সমূদ্র জয় এবং বাংলার তালপট্টি

লিখেছেন লিখেছেন সত্যকবি ২২ জুলাই, ২০১৪, ০৪:০৪:৪০ বিকাল

কি ভাবছেন? এইডা বাচ্ছাগো খেলা?

মায়ানমার এর সাথে সমুদ্র সীমার মামলায় মোটামুটি হারে হেরে এসেও দেশব্যাপী সংবর্ধনার শেষ নাই। এই সুযোগে কেউ কেউ আবার #মৎস_কন্যা, #সমুদ্র_কন্যা টাইপের উপাধিওও পেয়ে গেলেন! আবার এই সব কন্যাদের বিরাট আয়োজনে সংবর্ধনাও দেয়া হইলো!

এই সব সংবর্ধনা দেইখা #ভাস্কো_দ্যা_গামা, আর #কলম্বাস স্বর্গে তাদেরও সংবর্ধনার আয়োজন করতে দাবি জানায়!

তাদের দাবি,

#শেখ_হাসিনা আর #দীপু_মনি যদি ক্ষমাতার চেয়ারে বইসা থাইকা, সমুদ্রের পাড়ে না যাইয়াও সমুদ্র জয় কইরা ফালায়। আবার সংবর্ধনাও পায়, তবে আমরা কি ঘোড়ার ঘাস কেটে এসেছি?

মূল কথা-

২৫ হাজার এর মইধ্যে ১৯ হাজার পাইছেন!

আর কি? এইটা কি বিশাল না?

বিশাল। কিন্তু পুরো ২৫ হাজারইতো আমাদের ছিল! তার মইধ্যে ভারতকে ৬ হাজার দেয়া হইছে! আর আমাদের ১৯ হাজার!

বাহ! কি চমৎকার ভাগ!

আমার মাল, আমার থেইকা নিয়া, আবার আমারেই বেশি দিলা! সুন্দর না!

#বাংলার_আয়তন এখন আর ১,৪৭,৫৭০ বর্গ কিঃমিঃ নেই, এখন ১,৪১,৫৭০ বর্গ কিঃমিঃ!

এখন আর #দক্ষিণ_তালপট্টি আমাদের নয়, #ভারতের!

এবার আবার সমুদ্র জয়ের সংবর্ধনা হবে, আরো কত #কন্যা বের হবে!

সাগরের তিমি মাছেরাও লজ্জা পাবে!

শুধু আমাদের মিথ্যাচারের জন্য কোন লজ্জাবোধ হবেনা!

এবার অপেক্ষায় থাকেন, কলম্বাস আর গামা মিল্লা স্বর্গ দুতদের কি ঝামেলায় ফেলে সেই খবরের জন্যে!

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File