Cheer Catch Catch Roseআমাদের বিয়ে ও বিয়ের মিষ্টি এবং ব্লগার প্রবাসী মজুমদারের বিয়ের মিষ্টি খাওয়ার ইচ্ছে... Cheer Catch Catch Rose✔✔ আব্দুর রহিম+ নুর আয়শা

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ আগস্ট, ২০১৪, ১০:১০:৪০ রাত



প্রতিটি ব্লগারকে যদি বিয়ের মিষ্টি খাওয়াতে পারতাম আমরা দুজনই নিজেদেরকে ধন্য মনে করতাম। বাস্তবতায় সবাইকে মিষ্টি খাওয়ানো অসম্ভব একটা ব্যাপার!!

কারণ ব্লগে যত ব্লগার আছে সবাই একই এলাকা বা একই জেলার নয়। পৃথিবীর যত জায়গায় বাংলাদেশী বা বাঙ্গালী আছে যারা বাংলা ভাষাকে পছন্দ করে উদার মনে ভাব প্রকাশ করতে চাই তারা ব্লগে আসে ব্লগে এসে নিজদের অবস্থান তৈরী করে নেয়।

যদিও আমাদের বিয়ে হয়েছে বছরের কাছাকাছি সময় অতিক্রম হয়েছে, তার পরও ব্লগারদের মিষ্টি খাওয়ানোর ইচ্ছা আছে!

বিশেষ করে টুডেব্লগে প্রবাসী ব্লগারের সংখ্যা বেশী! অত্যন্ত আনন্দিত হই যখন দেখি শত কর্মব্যস্তার মাঝেও প্রবাসীরা দেশ নিয়ে চিন্তা করছে দেশের সমস্যা সম্ভাবনা নিয়ে ব্লগ লিখছে.....!

তাদের জন্য মিষ্টি কি করে পাঠাবো? (ব্লগার প্রবাসী মজুমদার) একটি মন্তব্যের মাধ্যমে মিষ্টির আলোচনার সূত্রপাত করেছেন, সেই সূত্র আমাদের আনন্দিত করেছে! ব্লগার প্রবাসী মজুমদারের প্রতি রহিল আন্তরিক ধন্যবাদ।

Cheer Catch Catch Rose

] Cheer Catch Catch Rose

আবেদন.....

সকল ব্লগারদের প্রতি.....

যারা মিষ্টি খেতে পছন্দ করেন, বিশেষ করে বিয়ের মিষ্টি.....

তারা কার কি রকম মিষ্টি পছন্দ আমাদেরকে জানিয়ে দিন!! সময় সুযোগ পেলে আমরা যেনো মিষ্টির ব্যবস্থা করতে পারি।



বিঃদ্রঃ- যাদের সুগারের সমস্যা আছে তারা মিষ্টি খাওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন, সবাইকে ধন্যবাদ।

বিষয়: বিবিধ

৪৭৪০ বার পঠিত, ১০১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252086
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:১৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : মিস্টিগুলো কিন্তু পুরানো আমলের। হাল আমলের মিস্টি চাই।
মিস্টি কুমড়োর হাকিকত বুঝা গেলো না।
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:২৮
196214
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুরনো মিষ্টি নিয়ে চিন্তা কিসের? আপনার পছন্দেরটা বলুন।
হল শব্দের অর্থ বুজতে পরিনি!
কুমড়া তাদের জন্য যাদের সুগার সমস্যা আছে!
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৪
196364
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমি লিখেছি ‘হাল’ হল না। ‘হাল’ মানে চলমান বা বর্তমান সময়ের। ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৪
196382
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনকেও বর্তমান সময়ের মিষ্টির জন্য ব্লগার রিদওয়ান কবির সবুজ এর সাথে যোগাযোগ করুন। বাকিটা আমরা দেখেনিমুনে......
০৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
196480
মোহাম্মদ লোকমান লিখেছেন : লক্ষণ বুঝা যাচ্ছে আপনাদের ব্লগটা জমবে ভালো।

ভাই এত কথা বুঝি না। ছবির মিষ্টি আমার মজা লাগে না। আগামী মাসে দেশে আসতেছি ইনশা আল্লাহ্। তখন পার্সেল করে হলেও পাঠাবেন কিন্তু(কেউ না শুনে মাতো চুপি চুপি বললাম)
০৮ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৯
196502
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশাআল্লাহ
252087
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:১৯
আহ জীবন লিখেছেন : পাঠাইয়া দেন রসগোল্লা, রসমালাই। চিটাগং।
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:৪০
196225
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গাড়ি পাঠিয়ে দিন যথা সম্ভব তারাতারি.....
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
196226
আহ জীবন লিখেছেন : ওমা এইডা কেমন মেহমানদারী? গাধার সামনে মুলা ঝুলানর মত।




ভরতি কইরা পাঠাই দিয়েন।
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:২৭
196237
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আজ রাত ১২.২৫মিনিটের ....... পেয়ে যাবেন আশা করি!
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৫
196298
আহ জীবন লিখেছেন : কইছি রসগোল্লা আর রসমালাই এর কথা
পাঠাইছেন এগুলা কিতা?

খামুনা।
০৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
196460
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মিষ্টি খাইবেননা মানে? আপনি না আপনার দাদার দাদায়ও খাইবো!! ব্লগার রিদওয়ান কবির সবুজ এর সাথে যোগাযোগ করুন! তার দোকানে সব আইটেমের মিষ্টি পাওন যায়! টাকার ভার আমরা নিচ্ছি......
252089
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ছোড মানুষ তাই মিষ্টি সব চাই। কুরে দিমু না কেউ হাত দিলে খবর আছে কইলাম। Tongue Tongue
অনেক অনেক ধন্যবাদ আপনাদের Good Luck Rose Rose
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৩২
196238
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এগুলো সব আপনার জন্য! কাওরে দিয়েননা কয়ে দিলাম কিন্তু!!
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৯
196396
প্যারিস থেকে আমি লিখেছেন : প্রবাসী সব সময় শুধু ছোট মানুষ ছোট মানুষ করো কেন ? নাকি সবকিছুতে ভাগে বেশী নেয়ার ধান্ধা। উনিতো তোমাকে মিষ্টি না দিয়ে দই'র পাতিল দিয়েছেন।
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
196520
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার সাথে চালাকি করা হয়েছে মিষ্টি রেখে দই !!
ছোট হলে বেশি পাওয়া যায় সবকিছু Tongue Tongue
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৪
196538
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধরা যখন খাইয়া গেছি এই লন আসল মিষ্টি ব্লগার প্যারিস থেকে আমি এরে সহ দিয়া খাইয়েন কইলাম!!




প্রবাসীরা দেহি একে অপরের সহযোগী!!
এক জন মিষ্টি দই চিনতে না পারলেও অন্য জন ঠিক কইরা ধইরা লইছে! মিষ্টি দইয়ের ঠিকানা এখানে http://174.120.152.66/~pratidin/print_news.php?path=data_files/201&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=4
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৪
196539
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীদের সাথে চলি করা যায় কিন্তু ধরা পড়তে হবে যে ইটা একটা নমুনা।
252097
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:৪২
ইমরান ভাই লিখেছেন : মিস্টি দেখলাম খেলাম ও তবে নিজের বাসায়।
Big Grin
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৩৫
196241
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজের বাসায় মিষ্টি খাইলেন! কোন গু খাইলেন সাদা গু নাকি কালা গু? <:-P
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৪
196295
ইমরান ভাই লিখেছেন : সাদা গু Tongue Tongue
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২০
196397
প্যারিস থেকে আমি লিখেছেন : ইমরান ভাই কোন গু খাইছেন বললেন।
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
196413
ইমরান ভাই লিখেছেন : প্যারিস@
উনি বুঝাতে চেয়েছেন কোন গুলি খেয়েছেন সাদা নাকি কালো মিষ্টি।

এটা যেন কোন এলাকার আঞ্চলিক ভাষা @রহিম ভাই
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩০
196419
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor ভাষাডা অইলো গিয়া সিলড়ি <:-P
252099
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : Drooling Drooling Drooling Drooling
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৩৭
196242
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Star Star
252100
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:০০
বিন রফিক লিখেছেন : মিষ্টি আমার খুব পছন্দ
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৪৩
196244
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আপনার জন্য মিষ্টি নেন খান।
252101
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:২০
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ পিলাচ
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৪৭
196248
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
পিলাচ এর জন্য মিষ্টি নেন খান!
252107
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৫১
পবিত্র লিখেছেন :
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
196261
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আপনাকে ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৩
196294
ইমরান ভাই লিখেছেন : ঘাড় মাসেহ করার হাদীস সহীহ নয় ।
252110
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৫৭
আফরা লিখেছেন : মিষ্টি খাই না ।আল্লাহ আপনাদের সুখে শান্তিতে রাখুক এই কামনা রইল ।
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:১৭
196268
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : : মিষ্টি খাননা যেনে অবাক হলাম, যাই হোক আপনার জন্য মিষ্টি নয় বিরানি, আপনার জন্য শুভকামনা।


১০
252124
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:১৭
সন্ধাতারা লিখেছেন : Thanks a millions for offering sweets May Allah gives you peace n happiness at all time. Jajakallahu khair.
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:২০
196270
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, শুভকামনা Good Luck
১১
252126
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:১৯
এবেলা ওবেলা লিখেছেন : আমার মনে হয় আপনি অন্য ব্লগারদের বোকা বানাছেন স্বামি- স্ত্রীর নিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে-- তাই বলব আসলে আপনার নিকটার যদি সত্যি হয় তাহলে নিজদের এই প্রেম লিলার কাহিনী বন্ধ করে অন্য প্রসংগে ব্লগে কিছু লিখে অন্যদের দৃষ্টি আকর্ষণ করবেন-- আশা রাখছি--
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:৩২
196272
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, আমরা কি প্রসংগে লিখব তা যদি আপনি আমাদের ঠিক করে দেন, এটা বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ!! আপনি আপনার মত লিখুন আমরা আমাদের মত লিখব। আমাদের লেখা ভাল লাগলে স্বাগতম, ভাল না লাগলে আমাদের ব্লগে আসার দরকার নেই।
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:০১
196288
কাহাফ লিখেছেন : হয়তো বা................।
১২
252128
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:২২
সজল আহমেদ লিখেছেন : এই মিস্টিগুলো কি হবে ?
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:৩৭
196273
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মিষ্টি সবাই খাইতে চায় আপনি মনে হয় খাওয়াইতে চান! ঠিক আছে দুজন মিলে খেয়ে নেব। ধন্যবাদ আপনাকে।
১৩
252132
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:৩৯
সজল আহমেদ লিখেছেন : সেইটা না আমি জানতে চাইছি আপনাদের স্টকে কি এই মিস্টি গুলা আছে ?
থাকলে দিন একটু চেখে দেখি


০৮ আগস্ট ২০১৪ রাত ১২:৫৩
196274
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আরে ভাই এইড়াতো মিষ্টিনা এটা এক জাতের পিঠা! আমাদের এলাকায় এর নাম সাইন্না পিঠা।
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৯
196307
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা স্পন্জ রসগোল্লা। দেখতে সাইন্না পিঠার মত।
১৪
252135
০৮ আগস্ট ২০১৪ রাত ০১:১৮
সজল আহমেদ লিখেছেন : ধুর ভাই আমি গুগলে মিস্টি সার্চ দিয়া ভাল জাতের এই মিস্টি পাইলাম আর আপনে মুহুর্তেই সেইটা পিঠা বানাইলেন এইডা কুন কতা ?
০৮ আগস্ট ২০১৪ রাত ০১:২২
196276
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভল করে দেখুন ওটা এত ধরনের ভাপা পিঠা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫
252137
০৮ আগস্ট ২০১৪ রাত ০২:০২
সজল আহমেদ লিখেছেন : ভাপা পিঠা পিরিচের মত আর ঐটা গোল ঐটা গুগলের নামকড়া মিস্টি <:D
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৭
196338
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নামকড়া মিষ্টি, এটা যাদের সুগারের সমস্যা তাদের কাজে লাগবে! Crying
১৬
252140
০৮ আগস্ট ২০১৪ রাত ০২:৩৩
বাজলবী লিখেছেন : মিষ্টি পছন্দনীয়।
অাপনাদের সংসার মিষ্টিময় হোক।
ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৫১
196343
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মিষ্টি পছন্দ, মিষ্টার এ মিষ্টি আপনার জন্য! খান আমাদের জন্য দোয়া করুন। আমাদের সংসার যেন মিষ্টিময় হয়!!! Love Struck

১৭
252145
০৮ আগস্ট ২০১৪ রাত ০৩:০২
দিগন্তে হাওয়া লিখেছেন : সবার মত মিষ্টি চাইনা Happy চাই আপনাদের ভবিষৎ দিনগুলো হোক সুন্দর !!
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৫
196344
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আপনি মিষ্টি না চাইলেও আমরা আপনার জন্য মিষ্টি বরাদ্দ রেখেছি!! খান, আপনার জন্য শুভকামনা।
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:০৯
196508
দিগন্তে হাওয়া লিখেছেন : শুকরিয়া Good Luck
১৮
252159
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:০১
কাহাফ লিখেছেন :
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৯
196346
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগার কাহাফ নিচের দিখে চেয়ে আছে তিনি মনে হয় লজ্জা পাচ্ছে!! আরে মিয়া লজ্জার কি আছে? আপনার পছন্দের মিষ্টি আপনার সামনে, মাথা তুলে খাওয়া শুরু করুন।
১৯
252182
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শ্রিঘ্রই আমি একটা অনলাইন মিষ্টির দোকান খুলতিসি। যাকে যেখানে পাঠাতে বলবেন টিনভর্তি করে পাঠানর ব্যবস্থা করব।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৮
196351
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মিষ্টার দোকানের জন্য নিচের এই মিষ্টি গুলো সংগ্রহ করা হয়েছে!! যার যেরকম চাহিদা সেরকম মিষ্টি সরবরাহ করা আপনার দায়িত্ব! আপনিও সরবরাহ করুন নতুন দোকানের জন্য নতুন নতুন মিষ্টিজাত পন্য......Rolling on the Floor























০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:০১
196355
কাহাফ লিখেছেন : আমাকে পাঠায়েন রিদওয়ান ভাই...........।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৬
196393
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিক্রি পরে। আগে খাইয়া লই।
২০
252201
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৪১
শিশির ভেজা ভোর লিখেছেন : মিষ্টি খামু Crying Crying Crying Crying
০৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫২
196352
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উপরে মিষ্টি সরবরাহ করা হয়েছে, আপনার কোনটা পছন্দ ওখান থেকে নিয়ে খান! টাকা পয়সা আমরা ব্যবস্থা করুমনে.....
২১
252216
০৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
কাহাফ লিখেছেন : নুর আয়শা আ:রহিম বোন........ প্রথমে একটু লজ্জা লজ্জা লাগে.............।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৬
196353
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লজ্জা বাদ দেন মিষ্টি খাওয়া শুরু করুন। ভালো থাকুন সুস্থ থাকুন। Happy>-
২২
252220
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:০০
কাহাফ লিখেছেন : বেশী মিষ্টি খেলে ডায়বেটিস হয়ে যাবে না #নূর আয়শা আঃরহিম............?
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৭
196359
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি ব্লগার সজল আহমেদ এর সাথে যোগাযোগ করুন, ওনার কাছে নতুন আইটেম এর মিষ্টি আছে.....
২৩
252224
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৯
কাহাফ লিখেছেন : ব্লগার সজল আহমদ কই গো কই গো...........?
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৬
196362
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সজল আহমেদ এর মন্তব্য আছে দেখুন উপরে..... ওনার মিষ্টি সামনে পেলে চোখ বন্ধ করে খাওয়া শুরু করুন।ডায়াবেটিসের সমস্যা হবেনা....!!!!!
২৪
252235
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৩
সাবু আলু লিখেছেন : ভাই , আমি সন্দেশ মিষ্টি খাবো ...একটু সন্দেশ মিষ্টি দেন Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৬
196369
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগার রিদওয়ান কবির সবুজ এর সাথে যোগাযোগ করুন.... ওনার সরবরাহে সকল প্রকার মিষ্টি আছে, টাকা পয়সার ব্যপারেতো আমরা আছিই!!!
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১১
196394
আহ জীবন লিখেছেন : ওই আপনে দিতে পারতেছেন না। পরের ধনে পোদ্দারি করেন কেন? @ নুর রহিম
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৪
196400
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : রাগ কইরা লইলেন মনে? ব্লগার রিদওয়ান কবির সবুজ এর মিষ্টির দোকানে মিষ্টি আমরা মিষ্টি সংগ্রহ করেছি! উপরের মন্তব্য দেখুন। যেটা পছন্দ সেটা খাওয়া শুরু করুন।
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৬
196437
সাবু আলু লিখেছেন : ভাই ?? ভার্চুয়াল খাবার খাওনের কথা কন কে ?? সবাইকে আসল মিষ্টি খাওয়ানোর কথা চিন্তা করেন Worried Worried Worried Worried Worried
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৮
196439
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সবাইকে এক জায়গায় করে দেন আমরা মিষ্টি খাওয়ানর জন্য প্রস্তুত আছি!
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
196443
সাবু আলু লিখেছেন : আপনার সদইচ্ছার জন্য ধন্যবাদ ।
আপনারা সুখী হন
২৫
252284
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইজান আর আপুজ্বি মিষ্টি আমার খুব পছন্দ। ছবি দেখার পরই আমাকে কিনে খেতে হয়। দেন এখন কিছু ইউরো দেন আমি কিনে খাই।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৪
196402
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :


দিলাম ইউরো মিষ্টি যা পারেন খান খেয়ে বাকী ইউরো ফেরৎ দিয়ে দিয়েন!!
২৬
252314
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৭
কথার_খই লিখেছেন : মিষ্টির জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, আমি ফটো মিষ্টি লইয়া কিতা হরমু? আমার চাই বাস্তব মিষ্টি!! ব্লগাররা দেহি মজা পাইতাছে আমিও মজা পাহলাম! আপনাদের দাম্পত্য জীবন মিষ্টিময় হোক এটাই কামনা।
০৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১২
196464
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফটো মিষ্টি খাইবেন না তো কি অইছে! আমাদের বাড়ির উঠানে চলে আহেন!! তাজা মিষ্টি মুষ্ঠি ভইরা দিয়া দিমুনে। Rolling on the Floor
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২০
196516
কথার_খই লিখেছেন : কয় কি!! আমি কি ফকিন্নি? বাড়ির. উঠানে মুষ্ঠি ভইরা মিষ্টি দিবেন?

০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৮
196527
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফকিন্নি হইতে যাইবেন কিরলাইগা? উঠানে না আইলে আপনারে খূইজা পামু কেবাকইরা? খূইজা না পাইলে তাজা মিষ্টি কেবা কইরা দিমু.......?

২৭
252407
০৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৭
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। আপনার দেয়া হরেক রকমের মিষ্টি দেখে জিভে পানি এসে গেল। ভাগ্যীস শালার বিয়ে চলছে। খেয়ে তৃপ্তি মেটালাম। ধন্যবাদ ডিজিটাল মিষ্টির জন্য।

ডিজিটাল এ মিছে দাওয়াত
মিটেনাগো মনের জাল,
শব্দ ছন্দে ভাল্লাগেনা
না খাওয়ার মিছে তাল।
ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৪ রাত ১১:৩৭
196551
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শালার বিয়ে!! মানে আপনি এখন দেশে? প্রবাসী আব্দুল্লাহ শাহীন এর অবস্থা দেখেন মিষ্টি দই খাইয়া তার স্বাদ মিটেনাই! মিষ্টি দিতেই হল তাকে। মিষ্টি খাওয়ানো যে এত কঠিন আগে বুঝবার পারিনাই।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
196717
প্রবাসী মজুমদার লিখেছেন : দেশে মজা করছি। ২৩ জুলাই এসেছি। বড় দুলাভাই হিসেবে এ প্রথম শালার বিয়েতে নেতৃত্ব দিতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতা হল। একটা মেয়েকে বিদায় দেবার আনুষ্ঠানিকতা এ প্রথম খুব কাছ দেখে দেখে খুব আহত হলাম।
১৭ মার্চ ২০১৫ রাত ০৪:০৭
250381
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শালার সংসার কেমন চলতেছে খোঁজ খবর নিচ্ছেনতো?
১৭ মার্চ ২০১৫ দুপুর ১২:৫২
250406
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি এমনিতেই মিষ্টি কম খাই অভ্যসগত কারণে। তবু্ও ডিজিটাল মিষ্টির প্রতি এক ধরনের মিছে লোভ তাড়িয়ে বেড়ায় বলে মিষ্টি খুজি। ধন্যবাদ আপনাকে আমার নামে হেডিঙটা চালিয়ে দেবার জন্য। তবে আমার সুগার নেই।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৭
250433
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রশ্নের উত্তর কিন্তু পাইনি মজুমদার সাহেব।
১৯ মার্চ ২০১৫ রাত ০৩:২০
250760
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম। শ্যালকের সংসার ভাল চলছে। আমি ঈদের পরেই জেদ্দায় চলে এসেছি। ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৫ রাত ০৩:৩৩
250764
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো জেনে খুশি হলাম। এখন ব্লগে খব একটা দেখা যায়না কারন কি?
১৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৩
250894
প্রবাসী মজুমদার লিখেছেন : খুবই ব্যস্ত। নতুন একটা ট্রাভেল এজেন্সী দিচ্ছি। এ নিয়ে খুব ব্যস্ত। খুব ইচ্ছে থাকল্ওে ব্লগে আসতে অনেক কস্ট। তবু্ও চেষ্টা করছি। ধন্যবাদ।
২০ মার্চ ২০১৫ রাত ১২:০৩
250946
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শুভকামনা রহিলো!
২৮
252413
০৮ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
একজন বীর লিখেছেন : বাস্তবে আপনার পক্ষ থেকে মিষ্টি খেতে পারি আর নাই পারি তবে দোয়া করব আপনাদের দাম্পত্য জীবন যেন আমার প্রিয় মিষ্টি কুমিল্লার রসমালাইয়ের মত মিষ্টি হয়!
০৮ আগস্ট ২০১৪ রাত ১১:৪২
196552
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার এ দোয়া যেন মহান আল্লাহ কবুল করে নেন, আমিন!! আপনার জন্য সমুদ্রের ঢেউয়ের মত শুভকামনা....
২৯
252565
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৬
আতিক খান লিখেছেন : আপনাদের জন্য শুভেচ্ছা। Rose Rose
১৩ আগস্ট ২০১৪ রাত ১২:১৬
197670
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ! বিয়ের ডিজিটাল মিষ্টি খান!
৩০
253746
১২ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
১৩ আগস্ট ২০১৪ রাত ১২:১৮
197671
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : স্বাগতম আমাদের ব্লগে, ডিজিটাল মিষ্টি আপনার জন্যও.......
৩১
254705
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
মুমতাহিনা তাজরি লিখেছেন : এই পিঠাটা আমার বেশ পছন্দ । রসমলাই আর এই পিঠাটা আমাকে দিয়ে দিন আর কিচ্ছু লাগবেনা। আপনাদের নতুন জীবন সুন্দর ও সুখের হউক এই কামনা করি।

১৫ আগস্ট ২০১৪ রাত ১০:৩৪
198449
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই পিঠা অল্প খরচে বানানো যায়! ধন্যবাদ, আপনার জন্যওও শুভ কামনা
৩২
313047
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩১
ছালসাবিল লিখেছেন : আমার মিষ্টিটি কবে খাবেন ভাবী Smug Tongue আপনি যদি হ্যা বলেন তাহলেই মিষ্টির পালা Big Grin Day Dreaming
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৮
254085
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মিস্টি আপনার জন্য....... যা খুশি হাড়ি থেকে নিয়ে খান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File