Google সম্পর্কে কিছু অজানা তথ্য ।।

লিখেছেন লিখেছেন কালো ধ্রুবতারা ০৮ আগস্ট, ২০১৪, ০১:৪৬:৫৮ দুপুর

Google শুব্দটির সাথে পরিচয় নেই এমন মানুষ খুজে পাওয়া খুব একটা সহজ কাজ না। প্রতিদিন আমরা নানা দরকারে Google এর সাহায্য নিচ্ছি। আসুন জেনে নেই Google সম্পর্কে কিছু মজার তথ্য ।

★★Google শব্দটা এসেছে GOOGOL শব্দ এর ভুল

বানান থেকে। মানে, Googol শব্দ থেকেই

Google শব্দের উৎপত্তি।

Googol শব্দের মানে হচ্ছে এমন একটা অঙ্ক

যেটা ১০ এর উপর একশ পাওয়ার!

আচ্ছা পুরো শব্দটাই লিখে দিচ্ছিঃ

10^100 = 10,000,000,000,000,000,000,000,000,000,­

000,000,000,000,000,000,000,000,000,000,000,000,­

000,000,000,000,000,000,000,000,000,000,000,000.

আমি অবশ্য সব গুলো শুন্য লিখি নাই,

উইকিপিডিয়া থেকে কপি পেস্ট

করছি।

★★গুগলের হোম পেজ অর্থাৎ Google.com এ

গেলে যে পেজ দেখায় সেখানে কোন

বিজ্ঞাপন নেই।

যদি তারা সেখানে একটা এড দিত

তবে সেটার জন্য বিজ্ঞাপনদাতাকে ১০

মিলিয়ন ইউ এস ডলার দিতে হত!

★★গুগল যখন চোট্ট পরিসরে ছিলো তখন

একবার ইয়াহু ডট কম, সম্পূর্ণ গুগলকে ১

মিলিয়ন ইউ এস ডলারে কিনে ফেলার

সুযোগ পেয়েছিলো। কিন্তু

তারা সেটা কিনেনি। কিন্তু

বর্তমানে গুগল ২০০ বিলিয়ন ইউ এস

ডলারের কোম্পানী এবং ইয়াহু সেই

তুলনায় মাত্র ২০ বিলিয়ন ইউ এস ডলারের

কোম্পানী।

★★গুগল যখন প্রথম পথ চলা শুরু করে তখন

টুইটারে তাদের প্রথম টুইট ছিলোঃ I’m

01100110 01100101 01100101 01101100

01101001 01101110 01100111 00100000

01101100 01110101 01100011 01101011

01111001 00001010 যেটার মানে হলঃ I’m

Feeling Lucky

★★গুগলের হোম পেজে I’m Feeling Lucky

একটা অপশন দেখতে পাবেন। যেটার

কাজ হল আপনাকে সরাসরি আপনার কী-

ওয়ার্ড সার্চ এ যেগুলো আসতো তার প্রথম

লিঙ্কে নিয়ে যাওয়া।

এইভাবে নিয়ে যাওয়ার কারনে আর

বিজ্ঞাপন দেখা যায়না। যার

ফলে বছরে গুগল ১০০ মিলিয়ন ইউ এস ডলার

কম ইনকাম করে।

★★গুগলের ১ মিলিয়নেরো বেশি সার্ভার

আছে এবং ১ বিলিয়ন এরও বেশি কী-

ওয়ার্ড সার্চ হয় প্রতি ২৪ ঘন্টায়।

সারা পৃথিবীতে যে পরিমান সার্ভার

আছে, তার ২% ই গুগল এর।

★★গুগল এ রয়েছে ৮০ টিরও বেশি বিভিন্ন

রকমের ভাষা। এর

মধ্যে একটা রয়েছে ‘স্ট্যার ট্রেক’স

ক্লিগন’ যেটা কিনা এলিয়েনদের জন্য!!

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252236
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৪
সন্ধাতারা লিখেছেন : Thanks for sharing. Jajakallahu khair.
০৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২২
196468
কালো ধ্রুবতারা লিখেছেন : Happy
ধন্যবাদ
252245
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৪
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : এলিয়েনদেন জন্য এইকথাটা বুঝলামনা
252274
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৭
কালো ধ্রুবতারা লিখেছেন : স্টার ট্রেক মুভি তে এলিয়েন রা যেই ভাষায় কথা বলে, সেই ভাষা। এ ভাষার নাম ক্লিগন ।
http://www.kli.org/ এই লিংক এ ক্লিগন সম্পর্কে আরো জানতে পারবেন।
252281
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৯
কালো ধ্রুবতারা লিখেছেন : স্টার ট্রেক মুভিতে এলিয়েন রা যেই ভাষায় কথা বলে, সেই ভাষা ।।
এর নাম Kligon .
google বা উইকিপিডিয়া থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
252285
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৮
শিশির ভেজা ভোর লিখেছেন : ওয়াও সুন্দর তো
০৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
196470
কালো ধ্রুবতারা লিখেছেন : Happy
252436
০৯ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৫
তায়িফ লিখেছেন : mml

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File