আমাদের বিয়ে ও বিয়ের মিষ্টি এবং ব্লগার প্রবাসী মজুমদারের বিয়ের মিষ্টি খাওয়ার ইচ্ছে... ✔✔ আব্দুর রহিম+ নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ আগস্ট, ২০১৪, ১০:১০:৪০ রাত
প্রতিটি ব্লগারকে যদি বিয়ের মিষ্টি খাওয়াতে পারতাম আমরা দুজনই নিজেদেরকে ধন্য মনে করতাম। বাস্তবতায় সবাইকে মিষ্টি খাওয়ানো অসম্ভব একটা ব্যাপার!!
কারণ ব্লগে যত ব্লগার আছে সবাই একই এলাকা বা একই জেলার নয়। পৃথিবীর যত জায়গায় বাংলাদেশী বা বাঙ্গালী আছে যারা বাংলা ভাষাকে পছন্দ করে উদার মনে ভাব প্রকাশ করতে চাই তারা ব্লগে আসে ব্লগে এসে নিজদের অবস্থান তৈরী করে নেয়।
যদিও আমাদের বিয়ে হয়েছে বছরের কাছাকাছি সময় অতিক্রম হয়েছে, তার পরও ব্লগারদের মিষ্টি খাওয়ানোর ইচ্ছা আছে!
বিশেষ করে টুডেব্লগে প্রবাসী ব্লগারের সংখ্যা বেশী! অত্যন্ত আনন্দিত হই যখন দেখি শত কর্মব্যস্তার মাঝেও প্রবাসীরা দেশ নিয়ে চিন্তা করছে দেশের সমস্যা সম্ভাবনা নিয়ে ব্লগ লিখছে.....!
তাদের জন্য মিষ্টি কি করে পাঠাবো? (ব্লগার প্রবাসী মজুমদার) একটি মন্তব্যের মাধ্যমে মিষ্টির আলোচনার সূত্রপাত করেছেন, সেই সূত্র আমাদের আনন্দিত করেছে! ব্লগার প্রবাসী মজুমদারের প্রতি রহিল আন্তরিক ধন্যবাদ।
]
আবেদন.....
সকল ব্লগারদের প্রতি.....
যারা মিষ্টি খেতে পছন্দ করেন, বিশেষ করে বিয়ের মিষ্টি.....
তারা কার কি রকম মিষ্টি পছন্দ আমাদেরকে জানিয়ে দিন!! সময় সুযোগ পেলে আমরা যেনো মিষ্টির ব্যবস্থা করতে পারি।
বিঃদ্রঃ- যাদের সুগারের সমস্যা আছে তারা মিষ্টি খাওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন, সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
৪৭৪০ বার পঠিত, ১০১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিস্টি কুমড়োর হাকিকত বুঝা গেলো না।
হল শব্দের অর্থ বুজতে পরিনি!
কুমড়া তাদের জন্য যাদের সুগার সমস্যা আছে!
ভাই এত কথা বুঝি না। ছবির মিষ্টি আমার মজা লাগে না। আগামী মাসে দেশে আসতেছি ইনশা আল্লাহ্। তখন পার্সেল করে হলেও পাঠাবেন কিন্তু(কেউ না শুনে মাতো চুপি চুপি বললাম)
ভরতি কইরা পাঠাই দিয়েন।
পাঠাইছেন এগুলা কিতা?
খামুনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের
এগুলো সব আপনার জন্য! কাওরে দিয়েননা কয়ে দিলাম কিন্তু!!
ছোট হলে বেশি পাওয়া যায় সবকিছু
প্রবাসীরা দেহি একে অপরের সহযোগী!!
এক জন মিষ্টি দই চিনতে না পারলেও অন্য জন ঠিক কইরা ধইরা লইছে! মিষ্টি দইয়ের ঠিকানা এখানে http://174.120.152.66/~pratidin/print_news.php?path=data_files/201&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=4
উনি বুঝাতে চেয়েছেন কোন গুলি খেয়েছেন সাদা নাকি কালো মিষ্টি।
এটা যেন কোন এলাকার আঞ্চলিক ভাষা @রহিম ভাই
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আপনার জন্য মিষ্টি নেন খান।
পিলাচ এর জন্য মিষ্টি নেন খান!
আপনাকে ধন্যবাদ।
থাকলে দিন একটু চেখে দেখি
অাপনাদের সংসার মিষ্টিময় হোক।
ধন্যবাদ।
আপনি মিষ্টি না চাইলেও আমরা আপনার জন্য মিষ্টি বরাদ্দ রেখেছি!! খান, আপনার জন্য শুভকামনা।
আপনারা সুখী হন
দিলাম ইউরো মিষ্টি যা পারেন খান খেয়ে বাকী ইউরো ফেরৎ দিয়ে দিয়েন!!
ডিজিটাল এ মিছে দাওয়াত
মিটেনাগো মনের জাল,
শব্দ ছন্দে ভাল্লাগেনা
না খাওয়ার মিছে তাল।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন