তোমার মত মানসিকতার জীবন সঙ্গীনি পেয়ে মহান আল্লাহর কাছে হাজার হাজার আলহামদুলিল্লাহ...... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ আগস্ট, ২০১৪, ১২:২৯:৪০ রাত
তোমার প্রকাশ ভঙ্গিমা দেখে ইর্ষান্বিত না হয়ে পারলাম না! সুযোগ পেয়েই তুমি প্রমাণ করেছ!
আমাকে দিয়েছ সম্মান। তোমার মানসিকতা প্রকাশ করে করেছ আমাকে ঋণী! মানসিকতা ধরে রাখায় হবে ভালবাসার ভবিষ্যতের জন্য দিখ নির্দেশনা।
আমিও তোমার ঐ মনের ভাবভঙ্গিমার সাথে ঐক্যমত পোষন করছি। তোমার মানসিকতার মত মানসিকতা বর্তমান সময়ের পচনশীল সমাজে কয়জনেরই বা আছে?
আসলে তোমার কাজ দেখেছি, কিন্তু মনটা পুরোপুরি ভাবে বুঝতে পারিনি! তুমি লিখার সুযোগ পেয়ে অল্প কথায় তোমার মনটা প্রকাশ করেছ আমার সামনে।
ধন্যবাদ,
সুন্দর আগামীর জন্য আমারও চেষ্টা থাকবে!! হে আল্লাহ্ আমাদের জীবনকে সৎভাবে অতিবাহিত করার তৈফিক দান করুন। আমিন, ছুম্মা আমিন।
বিঃদ্রঃ- উপরের লেখাটি আমার স্ত্রীর লেখার প্রতি উত্তর!! লেখাটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9615/nor15/50572#.U9_bF8uoVAg
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেটা শুনতে কেমন যেন লাগে ।
টাইপ করলে একটু আধটু সবারই ভুল হয় এটা কোন ব্যাপারইনা তবে এটা কেমন যেন লাগল আমার কাছে ।সময় পেলে এডিট করে নিবেন।
ধন্যবাদ ভাল থাকুন ।
আপনাদের সংসার আল্লাহ্ পাক সর্বদা সুখ শান্তিতে ভরপুর করুন ।
যেটা শুনতে কেমন যেন লাগে ।
টাইপ করলে একটু আধটু সবারই ভুল হয় এটা কোন ব্যাপারইনা তবে এটা কেমন যেন লাগল আমার কাছে ।সময় পেলে এডিট করে নিবেন।
ধন্যবাদ ভাল থাকুন ।
আপনাদের সংসার আল্লাহ্ পাক সর্বদা সুখ শান্তিতে ভরপুর করুন ।
আপনার জন্যও শুভকামনা।
দুজনের লেখায় ভালবাসার সুর!!!দুইজনই সুন্দর লিখেছেন ধন্যবাদ
নতুন বিয়া হইলে আগে শুনতাম – বনে-বাদারে, ক্ষেতের আইলে বা সড়কের ধারে, ডোবা-নালার নয়তো দোকানের পাশে গিয়া দুজন-দুজনার হয়ে এগুলা বলে। এখন দেখতেছি ব্লগেও!
আসলেই নতুন বিয়া হইলে সবাই সেন্সলেস হইয়া যায়! বেশী পাম দিয়েন না – পরে কিন্তু “ফাইট্টা যায়” অবস্থা হইবো।
০ একই নাম নিয়ে স্বামী স্ত্রী দুইজনই ব্লগিং করছেন ! ভেরি ইন্টারেস্টিং !
আপনারা স্বামী-স্ত্রী একই নামে ব্লগিং করে আমাদের সাথে আপনাদের পারষ্পরিক মিল মোহব্বত শেয়ার করছেন - খুব ভাল ।
আপনাদের মাঝে আর যা যা ঘটে সব কিছু আমাদের আপডেট করবেন , ভিন্ন ভিন্ন ভাবে । একই জিনিসের ব্যাপারে একবার নূর আয়েশা বর্ণনা করবেন তার অনূভুতি , আরেকবার বর্ণনা করবেন আব্দুর রহিম - যেমনটা এবার করেছেন ।
তবে ঘরের বিষয় এভাবে বাইরে প্রকাশ করতে নেই। নতুন বিয়ে হয়তো। ন্যাকামি আর আদিখ্যেতা এড়িয়ে চলুন। কথাটি আপনাদের ভালোর জন্যই বললাম। আবারো শুভকামনা।
শুধু নিজেদেরকে নিয়ে লিখলে কি চলবে?
অনেক ভালো লাগতেছে আপনাদের ভালবাসা দেখে
কার সাথে কার বিয়ে। হঠাত কেন জানি আবার...।তবুও নব জীবনে পাল তোলা এ নৌকা জীবনের অথৈ সাগার পাড়ি দিয়ে তীরে ভীড়ুক, গড়ে উঠুক উলঙ্গ সভ্যতার উপর ফাতিমার উত্তরসুরীর জান্নাতি ঘর, সে দোয়া থাকল।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9615/nor15/50872#.U-O8sMuoVAg
মন্তব্য করতে লগইন করুন