তবুও কি মনে হয় আমরা মানুষ ???
লিখেছেন লিখেছেন সত্যকণ্ঠ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩১:৫৩ রাত
লেখাটা পড়ার অনুরোধ জানাচ্ছি | যদি আপনার বিবেক একটু হলেও নাড়া দেয় তাতেই আমার সার্থকতা | লেখাটা শেয়ার করলে খুশি হবো |
*- কিরে তুই বড় হয়ে কি হবি ?
-- আমি বড় হয়ে ডাক্তার হবো |
*- এতো কিছু থাকতে তুই বড়ো হয়ে ডাক্তার হবি কেন ?
-- ডাক্তার হলে অনেক টাকা পয়সার মালিক হওয়া যাবে তাই |
*- ডাক্তার হলে অনেক টাকা পয়সার মালিক হওয়া যায় এটা তোকে কে বললো ?
-- কেউ বলে নাই আমি নিজেই জানি |
*- কেমনে জানলি ?
-- আমার মা যখন খুব অসুস্থ হয় তখন হাসপাতালে ভর্তি করছিলো | ডাক্তাররা কইছিলো মার নাকি অপারেশন করানো লাগবে | কিন্তু অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন ছিল | আমরা গরীব মানুষ অত টাকা পাবো কই ? তাই ডাক্তাররা মার অপারেশন করায় নাই, অপারেশন না করার কারনে মা মারা গেছে |
*- তুই ডাক্তার হলেও কি এভাবে গরীব রুগীকে অবহেলা করে মেরে ফেলবি ?
-- না ভাই ! আমি এইটা কখনোই পারুম না | যেকোন গরীব রুগীর চিকিৎসা মাগনা করামু |
*****
*****
এভাবেই একটি পথশিশু তার ভবিষ্যৎ স্বপ্ন বর্ণনা করছিলো |
****
****
****
আপনি ডাক্তার ???
হে আমি আপনাকেই বলছি | শুধুমাত্র টাকার লোভেই নিজের মানবিকতা বিকিয়ে দিয়েননা | যে দেশের অধিকাংশ লোক গরীব সে দেশে যদি আপনি গরীবদের প্রতি দরদি না হোন তাহলে ওরা বাঁচবে কেমনে ?
নিজের বিবেকের দায়বদ্ধতা থেকেই গরীবকে সাহায্য করেন অনথ্যায় যে টাকার পিছনে দৌড়াচ্ছেন সেই টাকা সময়মতো আপনার কোন কাজে আসবেনা | এটা আমাদের অনুরোধ |
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডাক্তাররা গ্রামে যায়-ই না, ওদের পোষ্টিং দিলেও ওরা গ্রামে যায় না, যাও দুই/একদিন যায়, গিয়া ওইখানে হস্পিটালের বদলে ক্লিনিকে বইসা বেশী দামে প্রেস্ক্রিপশন লেখে! চিকিৎসা সেক্টর পুরাপুরি ন্যশনালাইজ না করা পর্যন্ত এরকম ব্যবসায়িক মনোভাব যাবে না। সোজা কথা দেশে কোন প্রাইভেট চিকিৎসার প্রতিষ্ঠান থাকতে পারবে না!
শন্যবাদ আপনাকে সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন