স্বপ্ন !!!

লিখেছেন লিখেছেন সাবু আলু ১৩ আগস্ট, ২০১৪, ০১:৫১:০৮ দুপুর



একজন মানুষের স্বপ্ন যেখানে বাস্তবে রুপ নিবে ঠিক সেখানেই তার স্বপ্নটা হারিয়ে যায় । সে ছোটাছোটি করে তার স্বপ্নকে সত্য করতে কিন্তু মানুষের ভাগ্য এতই নির্মম যে তখন সে হাজার চেষ্টা করলেও পারে না তার স্বপ্ন বাস্তবে রূপ দিতে । আসলে এটা আল্লাহরই কারসাজি । তিনি দেখেন কার ধৈর্য কতটুকু ।

কিন্তু মানব জাতি সেখানেই হেরে যায় । অধৈর্য হয়ে পড়ে আর হতাশার চাদরে নিজেকে আড়াল করে ফেলে । আর স্বপ্ন তখন নীলনদ পাড়ি দিয়ে ওপারে চলে যায় । হয়ে যায় সেই মানুষটি স্বপ্নহীন । জীবনের সব আনন্দ , সুখ যেন হারিয়ে ফেলে । আর সেই মানুষটার স্বপ্ন দেখতে ইচ্ছে করে না । আর মনের অজান্তে কখনো যদি নতুন স্বপ্ন দেখে ফেলে তখন তার মাঝে সেই হারানো স্বপ্নের ভীতি থেকে যায় ।

কিন্তু সেই স্বপ্নটাকে পিছনে ফেলে যারা নতুনভাবে নতুন উদ্যমে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যায় তারাই হয় সবচেয়ে সফল মানুষ । কতজনই বা পারে এমন ভাবে সফল হতে কারণ---

সুখের কথা কমই স্মরণ হয় কিন্তু

কষ্টের কথা পদে পদে স্মরণ হয় ..

সবার জীবনে সুখ নামক পাখিটা বিচরণ করুক । শুভ কামনা সবার জন্য

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253908
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪১
197853
সাবু আলু লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
253940
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
আফরা লিখেছেন : আপনার জন্যও শুভকামনা রইল ।
254057
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪১
সাবু আলু লিখেছেন : ধন্যবাদ Happy Happy Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File