আমরা জয়ী হতে চাই জীবন যুদ্ধে সুখে দুঃখে ওর হাতে হাত রেখে নির্ভয়ে। ✔✔নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ আগস্ট, ২০১৪, ০৯:৩২:০৮ রাত
মন খারাপের মূহুর্ত গুলো কাটানোর চেষ্টা করি দুজনে মিলে মিশে,
মনকে ভালোতে পেরানোর উদ্দেশ্যে আমি আর তিনি অল্প কথার রেশ ধরে হাসি অনায়াসে।
মন খারাপ থাকবে কেন যখন আমরা একে অন্যের সুখ অসুখ সুবিধা অসুবিধা দেখতে শুনতে বদ্ধপরিকর?
আমি থাকতে চাই চিন্তা চেতনা সহযোগিতায় বুঝে শুনে তাহার ভালবাসার গভীরতায় অনড়।
আমি অন্য মনস্ক হতে চাইনা চাই সংসারটাকে সাজাতে দুজনের মতামতের সমন্বয়ে,
ইনশাআল্লাহ আমরা পারবো দুজনে মিলে সচেতনতার স্রোত ধরে রেখে আগামীর পথে,
বিচ্ছিন্ন হবোনা আমরা শয়তান, মানুষ শয়তান অথবা কোন জিন শয়তানের আঘাতে।
বিষয়: বিবিধ
১৮০০ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই হোক প্রথম কথা আপনাদের---
আমরা ঐক্যের সিকড়ে পৌঁছে যেতে চাই!
আপনার দোয়া কামনা করি.....
ধন্যবাদ।
আমরা পরিবর্তন চাই হার জিতে, আমি মনে করি আমরা যেই জিতিনা কেন দুজনের জিত!
দোয়া করবেন আমাদের এ মানসিকতা যেন ধরে রাখতে পারি।
শুধু লেখায় নয় যেন আমরা বাস্তববাদী হতে পারি সেই প্রার্থনা মহান আল্লাহর কাছে।
ধন্যবাদ আপনাকে,
মন খারাপ থাকবে কেন যখন আমরা একে অন্যের সুখ অসুখ সুবিধা অসুবিধা দেখতে শুনতে বদ্ধপরিকর? ধন্যবাদ শুভকামনা
আপনাদের সামনে যত বাধাই আসুক তা পার করতে সহজ হবে।
সবার জীবন হোক সুন্দর, সুখে ভরে উটুক প্রতিটি মানুষের মন। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।
আল্লাহ্ আপনাদের সংসারে সুখ শান্তিতে ভরপুর করে দিক ।
আমীন !
দোয়া রইলো যেন আপনাদের দাম্পত্য-জীবন সুখময় হয়।
তবে ঘরের বিষয় এভাবে বাইরে প্রকাশ করতে নেই। নতুন বিয়ে হয়তো। ন্যাকামি আর আদিখ্যেতা এড়িয়ে চলুন। কথাটি আপনাদের ভালোর জন্যই বললাম। আবারো শুভকামনা।
মন্তব্য করতে লগইন করুন