১৫-ই আগস্ট কি বাংলাদেশী মানুষের শোকের দিন, নাকি মুক্তির দিন ?
লিখেছেন লিখেছেন ছাপোষা ০৭ আগস্ট, ২০১৪, ০৩:২৮:৪৪ দুপুর
ক্রিং ক্রিং ক্রিং .....
রাত ১১.১৪ মি:, এক নাগারে মোবাইল ফোনটা বেজে যাচেছ........ধরতে ইচ্ছে করছে না । মেজাজটা খারাপ । ঘুম ধরছে না । প্রচন্ড গরম। ফ্যানের বাতাসও মরুভূমির লু হাওয়ার মত (আমি কখনও মরুভূমিতে যাইনি) গায়ে বিধতেছে । গায়ে চিটচিটে ঘাম, বিছানার সাথে লেগে যাচেছ । বিছানার সাথে লাগানো শরীরে প্রচন্ড জোড়ে কে যেন কামড়াচেছ । আহ! কি তীব্র ব্যাথা ! লাফ দিয়ে উঠে পড়লাম । মশার কামর কি এত ব্যাথা লাগে? লাইট জালালাম, ওহ! ছারপোকা পেলাম । রিমোট নিয়ে, TV ছারলাম । বাসার মেইন বস (গিন্ণী) না থাকায়, অপূর্ব সুযোগ মনে করে বাংলাদেশী Chanel দেখা শুরূ করলাম । কয়েকটি Chanel দেখার পর, একটা জিনিস খেয়াল করলাম । একটা কালো ব্যাজ । কেন? ১৫ই আগস্ট জনাব শেখ মুজিব সাহেবকে হত্যা করা হয়েছে, এজন্যে?? (আমি যেকোন ধরনের বিচার বর্হিভূত হত্যাকান্ডের বিরোধি।) কিন্তু উনিতো তার, তার ছেলের, তার পরিবারের, তার নেতা কর্মীর পাপের (ধর্ষণ, হত্যা, ব্যংক লুট, ডাকাতি, দখল, গুদামে আগুন ইত্যাদি) প্রায়শ্চিত করেছেন । তার কাছে বিচার নিয়ে গেলে, তার কোন কর্ণপাত করেননি, বরং অহংকার করে তাড়িয়ে দিযেছেন। দেশটা ধ্বংশের শেষ প্রান্তে গিয়েছিল । তিনি নিহত হওয়ার পর শুনেছি (শুনেছি এজন্যে বলা আমার জন্ম ১৯৮২ সালে) মানুষ মিষ্টি বিতরণ করেছে । হাতেগোণা গুটিকয়েক লোক নামাজে জানাজা পড়েছিল । (একটু ভাবুন ১৯৭১ সালের ৭ ই র্মাচ, রেসকোর্স ময়দান !!! কত লাখ লোক, তার জন্য জীবন দিতে পারে??) ১ মা্্র কাদের সিদ্দীকী ছাড়া কেউ প্রতিবাদ করেনি। মানুষ মুক্তি পেয়েছিল, নতুন করে বাচতে শিখছিল ১৫ই আগস্টের পর । দু:খজনক হলেও, নির্মম সত্যি ।।।।।
বিষয়: রাজনীতি
১৩৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস
দৌড়ানি চলবে....
মন্তব্য করতে লগইন করুন