Rose Rose RoseThumbs Up Thumbs Up তোমার মত মানসিকতার জীবন সঙ্গীনি পেয়ে মহান আল্লাহর কাছে হাজার হাজার আলহামদুলিল্লাহ...... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ আগস্ট, ২০১৪, ১২:২৯:৪০ রাত

তোমার প্রকাশ ভঙ্গিমা দেখে ইর্ষান্বিত না হয়ে পারলাম না! সুযোগ পেয়েই তুমি প্রমাণ করেছ!



আমাকে দিয়েছ সম্মান। তোমার মানসিকতা প্রকাশ করে করেছ আমাকে ঋণী! মানসিকতা ধরে রাখায় হবে ভালবাসার ভবিষ্যতের জন্য দিখ নির্দেশনা।

আমিও তোমার ঐ মনের ভাবভঙ্গিমার সাথে ঐক্যমত পোষন করছি। তোমার মানসিকতার মত মানসিকতা বর্তমান সময়ের পচনশীল সমাজে কয়জনেরই বা আছে?

আসলে তোমার কাজ দেখেছি, কিন্তু মনটা পুরোপুরি ভাবে বুঝতে পারিনি! তুমি লিখার সুযোগ পেয়ে অল্প কথায় তোমার মনটা প্রকাশ করেছ আমার সামনে।

ধন্যবাদ,

সুন্দর আগামীর জন্য আমারও চেষ্টা থাকবে!! হে আল্লাহ্ আমাদের জীবনকে সৎভাবে অতিবাহিত করার তৈফিক দান করুন। আমিন, ছুম্মা আমিন।

বিঃদ্রঃ- উপরের লেখাটি আমার স্ত্রীর লেখার প্রতি উত্তর!! লেখাটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9615/nor15/50572#.U9_bF8uoVAg

বিষয়: বিবিধ

১৪৬৩ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251021
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:৫১
সজল আহমেদ লিখেছেন : (চুম্মা!)?
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:০১
195240
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বুঝিয়ে বলেন প্লিজ বুঝতে পারিনি!
০৫ আগস্ট ২০১৪ রাত ০২:০৯
195249
সজল আহমেদ লিখেছেন : ভাইয়া উপরের লেখাটা টাইপ করার সময় আপনার ভুল হয়েছে তাই ছুম্মা রেখে চুম্মা লিখা এসেছে।
যেটা শুনতে কেমন যেন লাগে ।
টাইপ করলে একটু আধটু সবারই ভুল হয় এটা কোন ব্যাপারইনা তবে এটা কেমন যেন লাগল আমার কাছে ।সময় পেলে এডিট করে নিবেন।
ধন্যবাদ ভাল থাকুন ।
আপনাদের সংসার আল্লাহ্ পাক সর্বদা সুখ শান্তিতে ভরপুর করুন ।
251031
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:০৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:১৬
195244
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য।
251043
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:৫০
সজল আহমেদ লিখেছেন : ভাইয়া উপরের লেখাটা টাইপ করার সময় আপনার ভুল হয়েছে তাই ছুম্মা রেখে চুম্মা লিখা এসেছে।
যেটা শুনতে কেমন যেন লাগে ।
টাইপ করলে একটু আধটু সবারই ভুল হয় এটা কোন ব্যাপারইনা তবে এটা কেমন যেন লাগল আমার কাছে ।সময় পেলে এডিট করে নিবেন।
ধন্যবাদ ভাল থাকুন ।
আপনাদের সংসার আল্লাহ্ পাক সর্বদা সুখ শান্তিতে ভরপুর করুন ।
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:৫৬
195247
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, আসলে ভুল সবাই ধরিয়ে দিতে পারেনা! অনেকে আছে ভুল দেখে চুপিচুপি হাসে! বলার সাহস করেনা!

আপনার জন্যও শুভকামনা।
০৫ আগস্ট ২০১৪ রাত ০২:০৯
195248
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।ভাবিকে উইশ করে এলাম ।
251051
০৫ আগস্ট ২০১৪ রাত ০২:১৬
বাজলবী লিখেছেন : অামিন। জাযাকাল্লাহ খাইর।
০৫ আগস্ট ২০১৪ রাত ০২:২২
195250
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
251059
০৫ আগস্ট ২০১৪ রাত ০২:৫৬
কথার_খই লিখেছেন :
দুজনের লেখায় ভালবাসার সুর!!!দুইজনই সুন্দর লিখেছেন ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:০২
195297
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, শুভকামনা।। Smug
251067
০৫ আগস্ট ২০১৪ রাত ০৪:০১
বুড়া মিয়া লিখেছেন : কঠিন!!!

নতুন বিয়া হইলে আগে শুনতাম – বনে-বাদারে, ক্ষেতের আইলে বা সড়কের ধারে, ডোবা-নালার নয়তো দোকানের পাশে গিয়া দুজন-দুজনার হয়ে এগুলা বলে। এখন দেখতেছি ব্লগেও!

আসলেই নতুন বিয়া হইলে সবাই সেন্সলেস হইয়া যায়! বেশী পাম দিয়েন না – পরে কিন্তু “ফাইট্টা যায়” অবস্থা হইবো।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:০০
195293
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্দ বলেন নাই, দেখি আগামিতে কি হয়, ধন্যবাদ আপনাকে, কড়া মন্তব্যের জন্য!
251111
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:১২
হতভাগা লিখেছেন : বিঃদ্রঃ- উপরের লেখাটি আমার স্ত্রীর লেখার প্রতি উত্তর!! লেখাটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন

০ একই নাম নিয়ে স্বামী স্ত্রী দুইজনই ব্লগিং করছেন ! ভেরি ইন্টারেস্টিং !

আপনারা স্বামী-স্ত্রী একই নামে ব্লগিং করে আমাদের সাথে আপনাদের পারষ্পরিক মিল মোহব্বত শেয়ার করছেন - খুব ভাল ।

আপনাদের মাঝে আর যা যা ঘটে সব কিছু আমাদের আপডেট করবেন , ভিন্ন ভিন্ন ভাবে । একই জিনিসের ব্যাপারে একবার নূর আয়েশা বর্ণনা করবেন তার অনূভুতি , আরেকবার বর্ণনা করবেন আব্দুর রহিম - যেমনটা এবার করেছেন ।

০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:১৮
195304
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সব কিছু শেয়ার করা হয়তো কঠিন হবে! তবে ভাল দিখ গুলো আলোচনায় প্রধান্য পাবে। যাতে ব্লগীং আনন্দ ঘন হয়। ধন্যবাদ আপনাকে! দেখি কত টুকু......
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:২২
195385
হতভাগা লিখেছেন : ভাল - মন্দ মিলিয়েই মানুষ । তাই একজনকে জাজ করতে হলে বা তার ব্যাপারে ভালভাবে জানতে হলে - দুই সাইডই জানানো উচিত , কি বলেন ?
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৯
195403
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সহমত দেখি কতটুকু আগানো যায়! শুভকামনা আপনার জন্য।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৪
195441
হতভাগা লিখেছেন : কমেন্ট দুটি কি একেক জন পালা করে দিয়েছেন ?
251114
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৬
প্রেসিডেন্ট লিখেছেন : শুভকামনা রইল। Rose Rose Rose
তবে ঘরের বিষয় এভাবে বাইরে প্রকাশ করতে নেই। নতুন বিয়ে হয়তো। ন্যাকামি আর আদিখ্যেতা এড়িয়ে চলুন। কথাটি আপনাদের ভালোর জন্যই বললাম। আবারো শুভকামনা।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫০
195318
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঘরের বিষয়, আপনাদের পরামর্শ আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলবে এটাই প্রত্যাশা। ধন্যবাদ।
251189
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪২
আমি মুসাফির লিখেছেন : সকলের পরামর্শ আপনাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলবে এটাই প্রত্যাশা। ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৩
195414
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের ব্লগে আসার জন্য ধন্যবাদ
১০
251227
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
সালেহ মাহমুদ লিখেছেন : খুবই ভালো লাগলো লেখাটি।
০৫ আগস্ট ২০১৪ রাত ১১:২২
195499
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, <:-P
১১
251243
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : নব যাত্রা? আল্লাহ আপনাদের যাত্রা শুভ করুন। আপনাদের লেখা আগেরটাও পড়েছি। যথেষ্ট আবেগানুভূতি মিশ্রিত লেখা।

শুধু নিজেদেরকে নিয়ে লিখলে কি চলবে? Happy
০৫ আগস্ট ২০১৪ রাত ১১:২৪
195500
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজেদের নিয়ে লিখবো আপাতত! পরে অন্যান্য বিষয় নিয়ে লিখব, আশা করি সাথে থাকবেন! শুভকামনা আপনার জন্য।
১২
251292
০৫ আগস্ট ২০১৪ রাত ১১:৫১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনারা দুই আইডি করতে পারতেন।
অনেক ভালো লাগতেছে আপনাদের ভালবাসা দেখে
০৬ আগস্ট ২০১৪ রাত ১২:৩৬
195508
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দুই আইডি করলে হয়তো অনেক ভালো লাগতোনা আপনার!! আমরা ব্লগে আনন্দ পাচ্ছি! শুভকামনা আপনার জন্য।
১৩
251536
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩২
প্রবাসী মজুমদার লিখেছেন : বলা নেই, কওয়া নেই, দাওয়াত নেই, ডিজিটাল মিষ্টিও নেই। আমাদের না জানিয়ে বিয়ে, আবার কবিতা। খালি মুখে কেমন জানি লাগে। অন্তত দুচারটা ডিজিটাল মিস্টির ডাব্বা দিলে কি হয়। নাইবা খেলাম। তবুও মনকে বলতাম, কথা কম। দেখে থাক। সব বিয়েতে খাওয়ার ভাগ্য হয়না।

কার সাথে কার বিয়ে। হঠাত কেন জানি আবার...।তবুও নব জীবনে পাল তোলা এ নৌকা জীবনের অথৈ সাগার পাড়ি দিয়ে তীরে ভীড়ুক, গড়ে উঠুক উলঙ্গ সভ্যতার উপর ফাতিমার উত্তরসুরীর জান্নাতি ঘর, সে দোয়া থাকল।
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৫৩
196257
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগে মিষ্টির ঢল চলতেছে আপনি গেলেন কই? এই লন আপনার মিষ্টি.......

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9615/nor15/50872#.U-O8sMuoVAg
১৪
251540
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বেডা আগে নাকি বেডি আগে বুঝলাম না, তবে এখানে তো দেখনি বেডির নামডাই আগে আছে।
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:২৯
195893
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি এখানে গুরে আসতে পারেন! মন্তব্য গুলোতে চোখ রাখেন উত্তর খূঁজে পাবেন আাশা করি!! http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9615/nor15/50523#.U-KBjsuoVAg

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File