শিক্ষাই জাতির মেরুদন্ড... আমাদের শিক্ষা ব্যবস্থা কি শিখাচ্ছে!!!!
লিখেছেন লিখেছেন দিয়া বৃষ্টি ২৩ জুলাই, ২০১৪, ০৬:০১:৩১ সন্ধ্যা
এই শিক্ষা কখনো জাতির মেরুডন্ড হতে পারে না !!!
অষ্টম শ্রেনীর ছাত্র ছাত্রীদের যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে । বইটির নাম নিজেকে জানো ’ "
এদের ছাত্র ছাত্রীদের চরিত্রের দায়বার কে নেবে ?? নিজে ভাবুন এবং আপনার ছোট ভাই বোনদের কথা ভাবুন " এই বইয়ের কিছু লেখা নিচে দেওয়া হলো ,, প্রথম মিলনে কি সব মহিলার রক্ত পড়বে? । , কিভাবে বয়স বাড়ার সাথে সাথে ছেলেমেয়েরা পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে । ,
‘বিয়ের আগে কেউ কেউ কনডম বা খাবার বড়ি ব্যবহার করে । , ‘সতী পর্দা কি জানতে চাই? । , নারী-পুরুষের স্পর্শকাতর অঙ্গের নাম উল্লেখ করে এমন খোলামেলাভাবে আলোচনা করা হয়েছে । , ‘অনেকের সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠলে তা ক্ষতিকর। এরকম হলে কিভাবে নিরাপদ থাকা যায়?’ এখানেও লেখা হয়েছেÑ অনেকের সাথে দৈহিক সম্পর্ক থাকলে কনডম ব্যবহার খুবই জরুরি।
বইটিতে যৌনমিলন অধ্যায় আলোচনার আগে কিভাবে বয়স বাড়ার সাথে সাথে ছেলেমেয়েরা পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, সে আকর্ষণ এবং ভালোলাগা প্রকাশের উপায় কী সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ ছাড়া যৌন অনুভূতি প্রকাশের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করা হয়েছে। , । একটি বার চিন্তা করুন ...
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন