তোমার এই ভালোবাসা, নমনিয়তা, আন্তরিকতা, পরামর্শ, শান্তনা, চাই.. আমি চাই...ই যুগ যুগ। ✔✔✔ নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ আগস্ট, ২০১৪, ১০:৪৫:৪৩ সকাল
তুমি আমাকে এতটুকু ভালোবাসো বুঝতে দাওনি কখনো কি অপরাধ ছিল আমার?
তোমার ভালোবাসা টুকু বুঝতে পেরে সরে গেল সরে গেল মনে ছিলো যত আঁধার!!
এত ভালোবাসো!! এতো ভালোবাসার প্রতিদান বলো হে প্রিয় দেবো কি করে??
ভালোবাসার প্রতিদানে নিও ভালোবাসা, করি দোয়া কখনো কেঁদোনা যেনো আঘাতে একলা অবসরে।
জীবন যুদ্ধে ঝড় ঝাপটা যতই আসুক সাথে যেন থাকতে পারি হে প্রিয় দিও আমাকে সেই সুযোগ,
তোমার এই ভালোবাসা, নমনিয়তা, আন্তরিকতা, পরামর্শ, শান্তনা, চাই.. আমি চাই...ই যুগ যুগ।
বিষয়: বিবিধ
১৭৬৭ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথা গুলো বুঝলেই হলো। পদ্য গদ্য নিয়ে কি হবে।
মনে হয়না এখানে ক্ষতিকর কিছু আছে, যদি তেমন কিছু দেখি সুধরে নেব নিজেকে।
ভাল বাসার খুব অভাব!
যখন বর কনে এক সোফাতে বা পাশাপাশি চেয়ারে বসে এবং সবাই একে একে আসে ফটোসেশনে , সে সময়েরই কথা এগুলো ।
মানে, বিয়ে যদি সন্ধ্যা ৮-৮.৩০ টার দিকে পড়ানো হয়ে যায় , এটা সম্ভবত খাওয়া দাওয়ারও পরের কথা । হিসেব মতে রাত ১০-১০.৩০টা হবার কথা ।
তার মানে , আর ২-৩টা পোস্ট বাদেই কাঙ্খিত সেই পোস্ট আসার সমূহ সম্ভাবনা আছে
বাই দ্যা ওয়ে . এই পোস্ট তো দিয়েছে নূর আয়েশা । আব্দর রহমানের তরফ থেকেও এই সময়ের অনুভুতি নিয়ে আরেকটা সেইম টাইপ পোস্ট আসবে ।
এর পরেই আসবে .......
http://istishon.com/node/9083#
মন্তব্য করতে লগইন করুন