এমন কেন ভালবাসা ???
লিখেছেন লিখেছেন সাবু আলু ০৯ আগস্ট, ২০১৪, ০৬:৪৮:১৭ সন্ধ্যা
জীবনে যে মানুষকে যত বেশী ভালবাসবেন
সেই মানুষটি আপনাকে তত বেশী কষ্ট দিবে
মাঝে মাঝে ভালবাসার মানুষের মুখের কথা শুনে মনে হবে
সে কত বড় স্বার্থপর
কিন্তু মূহূর্তেই তার মিষ্টি মুখখানা দেখে
আপনার সব অভিমান চলে যাবে
কাউকে ভালবাসা মানে নির্ভরশীল হয়ে পড়া আর যার উপর নির্ভরশীল হয়ে পড়বে সে তোমার জীবনের অনেকটুকু জায়গা দখল করে থাকবে
যদি কখনও চলে যায় তখন তোমাকে শূন্য জগতের বাসিন্দা করে দিয়ে যাবে । তখন তোমার চেয়ে দুখী কেউ থাকবে না ।
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারও জন্য কিছু থেমে থাকে না!
মানুষের সব চাইতে ভালোবাসার তার পিতা-মাতা (সুস্থদের ক্ষেত্রে); তারাও চলে যায় – জীবন থেমে থাকে না, মাঝে মাঝে স্তব্ধতা আসলেও!
আর অসুস্থ ভালোবাসা (মানে ছেলে-মেয়ে ঘটিত প্রেম) থেকে আমি সকল আক্রান্ত রোগীর আশু মুক্তির জন্য দোয়া করি।
সেই মানুষটি আপনাকে তত বেশী কষ্ট দিবে
সহমত
মন্তব্য করতে লগইন করুন