শিরোনামহীন
লিখেছেন লিখেছেন ক্রেজি ব্লগার ০৫ আগস্ট, ২০১৪, ১১:৩৯:৩৩ রাত
মখার ফিজিক্স থিওরির
আলোকে এবারে নৌমন্ত্রীর বক্তব্য এমন
প্রত্যাশা করছিলাম....
"পানিতে বিশাল আকৃতির বিরোধী দলীয় মাছ
লঞ্চে ধাক্কার ফলে লঞ্চটা ডুবে যায়" ! যাহ
শালা ট্রল বানানো হলনা
লঞ্চ ডুবির ঘটনায় নৌমন্ত্রীর খালাতো বোনের
তিন মেয়েও লঞ্চে ছিল। তাদের নাম স্বর্ণা,
হীরা ও লাকি।
এর মধ্যে Z.H Shikdar Women's Medical
College &hospital এর এমবিবিএস এর
শিক্ষার্থী হীরাকে নিয়ে আমার
ফ্রেন্ডলিস্টের এক আপু গতকাল স্টাটাস
দিছে যিনি উনার বান্ধবি। আপুর অশ্রুশিক্ত স্টাটাস
দেখে নিজের কাছে খারাপ লাগলো।
আজ নৌমন্ত্রীর আত্মীয় হওয়ার খবর
শুনে একটা পৈশাচিক আনন্দ অনুভুত হচ্ছে। উনার
আত্মীয় মারা গেছে তাই তিনি চোখের জল
ফেলে সংবাদিকদের কাছে উপস্থাপন
করেছেন। আরও কত হাজার হাজার হীরা,
মুক্তা আর স্বর্ণা মারা যায় সে খবর
কি উনারা রেখেছেন? তারা তো অন্য দলের
উপর দোষ চাপিয় দিয়েই দায়িত্ব শেষ করেন।
উনারা আসলে এসব বুঝবেন কিভাবে?
মারা তো আর উনার সন্তানরা যায়না!
এইবার বুঝুন একেকটি হীরা হারানোর
ব্যাথা কতটুকু!
কিভাবে বাবা মা একেকটি হীরাকে হারিয়ে বেঁচে থাকেন।
ঠেলাঠেলির রাজনীতি বাদ দিয়া সুস্থ
রাজনীতিতে আসুন। যিনিই ক্ষমতায় আসুননা কেন!
আমরা চাই ভালোভাবে বেঁচে থাকা।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা! কিন্তু আজ পর্যন্ত দেখলাম না এ বিচ্ছেদ রোধে কোন কার্যকর পদক্ষেপ!
মন্তব্য করতে লগইন করুন