বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... ✔✔✔✔আব্দুর রহিম (পর্ব ৪)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ আগস্ট, ২০১৪, ১১:১৮:৩১ রাত
পছন্দ হয়েছে কি হয়নি জানতে চেয়েছিল ওদের পরিবারের পক্ষ থেকে.....! পরে জানাবো বলে চলে এলাম।
ওরা তিন জনের মধ্যে একটি মেয়েকে আমার মনে ধরেছে...মানে পছন্দ হয়েছে!!! সেই মেয়েটির খবরাখবর নেয়ার জন্য চেষ্টা......
খবর নিয়ে জানতে পারলাম মেয়েটি পাশের গ্রামের....
মেয়েটির বাবা বেঁচে নেই মা আছে ওরা ভাই বোন দুইজন, ভাই বড় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে, মা বাধ্যক্ষ্যে উপনিত হয়েছে।
মেয়েটির বাবা মায়ের ৪১/বছর ৩/১৭ দিনের সংসারে সন্তান মাত্র দুইজন! ওদের সংসারে প্রথম লগ্নে বাচ্চা আসেনি, বিয়ের ৮ বছর ২/১৩ দিন পর ওদের সংসারে বাচ্চা এসেছে....
মেয়েটির বয়স ১৮বছর ৫/৮ দিন, বলতে গেলে বিয়ের উপযুক্ত সময় এখন মেয়েটির! মেয়েটির ব্যপারে আরোও কুঠিনাটি জেনে নিলাম।
জেনে নিজের ভিতরে নিজেকে নিজে প্রশ্ন করি নিজেই নিজের ভিতরে জবাব খূঁজেছি!! মেয়েটি কেমন হবে? মেয়েটির মেজাজ কিরকম হবে? সে কি আমাকে পছন্দ করবে? ইত্যাদি ইত্যাদি....!!
বাড়িতে ফিরলাম রাতে!!!
বাড়িতে এসে বাবার স্বম্মুখে দাড়াতেই... বাবা বলল কিরে মেয়ে দেখেছিস?
আমি লজ্জিত স্বরে হ্যাঁ ইংগিত করলাম!
বাবা... কিরে মেয়ে পছন্দ হয়েছে!!? আমি নিচ্চুপ ভয় মিশ্রিত লজ্জায়! আমার অবস্থা বুঝতে পেরে বাবা বলল আচ্ছা খাবার খেয়ে ঘুমা পরে বলিস....!
কাপড় বদলি করে হাত মুখ দুয়ে প্রেশ হয়ে এলাম খাবার টেবিলে মা আর আমি, বাবা আগেই খেয়েছে।
খাবার খেতে খেতে মা বলল কিরে....? বউমার কি খবরাখবর?? আমি মুচকি হাসলাম! মাকে বললাম কাল সকালে বলব.....!!
খাবার শেষ করে রুমে গেলাম, শরীর ক্লান্ত! ঘুমিয়ে পড়ব...! শুয়ে পড়লাম, মনের ভেতরে নতুন এক উষ্ণতা। শরীর ক্লান্ত হলেও মন যেন সতেজতার সর্বচ্চ আনন্দঘন মূহুর্ত অতিক্রম করছে....! অভূতপূর্ব অনুভূতি! যেন জেগে জেগে স্বপ্ন দেখা....! চোখ বুজতেই সারাদিনের ঘটনা গুলো চোখের পাতায় ভাসতেছে!
রাত তখন ৩/27 মিনিট, স্বপ্নময় চোখের ঘুম ভেঙে গেল, মনে হচ্ছে চোখ ভরা ঘুমের তৃষ্ণা! কিন্তু চোখ বন্ধ করতেই ঘুমের সহচর স্বপ্নের আগমন, কত কি স্বপ্ন দেখি ঘুম ভাঙার পর সব উদাও!
ঘুম ও স্বপ্নময় রাত অতিক্রম করে যতারিতি প্রেশ হয়ে নাস্তার টেবিলে সাথে বাবা মা ছোট বোন....।
নাস্তা শেষ করে একলা নিরিবিলি জায়গায় মাকে ডেকে এনে ঐ মেয়েটিকে যে আমার পছন্দ হয়নি সেটা বলে দিলাম, আরও বললাম বাবাকে জানিয়ে দিতে!
মায়ের চোখে মুখে হতাশার চাপ! মাকে বললাম, মা.....! হ্যাঁ বাবা বল....! আর একটি কথা ছিলো বলব কি বলবনা ভাবতেছি! মা বলল বল বাবা বল...
যেখানে মেয়ে দেখতে গিয়েছিলাম সেই গ্রামের পাশের গ্রামে আর একটি মেয়ে......!!! আমার মোটামুটি পছন্দ হয়েছে যদি আপনারা দেখেন... ভাল লাগে..... তবে......!!
মাকে কিছুটা রাগান্বিত মনে হল, তবে আমার সাথে মা রাগের কোনো আচরণ করেনি...! মাকে বললাম মা.... বাবাকে একটু বলে দেখো, বাবার মেজাজ বুঝে বলো না হয়........!!
বাকিটুকু অন্য এক দিন.....!
৩য় পর্ব এখানে http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51480#.VR1EpnOoVAgU_izK8uoVAi
বিষয়: বিবিধ
১৯১৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু কি করা।
যার নয়নে যারে লাগেরে ভালো বা......
মন্তব্য করতে লগইন করুন