তবুও কি মনে হয় আমরা মানুষ ???

লিখেছেন লিখেছেন সত্যকণ্ঠ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩১:৫৩ রাত

লেখাটা পড়ার অনুরোধ জানাচ্ছি | যদি আপনার বিবেক একটু হলেও নাড়া দেয় তাতেই আমার সার্থকতা | লেখাটা শেয়ার করলে খুশি হবো |

*- কিরে তুই বড় হয়ে কি হবি ?

-- আমি বড় হয়ে ডাক্তার হবো |

*- এতো কিছু থাকতে তুই বড়ো হয়ে ডাক্তার হবি কেন ?

-- ডাক্তার হলে অনেক টাকা পয়সার মালিক হওয়া যাবে তাই |

*- ডাক্তার হলে অনেক টাকা পয়সার মালিক হওয়া যায় এটা তোকে কে বললো ?

-- কেউ বলে নাই আমি নিজেই জানি |

*- কেমনে জানলি ?

-- আমার মা যখন খুব অসুস্থ হয় তখন হাসপাতালে ভর্তি করছিলো | ডাক্তাররা কইছিলো মার নাকি অপারেশন করানো লাগবে | কিন্তু অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন ছিল | আমরা গরীব মানুষ অত টাকা পাবো কই ? তাই ডাক্তাররা মার অপারেশন করায় নাই, অপারেশন না করার কারনে মা মারা গেছে |

*- তুই ডাক্তার হলেও কি এভাবে গরীব রুগীকে অবহেলা করে মেরে ফেলবি ?

-- না ভাই ! আমি এইটা কখনোই পারুম না | যেকোন গরীব রুগীর চিকিৎসা মাগনা করামু |

*****

*****

এভাবেই একটি পথশিশু তার ভবিষ্যৎ স্বপ্ন বর্ণনা করছিলো |

****

****

****

আপনি ডাক্তার ???

হে আমি আপনাকেই বলছি | শুধুমাত্র টাকার লোভেই নিজের মানবিকতা বিকিয়ে দিয়েননা | যে দেশের অধিকাংশ লোক গরীব সে দেশে যদি আপনি গরীবদের প্রতি দরদি না হোন তাহলে ওরা বাঁচবে কেমনে ?

নিজের বিবেকের দায়বদ্ধতা থেকেই গরীবকে সাহায্য করেন অনথ্যায় যে টাকার পিছনে দৌড়াচ্ছেন সেই টাকা সময়মতো আপনার কোন কাজে আসবেনা | এটা আমাদের অনুরোধ |

বিষয়: বিবিধ

১৪৭২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267696
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১১
বুড়া মিয়া লিখেছেন : কি যে বলেন ভাইয়া, ব্যক্তিগতভাবে সবাই বিবেক বেচতে বেচতে এখন জাতির বিবেকও পাইকারী দরে কেনা বেচা হয়, মানে জাতির বিবেক – পত্রিকাগুলাও এখন টাকার বিনিময়ে যা তা করে!

ডাক্তাররা গ্রামে যায়-ই না, ওদের পোষ্টিং দিলেও ওরা গ্রামে যায় না, যাও দুই/একদিন যায়, গিয়া ওইখানে হস্পিটালের বদলে ক্লিনিকে বইসা বেশী দামে প্রেস্ক্রিপশন লেখে! চিকিৎসা সেক্টর পুরাপুরি ন্যশনালাইজ না করা পর্যন্ত এরকম ব্যবসায়িক মনোভাব যাবে না। সোজা কথা দেশে কোন প্রাইভেট চিকিৎসার প্রতিষ্ঠান থাকতে পারবে না!
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
211573
সত্যকণ্ঠ লিখেছেন : Happy Happy Happy Happy
267698
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৫
আফরা লিখেছেন : কত্ত কষ্ট করে লেখা পড়া করে কত্ত টাকা ও খরচ করে ডাক্তার হতে হয় । জীবনের সুখের সময়কে বির্সজন দিয়ে মানুষের সেবা করে ।তারপর টাকাটাও যদি নিতে মানা করেন !তাই কি হয় !!
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
211574
সত্যকণ্ঠ লিখেছেন : Surprised
267715
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১০
কাজী লোকমান হোসেন লিখেছেন : বিবেক !!!!!! সেতো অর্থ লুভি মানুষ রূপি জানোয়ারদের মদের বোতল , গাঁজার আসর , ইয়াবাবার পাতায় পাতায় , এবং অসতী নারীর ক্ষুদার জ্বালায় লজ্জা বিক্রির কাছে পরাজিত Not Listening Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Thumbs Up
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
211575
সত্যকণ্ঠ লিখেছেন : Happy>-
267716
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১২
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০২
211576
সত্যকণ্ঠ লিখেছেন : Happy
267721
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৫
শেখের পোলা লিখেছেন : ডাক্তার সাব বলবেন, কষ্টকরে খরচ করে ডাক্তার হয়েছি, দানছত্র খুলিনি৷ কারণ সবার মধ্য থেকেই বিবেক জিনিষটা উবে গেছে৷ আগে তাকে ফেরত আনতে হবে৷ আর তা পারে একমাত্র ইসলামী সাজ ব্যবস্থা৷
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০২
211577
সত্যকণ্ঠ লিখেছেন : Surprised Surprised Crying
267766
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৭
মামুন লিখেছেন : লেখাটি পড়ে একাধারে নিজের বিবেকের দংশনে জর্জরিত হলাম, হৃদয়ে কষ্টের অনুভূতিতেও বিলীন হলাম। আসলেই আমাদের বিবেক আজ কতটা রুঢ় হয়ে গেছে। চিন্তা-ভাবনার দৈন্যতা আমাদের ভিতর থেকে এতোটা প্রকট হয়েছে যে, আমরা মুখোশদারীতে পরিণত হচ্ছি। একজন ডাক্তার অবশ্যই ফি নিবেন, তবে একেবারে গরীব তাদেরকে অনেকটা বিবেচনা তো করতেই পারেন। তাদেরকে আমাদের মত নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা তো ফি দিচ্ছেনই। তবে এই বিত্তহীনদের টাকার প্রতি কেন তাঁদের পথ চেয়ে বসে থাকা???
শন্যবাদ আপনাকে সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০২
211578
সত্যকণ্ঠ লিখেছেন : Happy Happy Happy
267783
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০২
সত্যকণ্ঠ লিখেছেন : সব্বাই কে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File