আপনি পারবেন তো!

লিখেছেন লিখেছেন আপেক্ষিক ০২ অক্টোবর, ২০১৪, ০১:০১:০২ দুপুর

আপনি পারবেন কি!

আমি নির্দ্বিধায় বলতে পারি আমার সংগঠন বিশ্বের আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক সংগঠনের অন্তর্ভুক্ত। তবে সংগঠনের নাবিকেরা আধুনিক ও বিজ্ঞানী কিনা তা নিয়ে সংশয় অবশ্য ছিল,কারণ আমি তেমনটা দেখেনি যেমনটি দেখার তৃষ্ণা তিনি তৈরী করেছিলেন। তবে তৃষ্ণা মিটাতে গিয়ে অল্প পানি পানে তৃষ্ণা যেমন আরো বাড়ে আপনি আমার তৃষ্ণা তেমনটাই বাড়িয়ে দিয়েছেন।একটি মানুষ কুরআন-হাদীস-সাহিত্য দিয়ে যতটানা সংগঠন/ইসলাম বোঝেন তার থেকে আদর্শিক মোয়ামালাত,অকৃত্তিম ভালবাসা ও বন্ধুত্ব তৈরীর মাধ্যমে সহজে মজবুত করে বোঝে।তখন ব্যক্তি হয়ে যায় সংগঠন তাতে দোষ কি!ব্যক্তি রাসুল সা: তো সংগঠন ছিলেন।আমরা তো তারই উত্তরসুরী।বিশ্বাস করুন আজ আমাদের ভুখন্ডের মোয়ামালাত, ভালবাসা ও বন্ধুত্ব হয়ে গেছে কৃত্রিম।তাই আমাদের রাজপথ রক্তে ভেজে না।কার জন্য? কার কথায়? কার ভালবাসায় রক্ত দেবে? আল্লাহর জন্য সেই আবেগ তৈরির কাজ রাসুলের উত্তরসুরী হিসেবে তো আপনার উপরেই।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270995
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:১৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অসাধারণ বিশ্লেষণ- স্মরণ করিয়ে দিলেন

কিন্তু আপনার/আমার সংগঠন কি ব্যক্তির সংগঠন হয়ে ওঠাকে প্রমোট করে??
বাস্তবতা অন্যরকম মনে হয়-
তবে ব্যতিক্রম তো অবশ্যই আছেন

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File