পাখি(সংগ্রহীত)

লিখেছেন লিখেছেন ইঞ্জিনিয়ার মুবিন ২৪ জুলাই, ২০১৪, ০৪:৩৪:৪৫ বিকাল

পাখি ড্রেস

নিয়ে কবিতা

.

সাথী তুমি রাগ করোনা,

খোল তোমার আখি;

তোমার জন্য আনবো কিনে,

নতুন জামা পাখি ।

স্টার জলসা দেইখা যখন,

হইছ ঈমান হারা;

জানি এখন ঘুম হবেনা,

পাখি জামা ছাড়া।

কি লাভ হবে একা বলো,

তোমায় দোষী করে;

পাখি জামা না পাওয়াতে,

একটা গেছে মরে।

একটায় দিছে স্বামী তালাক,

হইছে অন্যের বধু;

হায়রে মরার পাখি জামা,

জানিস কত জাদু ।

যে জামাটা লাগবে সদায়,

দ্বীন ধর্মের কাজে;

সে জামাটা যায়না পাওয়া,

কোন নারীর মাঝে ।

হায়রে নারী পর্দা ছাড়ি,

ছুটছ কিসের পিছে;

একটা কথা মনে রেখো,

এই দুনিয়া মিছে ।

সময় থাকতে ওহে নারী,

কর খোদার কাম;

না হয় শেষে ভাগ্যে তোমার,

মিলবে জাহান্নাম।

বিষয়: বিবিধ

৮৮০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250257
০২ আগস্ট ২০১৪ রাত ১০:০১
আফরা লিখেছেন : শেয়ারের জন্য ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File