বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... ✔✔✔✔আব্দুর রহিম (পর্ব ২)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ আগস্ট, ২০১৪, ০৪:১০:২৮ বিকাল
আচ্ছা ঠিক আছে বাবা, আমরা তাহলে মেয়ে দেখতে পারি?
আমি লজ্জা মিশ্রিত ভঙ্গিতে হ্যাঁ সুচক সম্মতি জানালাম.......!!!!
শুরু হলো মেয়ে দেখার পর্ব!....
মেয়ে দেখার জন্য প্রথম ধন্ধ প্রথম মতপাতক্য, মা বাবার মধ্যে মা বলল পূর্ব অথবা পশ্চিম থেকে মেয়ে আনবো না!!
বাবা বলল না উত্তর অথবা দক্ষিণে যাবোনা পুত্রবধূ আনবো পশ্চিম দিক থেকে......
ধন্ধ দেখে আমি বিরক্ত, কিছু বলবো কি বলবোনা ভেবে পাছছিলামনা, মা বাবাকে কিছুই বললাম না, ওই দিন বিকেলে বড় মামি আসল আমাদের বাড়িতে মামির সাথে কথাবার্তায় মোটামুটি ফ্রী ছিলাম, মামিকে সুযোগ বুঝে বললাম কিছু কথা আছে আপনার সাথে,
মামি বলল ঠিক আছে বল,
আমি ঘটনা মামিকে জানালাম, মামি বলল তোমার মতামত কি বল বাকিটা আমি দেখব!
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে ধন্ধ করার কি আছে? ওইসব ধন্ধ আমার পছন্দ নয়, আমারতো দরকার বিয়ে করার জন্য একটি ভালো মেয়ে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে আমি কি করব?
মামি মা বাবাকে বুঝিয়ে বল ওইসব ধন্ধ বাদ দিয়ে একটি ভালো মেয়ের খূঁজ খবর নিতে.......!
মামি বলল আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করোনা, দেখি আমি কি করা যায়.....
মা বাবা মামিকে বাড়িতে রেখে আমি দোকানে গেলাম, প্রয়োজনিয় সদায় আনার জন্য, ফিরে এসে দেখি মামি আমার মা বাবার সাথে কথা বলছে...
বুঝেও না বুঝার ভান করে আবার বাইরে এলাম!
ফিরে এসে মামির মুচকি হাসি দেখেই বুঝতে পারলাম সমস্যা সমাধান হয়ে গেছে।।
আমার চাচাতো ভাইয়ের বন্ধুর বোনের কথা, বাবাকে চাচাতো ভাই বলেছে।
বাবা আগে গিয়ে দেখে এসেছে, বাবার মোটামুটি পছন্দ হয়েছে ' এখন আমার পছন্দ হলে আমার মা দেখতে যাবে.....
উল্লেখ্য মেয়েটির বাড়ি আমাদের বাড়ির পশ্চিমে গিয়ে একটু উত্তরে দোতলা ফাকা বাড়ি! মেয়ের মা বাবা বেঁচে আছে... তারা দুই বোন এক ভাই।
ওদের মধ্যে বোন সবার বড়, বড় বোনের বিয়ে হয়ে গেছে, এক মাত্র ভাই ভার্সিটিতে পড়ে, যাকে দেখতে যাওয়ার কথা হচ্ছে সে একটা প্রাইভেট কলেজে পড়ে....
দেখতে যাব আমি, খবর দেয়া হল তাদের বাড়িতে, ওরা বলল ঠিক আছে!
বিয়ে উপলক্ষে প্রথম কোনো মেয়েকে দেখতে যাচ্ছি .... লজ্জা.....
যাওয়ার সময় চাচাতো ভাই ও আমার এক মামাতো ভাইকে সাথে নিয়ে গেলাম, ওদের বাড়িতে পৌছলাম বিকেল ৪টা বাজে, শিত কাল ছিল ঐ সময়!
মেহমান আমরা তিন জন!!! উদ্দেশ্য মেয়ে দেখা...!! নাস্তার অবস্থা দেখেতো ত হয়ে যাচ্ছি...!!
কম করে হলেও নাস্তার আইটেম ৫০ টির মত হবে খাব কি? দেখেই অসয্য লাগছে..!! নাস্তা শেষ হতে হতে সন্ধ্যা ৬টা!!
চলে গেল বিদ্যুৎ.......
বাকিটা অন্য একদিন....
১ম পর্ব এখানে http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/50998#.VR1QRHOoVAgs65suoVAg
বিষয়: বিবিধ
২৯৭১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভিশু ভাইয়াকে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ!!
ধন্যবাদ.
পেটে ভরা থাকলে তো সারা দুনিয়াই সুন্দর মনে হবে।
হিন্দি সিরিয়ালের মত হচ্ছে কিনা জানিনা,
পুরো লেখা এক সাথে পোষ্ট করলে পাঠকেরা বিরক্ত হয়ে লেখাটি পড়বেইনা!! যদি লেখাটি না পড়া হয় প্রকাশ করে লাভ কি?
পাঠকের ধৈর্য্যের দিক বিবেচনা করে লেখাটি কয়েকটি পর্বে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি.....!!! ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আইজকা আরেকটু লিখলেই তো হইত ।
আইজকা আরেকটু লিখলেই তো হইত ।
✔✔এখানে বাকিটুকু, অনুগ্রহ করে গুরে আসুন।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9615/nor15/51480#.U_LF-cuoVAg
চয়নগুলো জটিল এবং সুসংহত ।
ভাবটি প্রস্ফুটিতভাবে ফুটে উঠেছে ।
অসাধারণ লেখাটি পড়ার সুযোগদানের
জন্য ধন্যবাদ ।শুভকামনা রইল...
মন্তব্য করতে লগইন করুন