্সী শব্দ

"পীর"-এর রূপান্তরিত হয়েছে; যেমন হয়েছে সলাত-নামাজ, সাউম-রোজা, লাইলাতুল ক্বদর-শবে কদর ইত্যাদি। এগুলো হয়েছে মূলত ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রভাবে, যেহেতু তাদের রাষ্ট্র ভাষা ছিলো ফার্সী।

বলতে দ্বিধা নেই, এই পীর মুরিদীকে মানুষ নিজস্ব স্বার্থে চরম ভাবে বিকৃত করেছে, এর নামে যথেচ্ছা উল্টাপাল্টা নিয়মকানুন ঢুকিয়ে ইসলামের মূল শিক্ষাকে চরম ভাবে বিকৃত করেছে। কিন্তু আপনি কি আমাকে দেখানে পারবেন ইলমের কোন ধারাকে কোন না কোন সময়ে কোন না কোন মানুষ বিকৃত করেনি? তাই বলে কি মূল শিক্ষাটাই বিকৃত হয়ে গেল? স্বয়ং কুরআনকেও তো "থালক্বে কুরআন" বিকৃতর মাধ্যমে মর্যাদা কলুষিত করা হয়েছে, তাই বলে কি কুরআনের মর্যাদাই বাদ হয়ে গেল?

কেউ অস্বীকার করতে পারবে না, দ্বীনের ময়দানে একজন শায়েখের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতটা অপরীসিম। একটি ছোট্ট উদাহরণ দেই, আপনি কি কোন হাদীসের কিতাব থেকে হাদীস বর্ণণা করলে আপনাকে রাবী হিসেবে স্বীকার করে নেয়া হবে? না। রাবী হতে হলে অবশ্যই কোন মুহাদ্দীসের কাছ থেকে নিজে প্রত্যক্ষ ভাবে শুনতে হবে অতপর বর্ণনা করতে হবে।

এটাই উসূলে হাদীসের প্রথম দিকের শিক্ষাগুলোর একটা। হাদিসের কিতাবগুলো হাতে নিন, একটা হাদীস দেখান যেখানে কোন রাবী হাদীসটি কোন কিতাব থেকে পড়ে নিজের নামে বর্ণনা করেছে, পারবেন না। তাহলে কি তখন কিতাব ছিলো না? অবশ্যই ছিলো। এবার বলুন তো, মানুষ কি শাইখদের কাছে যাওয়াও বাদ দিয়ে দিবে?

এভাবেই যুগে যুগে মানুষ দ্বীনের ইলম শিখতে শাইখদের দরজায় দস্তক দিয়েছে, মাসের পর মাস থেকে শিক্ষা অর্জন করেছে। আমরাও এভাবেই শিখছি। যারা আমাদের শিখাচ্ছেন তারা আমাদের "শাইখ", প্রচলিত অর্থে পীর।

কে কি বললো, কে কি করলো, তাতে তো আর দলীল হয়ে যায় না। বাতিল থাকবেই, কিন্তু বাতিলের স্পর্ষে যদি মূল হক্বই কলুষিত হয়ে যায়, তাহলে দুনিয়ায় হক নামে আর কিছু থাকবে না।

এ সব বিষয়ে আমি বিতর্ক করতে চাই না। প্রতেক্যের জন্য নিজের হিসাব জরুরী। যে মানে মানুক, না মানে না মানুক।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
206870
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শব্দ নিয়ে আলোচনা করায় ধন্যবাদ, শব্দেরতো কোনও দোষ নেই, দোষটা কর্মের! বর্তমানে সকল পীরই নিজস্ব আকিদা শেখায়! মোহাম্মদ ( সাঃ ) আদর্শকে বিকৃত করে নিজের সুবিধা মত নিজেস্ব আকিদা প্রচার করে প্রসারিত করা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি, কারন সাধারণ মানুষই ওখানে গিয়ে বিকৃত শিক্ষা নিয়ে আসতেছে।
আর ওরা মনে করতেছে এটাই ঠিক!!

দেখুন যেখানে পীরের অস্তিত্ব সেখানে তাবিজ ব্যবসার অস্তিত্ব উপস্থিত!! অথচ তাবিজ ব্যবহার হারাম।

আপনি বলেছেন ( কে কি বলল বা কে কি করল তা দলিল হয়ে যায়না। ) দলিল হয়ে যায়না তা ঠিক, ওসব বলা কথা শুনে বা করা কাজ দেখে মানুষ গোমরা হয়ে যাচ্ছে। গোমরাহীর পথ থেকে ফেরাতে মানুষকে সচেতন করা প্রতিটি মুসলিম এর কর্তব্য।
সকল
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
206907
চিরবিদ্রোহী লিখেছেন :
দেখুন যেখানে পীরের অস্তিত্ব সেখানে তাবিজ ব্যবসার অস্তিত্ব উপস্থিত!! অথচ তাবিজ ব্যবহার হারাম।


কোন ভাবেই একমত হতে পারলাম না। সব পীরেরাই কি তাবিজের ব্যবসা করে? আমি ব্যক্তিগত ভাবে দু'জন শায়েখের কাছে যাতায়ত করেছি, নির্ভরযোগ্য মাধ্যমে জেনেছি কয়েকজনের সম্পর্কে। এই তাবিজ ব্যবসার ব্যাপারটা চিহ্নিত কবর ব্যবসায়ী সম্প্রদায় বাদে আর কে করেছেন একটু দেখিয়ে দেবেন?

আপনি বলেছেন ( কে কি বলল বা কে কি করল তা দলিল হয়ে যায়না। ) দলিল হয়ে যায়না তা ঠিক, ওসব বলা কথা শুনে বা করা কাজ দেখে মানুষ গোমরা হয়ে যাচ্ছে। গোমরাহীর পথ থেকে ফেরাতে মানুষকে সচেতন করা প্রতিটি মুসলিম এর কর্তব্য।


কার কাছ থেকে আশা করতে বলছেন? যারা এই সব বিষয় বেশি কথা বলে, তাদের অধিকাংশই তো আবার নতুন ধরনের গোমরাহীর সূচনা করে।
মূল সমস্যা হলো দ্বীনের ইলম না থাকা। যারা কবর ব্যবসায়ী মাজার ব্যবসায়ীদের খপ্পরে পড়ে তাদের দিকে একবার খেয়াল করে দেখেন, বেশিরভাগই দ্বীনের "দাল" পর্যন্ত বোঝে না, জীবনে একবার ফরজ গোসল করেছে কি না সন্দেহ। আর যারা বড় বড় লেকচার দিয়ে বেড়াচ্ছে তারা কি চেষ্ঠা করেছে বঞ্চিত মানুষকে দ্বীনের অন্তত বেসিক শিক্ষাটা পৌছে দিতে? বলা অনেক সহজ, কিন্তু করা কঠিন।
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৯
207060
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ১০০তে ৯৫জন পীর কবর পুজারী!! এই ৫ জনের ভাল থাকা...............Talk to the hand
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৪
207125
আমজনতার কথা লিখেছেন : পীর যদি শুধু শিক্ষক বা ওস্তায হিসাবে দায়িত্ব পালন করেন তাহলে ঠিক আছে। তবে বাইয়াত করা বা পীর মুরীদি প্রথা বিদয়াত। অনেক পীর আছেন যারা ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন আবার পীর মুরীদির বিদয়াতী প্রথাটিও চালু রেখেছেন। এ একটি ভুলের জন্য তাঁদের ভন্ড বলা ঠিক নয়। এক্ষেত্রে তাঁদের নেককাজগুলির বিনিময়ে হয়তো আল্লাহ তায়ালা একটি পাপ ক্ষমা করে দিবেন। চরমোনাইর পীর সুস্পষ্ট ভন্ড। এ নিয়ে দ্বিমত করার অবকাশ নেই।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
207194
চিরবিদ্রোহী লিখেছেন : @নুর আয়শা আব্দুর রহিম
আপনার সূত্র অনুসারে তাহলে তো বলতে হয়,
১০০% এর মধ্যে ৯৭% মুসলমানই শুধু নামে মুসলমান অথবা বিদআতী আক্বিদা-আমলে নিমজ্জিত,
তাহলে মুসলমানদেরকেই..........
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
207195
চিরবিদ্রোহী লিখেছেন : @আমজনতার কথা
নির্দিষ্ট কোন ব্যাক্তিকে নিয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না, আমার কথা আম ভাবে এবং বৃহৎ পরিসরে।
হাতে গোণা কয়েক মূর্খের জন্য যদি পীর-মুরিদী প্রথাকে বাদ দিতে হয়, তাহলে উম্মাতের মধ্যে বিভেদ সৃষ্টি, বিদআতের প্রচলন ইত্যাদি কারণে সব দাড়ি টুপি ওয়ালা ও আলেমদেরকেও বয়কট করা উচিত। এখানে নিরবতা কেন? সব আলেম বা দাড়ি টুপি ওয়ালাই কি সাচ্চা মুসলমান নাকি?
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৪
207655
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চিরবিদ্রোহী@ কারা ঠিক পথে কারা ভ্রান্ত পথে সেটা দেখতে কোরআন ও সহীহ হাদীস দেখতে হবে, সংখ্যায় কত % ঠিক পথে বা ভ্রান্ত পথে এটা সংখ্যা দিয়ে বিচার করা বোকামি! সংখ্যা দিয়ে বিচার করলে সত্যের ধর্ম ইসলামকেও অশিকার করতে হবে। তাই কোরআন ও সহি হাদীস মেনে চলায় উত্তম।
১২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
207811
চিরবিদ্রোহী লিখেছেন : @নুর আয়শা আব্দুর রহিম
ভাই, সংখ্যা তত্ত্বটা আপনিই নিয়ে এসেছেন, আমি সেভাবেই একটি উদাহরণ দিয়েছি মাত্র। যাই হোক, এ ব্যাপারে আমি আর তর্ক করতে চাই না। বাস্তবতা এটাই যে, সবাই নিজস্ব চিন্তাধারার ব্যাতিক্রম কিছু ভাবতেও পারে না, যতই বলুক না কেন।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
208120
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজেস্ব চিন্তাদ্বারা ইসলাম সমর্থন কিনা ভেবে দেখা উচিত নয় কি? পীরের ভন্ডামী প্রকাশ পায় কোরআন ও সহী হাদীস বাদ দিয়ে নিজেস্ব আকিদা প্রচার করার মাধ্যমে....!

নিজেস্ব আকিদা প্রচার না করলে পীরের পীরগীরি সম্পূর্ণ রুপে প্রকাশ পায়না, নতুন কিছু যোগ করতে পারলেই পীরত্বের পূর্ণতা লাভ করে!!

আমাদের একমত হওয়া উচিত কোরআন ও সহী হাদীসই আমাদের জীবন বিধান।

আপনাকে ধন্যবাদ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
208235
চিরবিদ্রোহী লিখেছেন : আমি অযথা তর্ক করতে চাচ্ছি ন।, পীর জিনিসটা আক্বিদাগত কোন বিষয় না। আর কোন পীর, যদি সে প্রকৃত অর্থেই পীর হয়ে থাকে, তাহলে খালেস ইসলামী আক্বিদার বিরুদ্ধে কোন ক্রমেই নতুন কিছু আনতে পারে না। পথভ্রষ্ট বিদআতীদের তুলনা দিয়ে লাভ নেই, সমাজে এমন একটা শ্রেণীও বাকী নেই যেখানে এরা ঢুকেনি, তাই বলে সেই গোটা সম্প্রদায়কে বাদ দিয়ে দেয়া যায় না।
যাই হোক, একটা পোস্ট দিয়ে কুরআন-সুন্নাহ-আসার ও ইজমার আলোকে প্রমাণ করে দিন ইসলামে পীর-মুরিদীর কোন প্রকারের কোন স্থান নেই। তাহলেই চুকে যায়।
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৬
209723
বেদনা মধুর লিখেছেন : যিনি কোরান হাদিসের জ্ঞান রাখেন তিনি পীর তিনি শায়খ। তার কাছে দুনিয়ার লোভ নাই। ভন্ডামী নাই, মাজার নাই। শিরিক নাই। টাকা বা দুনিয়ার সম্পদ দেয়া নেয়ার নিয়ম নাই। শুধু এলম শিক্ষা দেন, তিনি আমার পীর তিনি আমার শায়খ। আহলে হাদিসের সমস্যা কি?
১৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
209869
চিরবিদ্রোহী লিখেছেন : সহমত। এটাই পীর, এটাই শায়েখ। যিনি আমাকে দ্বীনি ইলম শিখাবেন, যিনি আমার ব্যক্তিগত শুদ্ধি তথা আমল আখলাকের প্রতি দৃষ্টি রাখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিবেন।
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৯
209894
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : http://www.bdmonitor.net/newsdetail/detail/200/91260
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৮
209896
চিরবিদ্রোহী লিখেছেন : আপনার দেয়া লিঙ্কে যে ধরণের পীরদের কথা বলা হয়েছে, পড়ে দেখুন আমি পীরদের যে গুনাবলি ও শর্ত বলেছি সেগুলোর সাথে ওখানকার আলোচ্য তথাকথিত পীরদের কোন সাদৃশ্য আছে কিনা?
মূল সমস্যা হলো দৃষ্টি ভঙ্গির। স্বীকার করুক আর নাই করুক, বেশীরভাগ মানুষ নিজের মতো করেই চিন্তা করে এবং বিবেচনা করে। নিরপেক্ষতার দাবী করলেও তাদের দ্বারা নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয় না।
263376
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পিরে কামেল! চোরে টাইটেল!!!
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৬
207057
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হুম Rolling on the Floor
১০
263390
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
একপশলা বৃষ্টি লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম! আপনাদের লেখাগুলো ভালো লাগে তাই পড়ি। আপনার এ লেখাটিও খুবই যুক্তিপূর্ণ। তারপরও বলি, বিতর্ক এড়িয়ে চলুন। শুভ কামনা রইল।
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৩
207058
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিতর্ক করলে অসুবিধা কোথায়? বিতর্ক থেকে যদি মানুষ ভাল কিছু গ্রহণ করতে পরে মন্দ কি? অসত্য কিছু সত্য বানানোর চেষ্টা করেতো বিতর্ক সৃষ্টি করছি না। ভন্ডদের কাছ থেকে মানুষকে দূরে রাখার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই পোষ্ট....!


ভাল মন্দ বুঝেতো চুপ থাকা যায়না। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
১১
263428
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩২
বাজলবী লিখেছেন : শিরক বিদঅাতিদের কর্মকান্ডের পরিচয় তুলে ধরার জন্য অাপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৫
207059
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ!
১২
263583
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৬
ইমরান ভাই লিখেছেন : হেহেহেহেহেে......... Big Grin পীর মানেই ভন্ড এর আগে আমি পোস্ট দিছিলাম। আর সেখানে অনেক মুরিদ ফেসেছিলো। আপনার এখানওে অনেকে ফাসছে। আর এই কমেন্টগুলা বিশ্লেষন করে আমি দেখলাম একই ব্যাক্তি বিভিন্ন নামে নিক করে ছলনা করে চলতেছে। যাক এরাই হল হক্কানী। (নাম নিমু না) তবে এই মুরীদদের সাথে কথা বলে পারবেন না। চলেন একটু ঘটনা শুনি :-)

এক লোক মুফতি কাজি ইব্রাহিম সাহেব কে জিজ্ঞাসা করছিলো "হক্কানী পীর ধরা যাবে কি?"
ইব্রাহিমসাহেব: হক্কানী পীর ধরবেন কিন্তু, হক্কানী পীর হতে হলে তাকে প্রথমে পীর মুরিদি বাদ দিতে হবে। Big Grin Big Grin Big Grin

পীর মুরিদী বাদ দিলে আর পীরধরার থাকে কি? :-) :-) Big Grin Big Grin
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৭
207647
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পীর পীর পীর...... বলতে গেলে পীরের দেশ বাংলাদেশ!!!! অনেক পীরভক্ত ও পীরকে আমি দেখেছি যার কোনটাই আমার কাছে সত্য পথের যাত্রী বলে মনে হয়নি....! তারা ভ্রান্ত পথের যাত্রী।

পীর মানে নতুন আকিদা!!! নতুন আকিদা না দিলে নাকি জনপ্রিয় হওয়া যায়না। জনপ্রিয়তার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে ভন্ডামীর নাম পীরগীরি....

ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৯
208502
আমজনতার কথা লিখেছেন : পীর যদি শুধু শিক্ষক বা ওস্তায হিসাবে দায়িত্ব পালন করেন তাহলে ঠিক আছে। তবে বাইয়াত করা বা পীর মুরীদি প্রথা বিদয়াত। অনেক পীর আছেন যারা ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন আবার পীর মুরীদির বিদয়াতী প্রথাটিও চালু রেখেছেন। এ একটি ভুলের জন্য তাঁদের ভন্ড বলা ঠিক নয়। এক্ষেত্রে তাঁদের নেককাজগুলির বিনিময়ে হয়তো আল্লাহ তায়ালা একটি পাপ ক্ষমা করে দিবেন। চরমোনাইর পীর সুস্পষ্ট ভন্ড। এ নিয়ে দ্বিমত করার অবকাশ নেই।

ইমরান ভাই, ঠিক বলেছেন। এক বিদআতী লম্বা লম্বা কমেন্ট করে। যুক্তিতে না পারলে ব্যক্তি আক্রমণ করে, খোঁচা মারে।
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৯
208518
ইমরান ভাই লিখেছেন : সেদিন দেখলাম পিস টিভির একটা গ্রুপ ডিসকাশনে
শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলেছেন যে,

এখন মানুষ ইবাদাত করে না বুঝে,
আর শিরক করে বুঝে !!
!!
এবং
!!
মসজিদে আল্লাহর কাছে কিছু চাইতে চায় না,
যা দরকার সব গিয়া চায় মাজারে !!
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০১
208521
ইমরান ভাই লিখেছেন : ড. মনজুরে এলাহীকে একজন প্রশ্ন করেছে যে,

"আমরা দেখতে পাই অনেক বইতে লিখা আছে উনারা নাকি রাসূল (স) এর কবরের কাছে গিয়া সালাম দিলে সেখান থেকে সালামের জবাব শুনা যায় !!" এগুলো কি সত্যি?

তিনি বলেছেনঃ
.
উনাদের বইলেন একটু রেকর্ড করে নিয়ে আসতে, আমরাও শুনব।

অতঃপর উনি & উপস্থিত সবাই হেসে দিল.. হি হি হি Big Grin Big Grin Big Grin
১৩
264108
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১২
সজল আহমেদ লিখেছেন : আসলে ভাই চরমোনাই পীরের একসময় আমি খুব ভক্ত ছিলাম!আমার পিতা এবং বড় ভাই এখনো চরমোনাইর একজন মুরিদ।যদিও আমার এই ছোটমুখে একজন মুফতীর আকীদাকে ভ্রান্ত বলা মানায়না তবুও বলতে হয় চরমোনাইয়ের কিছু অকীদা কুফরী আকিদা ,এবং জামায়েত ইসলামের ও কিছু ভ্রান্ত আকীদা আছে!
চরমোনাইয়ের অনেক বয়ান আছে যা কিনা দেওয়ানবাগীর সমকক্ষ !
এইখানে আপনি একটি আলোচনা করেছেন যেমন ,
চোরের হাত পীরের হাতের
সাথে লাগার কারণে পীর
চোরকে পুলসিরাত পার করিয়া দিবে।
(নাউযুবিল্লাহ)

এবং আপনিই আবার এর চমত্‍কার জবাব দিয়েছেন,
অথচ অন্যকে পুলসিরাত পার
করাতো দূরের কথা, কেয়ামতের ময়দান
এতো কঠিন হবে যে নবী রাসুলেরাও
ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন।

আরো অনেক আজগুবি কথা বলে যা মানা যায়না !
তবে তার কিছু বক্তব্য এবং নসীহত ফেলবার নয় ,আবার কিছু নসীহত মানবার মত নয় ।
আপনাকে ধন্যবাদ এ বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা করার জন্য।
হে আল্লাহ্ আমাদের সঠিক পথে চালনা করুন এটাই আমাদের কামনা আপনার কাছে !
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৯
207646
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা সধারণ মুসলিমরা মহা বিপদে আছি! আমরা পথিক হতে গিয়ে ভ্রান্ত পথ খূঁজে নিই! সত্য পথের যাত্রী হতে চাই আমরা..... কিন্তু কিছু ভন্ডের পীরগীরি ও মাজার পুজার কারনে পথে পথে হুচাট খেয়ে পড়ি.....!

ভন্ডপীর ও মজার পুজারীদের মুখোশ উম্মোচন করে সাধারণ মুসলিমদের সচেতন করতে হবে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File