সাকিবের সাথে এদের তুলনা চলে ?? !!!!!!
লিখেছেন লিখেছেন সাবু আলু ০৭ নভেম্বর, ২০১৪, ০৩:৫৩:২০ দুপুর
যেখানে সাকিব আছে সেখানে আমি বুজি না অশ্বিন কিভাবে বিশ্বসেরা অলরাউন্ডার হয় । হাউ ফানি আই সি সি (ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ) ... একটা সিরিজ খেলে নাই সাকিব তাও বাংলাদেশী ইন্ডিয়ান দালালদের নিষেধাজ্ঞার কারণে । আর তাই অশ্বিন আর ফিল্যান্ডার সাকিবকে ৩ নং পজিশনে ট্রান্সফার করলো সেটা কি হয় ??? সাকিব আবার মাঠে আর তার নজরকারা পারফর্মেন্সে শীঘ্রই পেতে যাচ্ছে টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট
কনগ্রেটস সাকিব
কনগ্রেটস বাংলাদেশ (আশা করি হোয়াটওয়াশ করবে)
অশ্বিনের বোলিং নিয়েই সন্দেহ আছে । তার হাত যে ১৫ ডিগ্রী এঙ্গেলের চেয়ে বেশী বেঁকে যায় তা নরমালভাবে বুজা যায় । কিন্তু কোন আম্পায়ার এই ব্যাপারে মুখ খুলে না কারণ তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে । আর সোহাগ গাজী ,সাইদ আজমল , সুনীল নারাইনের মত প্লেয়ারদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় । হাউ ফানি আই সি সি
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে .... সাকিব ভাল খেলেছে - আল'হামদুলিল্লাহ । সে যেমন ভাল খেলোয়ার , তেমনি তাকে ভাল মানুষ হতে হবে । তার খেলাকে যেমন অনেকেই অনুসরন করবে , তেমনি তাকে মানুষ হিসেবেও এমন হতে হবে যে তার স্বভাবও যাতে মানুষের অনুসরণের যোগ্য হয় ।
বাংলাদেশ ক্রিকেটে উঠে আসছে , এটা সবাই এপ্রিশিয়েট করলেও একজনের কাছে সেটা হিংসার বিষয় হচ্ছে । সে জন্য তারা স্পন্সর পাবে না বলে বাংলাদেশকে এখও তাদের দেশে পূর্নাঙ্গ সিরিজ খেলতে আমন্ত্রন জানায় নি ।
এই দলটাকে যেদিন তাদের দেশের মাটিতে বাংলাদেশ দল সিরিজ হারাতে পারবে - সেদিন খুব খুশী হব ।
ইন শা আল্লাহ ! সেদিন আসবে ।
সাকিব হেলিকপ্টারে করে মাগুরা গেল । আমজনতা কি নাম উঠালো ?? সাকিব ভাব নেয় । অহংকারী , বউ নিয়ে হেলিকপ্টারে মাগুরা যেতে হবে ?? আরো কত কি ??
এখন আমার প্রশ্ন হলো সাকিব নিজের উপার্জনের টাকায় মাগুরা গেছে তাহলে সমস্যা কি ??? বাংলাদেশের মন্ত্রী-এমপি রা যখন বিনা টাকায় দেশের এখানে সেখানে ভ্রমণ করেন তখন আমজনতা কই থাকে ??? সাকিবের অনেক টাকা। সে যা মনে চায় তা করবে । কারো ক্ষতি করে নাই তো আর ??
দেশের মানুষের অহংকারী ভাব না গেলে এইসব ধারণা পাল্টাবে না সাথে সাথে সাকিব নামক এই সব ব্যাক্তির আচরণও পাল্টাবে না ।
আপনার শেষ কথা টা আমার ভাল লাগল । ইনশাআল্লাহ আসবে সেই শুভ দিন । ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন