১৫-ই আগস্ট কি বাংলাদেশী মানুষের শোকের দিন, নাকি মুক্তির দিন ?

লিখেছেন লিখেছেন ছাপোষা ০৭ আগস্ট, ২০১৪, ০৩:২৮:৪৪ দুপুর

ক্রিং ক্রিং ক্রিং .....

রাত ১১.১৪ মি:, এক নাগারে মোবাইল ফোনটা বেজে যাচেছ........ধরতে ইচ্ছে করছে না । মেজাজটা খারাপ । ঘুম ধরছে না । প্রচন্ড গরম। ফ্যানের বাতাসও মরুভূমির লু হাওয়ার মত (আমি কখনও মরুভূমিতে যাইনি) গায়ে বিধতেছে । গায়ে চিটচিটে ঘাম, বিছানার সাথে লেগে যাচেছ । বিছানার সাথে লাগানো শরীরে প্রচন্ড জোড়ে কে যেন কামড়াচেছ । আহ! কি তীব্র ব্যাথা ! লাফ দিয়ে উঠে পড়লাম । মশার কামর কি এত ব্যাথা লাগে? লাইট জালালাম, ওহ! ছারপোকা পেলাম । রিমোট নিয়ে, TV ছারলাম । বাসার মেইন বস (গিন্ণী) না থাকায়, অপূর্ব সুযোগ মনে করে বাংলাদেশী Chanel দেখা শুরূ করলাম । কয়েকটি Chanel দেখার পর, একটা জিনিস খেয়াল করলাম । একটা কালো ব্যাজ । কেন? ১৫ই আগস্ট জনাব শেখ মুজিব সাহেবকে হত্যা করা হয়েছে, এজন্যে?? (আমি যেকোন ধরনের বিচার বর্হিভূত হত্যাকান্ডের বিরোধি।) কিন্তু উনিতো তার, তার ছেলের, তার পরিবারের, তার নেতা কর্মীর পাপের (ধর্ষণ, হত্যা, ব্যংক লুট, ডাকাতি, দখল, গুদামে আগুন ইত্যাদি) প্রায়শ্চিত করেছেন । তার কাছে বিচার নিয়ে গেলে, তার কোন কর্ণপাত করেননি, বরং অহংকার করে তাড়িয়ে দিযেছেন। দেশটা ধ্বংশের শেষ প্রান্তে গিয়েছিল । তিনি নিহত হওয়ার পর শুনেছি (শুনেছি এজন্যে বলা আমার জন্ম ১৯৮২ সালে) মানুষ মিষ্টি বিতরণ করেছে । হাতেগোণা গুটিকয়েক লোক নামাজে জানাজা পড়েছিল । (একটু ভাবুন ১৯৭১ সালের ৭ ই র্মাচ, রেসকোর্স ময়দান !!! কত লাখ লোক, তার জন্য জীবন দিতে পারে??) ১ মা্্র কাদের সিদ্দীকী ছাড়া কেউ প্রতিবাদ করেনি। মানুষ মুক্তি পেয়েছিল, নতুন করে বাচতে শিখছিল ১৫ই আগস্টের পর । দু:খজনক হলেও, নির্মম সত্যি ।।।।।

বিষয়: রাজনীতি

১৩৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251951
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪১
Sada Kalo Mon লিখেছেন : Happy>- Happy>- Happy>- Thumbs Up Thumbs Up Thumbs Up Applause Applause Applause
251957
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫০
হতভাগা লিখেছেন : সে সময় যারা খুশিতে মিষ্টি বিতরন করেছে তারা আজ দৌড়ের উপ্রে আছে ।

১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
196144
কাজি সাকিব লিখেছেন : Tongue Tongue Tongue তাই বুঝি হতভাগা ভাই? ইনু-মিনু-মুতিয়া আর তুপায়েলেরা বুঝি আজ সত্যি দৌড়ের উপর আচে!
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৪২
196206
হতভাগা লিখেছেন : মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা আসছে । এ নিয়ে কাকে জানি প্রধান করে একটা কমিটি গঠন করা হয়েছে ।
251961
০৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৭
ছাপোষা লিখেছেন : @হতভাগা: স্যার, ব্লগে কমেন্টস করার জন্যে ধণ্যবাদ ।আপনি যার ছবি লাগিয়েছেন, আমি তার একনিস্ঠ ভক্ত ।স্যার, গাড়ি যখন চলে সময়ের সাথে চাকার একপ্রান্ত উপরে উঠে এবং অন্যপ্রান্ত নিচে নামে - এটাই নিয়ম ।আজকে যারা দৌড়ের উপ্রে আছে, তারা যে সামনে দৌড়ের উপ্রে রাখবে না? তার গ্যারান্টি আমি, আপনি, কেউ দিতে পারিনা । ধণ্যবাদ ।
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৪১
196205
হতভাগা লিখেছেন : ভাইরে , ঈদের পর কি যেন শুরু করার কথা ! কোন খবরও তো নাই । ঈদ পার হয়ে গেছে ৮-৯ দিন হয় ।

দৌড়ানি চলবে....
251963
০৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২০
ছাপোষা লিখেছেন : @হতভাগা: স্যার, আর একটা কথা আমি ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস না মানলেউ উল্লসিতও নই ।
252001
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
নূর আল আমিন লিখেছেন : মুক্তির দিবস
252003
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২০
কাজি সাকিব লিখেছেন : Happy Happy Happy Happy
252027
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : নিঃস্বন্দেহে মুক্তির দিন । এবং এর সাথে শিক্ষা দিবস পালন করলে জাতী উপকৃত হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File