তোমাকে ভালোবাসি আমি ওগো প্রিয় তোমার দূরত্ব কল্পনা করলে নিভে যায় মন মোমবাতির শেষ অংশের মত! ভালোবাসি একান্ত নিজের মত! ✔✔✔নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ আগস্ট, ২০১৪, ১২:১১:৫৫ রাত
তোমার সুখের সময়ে আমিতো হাসি নিজের ভিতরে নিজে কখনো করিনি তা প্রকাশ,
জানতে চাই জানতে চাই তোমার ভিতরে কতটুকু আছে এই অধমের বসবাস!!
মনের ভিতরে হাসির মাত্রা বেড়ে যায় যখন দেখি তোমার ঐ হাসি ভরা মুখ,
.
.
.
.
তোমার আগমন দেখলে আমার তরে, আমি নিজেকে ধরে রাখতে পারিনা তোমার প্রতি হয়ে যায় উম্মুখ।
তুমি এমনি একজন! যার তুলনা শুধু তুমিই, নেই তুলনা দেবার মত অন্য কিছু আর,
তোমাকে সাথে রেখে কাটিয়ে দিতে চাই জীবন, অন্য কোন সুখের খোঁজ চাইনা তুমিই মনের অভিসার।
তুমি আমাকে কখনো অবহেলা করলে ওটা হবে দুঃখের অগ্নিগিরি সুখ ভরা জীবনে!
তোমার কাছে কামনা, অবহেলা করোনা আমায়, শুধরে দিও অপরাধ হলে দূরে থেকোনা অভিমানে।
ওগো প্রিয় তোমার দূরত্ব কল্পনা করলে নিভে যায় মন মোমবাতির শেষ অংশের মত!
"তোমাকে ভালোবাসি আমি" কেমন ভালোবাসি? তুলনা নেই, ভালোবাসি একান্ত নিজের মত।
বিষয়: বিবিধ
২৯৩০ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোয়া করবেন সুখ যেন আমাদের ছেড়ে না যায়! ধন্যবাদ আপনাকে।
১/ আপনি একই ব্যাক্ত কিছুক্ষণ পুরুষ সাজেন আবার কিছুক্ষণ নারী সাজেন ..... কি ভাবে পারেন?
২/ আপনি আমার কোন পোস্টএ কোন মন্তব্য করেন নাই (আমার কোন পোস্ট পড়ছেন বলেও মনে হয়না) তবুও আমাকে প্রিয় লিস্টে রাখলেন কেনু? নাকি আপনি অন্য নিক নিয়েও ব্লগিং করেন
বুঝবার না পারলে হয়তো আমার ব্যর্থতা!
আমরা দুজন!তবে আপনার যখন সন্দেহ আমাদের দুঃখ প্রকাশ ছাড়া কিছু করার নেই!! ।
মন্তব্য করলে শুধু প্রিয়তে রাখা যাবে এমন নীতিমালা ব্লগ সম্পাদক জানাইয়া রাখেনি!!
সন্দেহের তালিকায় নিক....?????
আপনার চিরসুখ কামনায়...।
আর একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙ্গার জন্য. .
http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/50872#.VSDPBHOoVAi
মন্তব্য করতে লগইন করুন