ব্লগ জীবনের সূত্রপাত

লিখেছেন লিখেছেন প্রকৌশলি ১৯ জুলাই, ২০১৪, ০৯:৫৯:৩৪ রাত

আস্সালামুয়ালাইকুম । ব্লগ দুনিয়ায় আজকে প্রথম পথ চলা ।আসলে ব্লগ জিনিসটা কি সেটা কখনো বুঝতাম না ।ব্লগ নামটি আমার চোখে প্রথম ফুটে ওঠে তখন ব্লগার রাজীবকে হত্যা করা হয় ।মূলত তখন থেকেই আমার মনে একটা ইচ্ছার বীজ বপন হয় ।যে আসলে ব্লগ জিনিসটা কি ?এখানে সবাই কি করে ?আরও নানা ধরনের প্রশ্ন জাগে ।আসলে অনলাইন এক্টিভিটি আমি ফেসবুক থেকে শুরু করি ।ওখানে অনেকের সাথে পরিচয় হয় ।এক বড় আপুও আমাকে ব্লগে লিখার জন্য উত্‍সাহিত করেন । আমার তখন ব্লগ ছিল না ।আপু বলেছিল আমি এখন ব্লগে লিখি না আমার ব্লগটা তোকে দিয়ে দেই ।আমি তখন আপুনে করেছিলাম এই ভেবে নিজে ব্লগে একাউন্ট খোলে তারপর এখানে লিখালিখি করব ।আসলে ব্লগে আনেকে অনেক সাইড নিয়ে লেখে ।আমি কি নিয়ে লিখব সেটা চিন্তা করিনি ।যাই লিখি ভাল লিখার চেষ্টা করব :-) ।নতুন হিসেবে আপনাদের কাছে সাহায্য প্রার্থী ।

বিষয়: বিবিধ

৮২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File