বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... ✔✔✔✔আব্দুর রহিম (পর্ব ৩)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ আগস্ট, ২০১৪, ১২:২১:৫৯ রাত
নাস্তার আইটেম ৫০ টির মত হবে খাব কি? দেখেই অসয্য লাগছে..!! নাস্তা শেষ হতে হতে সন্ধ্যা ৬টা!! চলে গেল বিদ্যুৎ.......
বিদ্যুৎ ১/২ মিনিটের জন্য ঘরটা অন্ধকারে পরিণত হল, ঘরের অন্ধকারের প্রভাব বুঝতে না বুঝতেই মনের ভিতরে কেমন যেন অন্ধকারাচ্ছান্ন হতে লাগলো!
মনের ভিতরে বাঁধা তৈরী হতে লাগলো হরেক রকম!
নিয়ে আসা হলো সার্জার লাইট।
সার্জার লাইটের সামনে আরও ২ রকমের নাস্তা....! নাস্তা শেষ করার পর এলো মেয়ের মা.... এসে আস্সালামু আলাইকুম...
আমরা.... ওয়ালাইকুম সালাম...
সালাম পর্ব শেষ, পরিছয় পর্ব কি নাম ছেলের? কেমন আছি বাবা মা আছে কিনা? ভাই বোন কয়েকজন? উত্তর যথাসাধ্য দিলাম! উত্তর শেষ না করতেই ওদের বাড়ির উঠানে সিএনজি অটোরিক্সার আওয়াজ!
মামাতো ভাইকে ইশারা করলাম দেখ কে এসেছে..!
সে দেখে এসে বলল কানে কানে মেয়েটিকে পার্লার থেকে নিয়ে আসা হয়েছে!
কথাটা শুনে মনের ভিতরে ক্যেচকা মেরে উঠলো। মেয়ে পক্ষের একজনকে বললাম আমাদের অনেক দেরী হয়ে গেছে আজকে আমরা মেয়ে দেখবোনা অন্য এসে দেখে যাব.....!!!
তার চোখ মুখ দেখি হতাশার চাপ....
বিনয়ের সুরে বলল দেখো বাবা তোমরা অনেক দূর থেকে এসেছ মেয়ে না দেখে চলে যাওয়া ঠিক হবেনা, একটু অপেক্ষা কর....!!
মেয়েটিকে দেখার আগ্রহ নষ্ট হয়ে হয়ে গেছে পার্লারের সাজানোর কথা জানার পর, তার পরও সমাজিকতা মূল্যবোধে আরো একটু অপেক্ষা যখন ৬/47 মিনিট ঠিক তখন বিদ্যুৎ চলে এলো, বিদ্যুৎ আসাতে চাচাতো ভাই ও মামাতো ভাইয়ের চেহারায় স্বস্তির আভা....!
অপেক্ষার পালা শেষ!
মেয়েটিকে আনা হলো আমাদের সামনে সাথে আরও দুটি মেয়ে! সাথে পানের পিরিচ ও চিনির পিরিচ একটি কুলা উপর সাজানো।
(কুলা হচ্ছে এক ধরনের বাঁশের তৈরী ব্যবহারিক আসবাবপত্র)
এই হল কুলা.....
ওরা সামনে এসে সালাম দিলো আমরাও সালামের উত্তর দিলাম,
সালাম পর্ব শেষ করে ওরা দাড়িয়ে আছে দেখা বললাম দাড়িয়ে কেন বসুন, ....ধন্যবাদ বলে বসল ওরা.....।
প্রায় ১ মিনিট দুপক্ষই নিরব! নিরবতা ভেঙে আমি বললাম কেমন আছেন?
ওরা বললো ভালো আছি,
এর পর একের পর এক প্রশ্ন / উত্তর।
মেয়েটিকে পার্লারের সাজে অপূর্ব সুন্দর লাগছে, যদিও চেহারাটা আমার চাহিদা পূর্ণ নয়!
কথাবার্তা শেষ হবার পর চিনির পিরিচ থেকে চামচ দিয়ে হালকা মিষ্টিমুখ করানোর চেষ্টা.....
তারপর মেয়েটি পান বানিয়ে দিল আমাদের! অতপর পানের পিরিচ আমাদের দিকে এগিয়ে দিলো.....পানের পিরিচে ১ হাজার টাকার নোট!! ১ হাজারের সাথে ৫শ যোগ করে পানের পিরিচ ফিরিয়ে দিলাম।
পছন্দ হয়েছে কি হয়নি জানতে চেয়েছিল ওদের পরিবারের পক্ষ থেকে.....! পরে জানাবো বলে চলে এলাম।
ওরা তিন জনের মধ্যে একটি মেয়েকে আমার মনে ধরেছে...মানে পছন্দ হয়েছে!!! সেই মেয়েটির খবরাখবর নেয়ার জন্য চেষ্টা......
বাকিটুকু অন্য একদিন..... শেয়ার করব!!
২য় পর্ব এখানে
http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51254
বিষয়: বিবিধ
১৮৫৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান -- ধন্যবাদ থাকল আপনাদের দুজনের জন্য--
যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন