তেলআবিবে স্মৃতিসৌধ
লিখেছেন লিখেছেন ইঞ্জিনিয়ার মুবিন ২২ জুলাই, ২০১৪, ০৯:১৪:০৫ রাত
বিশ্ব যখন নাক ডাকিয়ে
ঘুমের ঘোরে কাতর
ফিলিস্তিনে মানবতা
শোকসাগরে পাথর।
ইসরাইলী শুয়োরগুলো
মারছে বোমা নির্বিচার
মানবতার ধ্বজাধারী
ভণ্ডরা আজ নির্বিকার।
মুসলমানী নাম নিয়ে ওই
শাসকগুলো পা' চাটে
শত্রু চেনে রাত হলে ফের
খায় যে পানি এক ঘাটে।
লজ্জা-শরম সব বিকিয়ে
কেনা গোলাম তাগুতের
তাই তো ওরা বিলাসিতায়
খবর যে নেই বারুদের।
বৃদ্ধ, শিশু, অবলা নারীর
চোখের পানি, তাজা খুন
এসব কভু যায় না বৃথা
ধ্বংসলীলার প্রহর গুণ।
আসবে ধেয়ে খোদার সেনা
করবে ইহুদ প্রতিরোধ
তেলআবিবে উঠবে গড়ে
শহীদানের স্মৃতিসৌধ।
মুক্ত হবে জেরুজালেম
করব সবাই হর্ষ
আল্লাহ তুমি গাজার উপর
তোমার রহম বর্ষো!
বিষয়: বিবিধ
৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন