একজন গরু হারানো কৃষক এবং একজন পদ হারানো মন্ত্রী!

লিখেছেন লিখেছেন সত্যকবি ২১ জুলাই, ২০১৪, ১২:৩৬:১২ রাত

গল্পটা কৌতুক

হিসাবে শুনে থাকতে পারেন! তবুও

সমসাময়িক বিষয়ের সাথে সামঞ্জস্য

থাকায় খারাপ

লাগবেনা আশা করি!

এক কৃষকের গরু হারাই গেছে!

সারাদিন নানা জায়গায় গরুকে "গরু

খোঁজা" দিয়েও না পেয়ে সন্ধ্যায়

ক্লান্ত শ্রান্ত অবস্থায়

বাড়ি ফিরে উঠোনের কোনায়

বসে পড়ে আর ছেলেকে ডেকে বলল-

-এক গ্লাস পানি দাওতো ভাই!

এই কথা শুনে কৃষকের বউ

ক্ষেপে গিয়ে কইলো-

-তুমি কি পাগল হইছো?

পোলারে কইতাছ ভাই!

কৃষকের ভাবলেশহীন উত্তর-

-গরু হারালে এমনই হয়রে "মা"!

কৃষকের গরু সামান্য হলেও তার

কাছে এই গরুই তার সর্বস্ব!

আর কিছু কিছু সাবেক মন্ত্রী,

যারা একসময় প্রতাপশালী ছিলেন

বর্তমানে নিঃস্ব হয়ে গেছেন।

তাই তারা বর্তমান মন্ত্রীদের পূর্ব কর্ম

অনুসরণ করছেন। সব কিছুতেই

"বিএনপি আর জামায়াতের" গন্ধ

খুঁজে পেলেই মন্ত্রীত্ব নচেৎ নয়!

সরকারের এই নীতির কারণেই

বর্তমানে অনেক নেতা এই পথ

বেছে নেয়!

হাসান মাহমুদ! সাবেক বন ও পরিবেশ

মন্ত্রী!

বেচারা আগে ভদ্র ছিলেন বলেই

লোকে বলতো!

বলতো বলেছি, কারণ তা অতীতের

কথা। এই সময় কাউকে আর

বলতে শুনিনি, তাই!

তাকে আগে বাংলার মানুষ

চিনতো বলে আমার মনে হয়না!

মন্ত্রী হওয়ার পরেই দেশের মানুষের

সাথে সাথে আমিও

তাকে চিনেছি!

তবে মানসিক অসুস্থতাজনিত সমস্যার

কথা আগে শুনিনি! আজ শুনলাম!

খুব খারাপ লাগলো!

আহারে বেচারা!

পাগল না হলে কেউ কি সুদূর

ফিলিস্তিনের গাজায়

ইসরাইলি হামলার পিছনেও

বিএনপি এর

সংশ্লিষ্টতা খুঁজে পেতেননা!

কৃষকের কাছে তার গরু যা, হাসানের

কাছে মন্ত্রীত্ব তা! (অমূল্য অর্থে)!

আবার কেউ ভাইবা বইসেন না-

গরু=মন্ত্রীত্ব!

কোন কারণে যদি ইসরাইলের

নেতানইয়াহু শুনে, তবে তার

আত্মহত্যা ছাড়া আর উপায়

থাকবেনা!

একটি সমাজের পাগলকে সবাই চিনে,

তবে সেই পরিচিতিতে যদি কেউ

ঈর্ষান্বিত হয়ে পাগলের অভিনয়

করে তবে আমার কিছু বলার নেই!

কিন্তু যদি পাগলামীই হয় মন্ত্রীত্ব

পাওয়ার

মাপকাঠি তবে এক্ষেত্রে হাসান

সাহেব একজন প্রতিযোগী মাত্র!

বিষয়: রাজনীতি

৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File