সুখ-দু:খ পৃথিবীর আপেক্ষিক যন্ত্রণা!
লিখেছেন লিখেছেন আপেক্ষিক ১৭ জুলাই, ২০১৪, ০৬:২৪:১৯ সন্ধ্যা
পৃথিবী মুলত জীবের বাসস্থান।একথা সবারই সীকৃতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আর মানুষের একমাত্র চাহিদা হচ্ছে শান্তি। মানুষ শান্তি চায়। মানুষ যা করে শান্তির জন্যই করে, মানুষ ধর্ম পালন করে শান্তির জন্যই,অনেকে আবার ইসলাম অর্থ শান্তি এ ব্যাখাও দিয়েছেন।কিন্তু পৃথিবীর শান্তি তো #আপেক্ষিক! একের শান্তি অন্যের মরণ। আজ রুগীর অসুস্থতায় ডাক্তার খুশি, মামলা-মুকাদ্দামায় পুলিশ খুশি, এরকম আরো হাজারো আপেক্ষিক শান্তির দৃষ্টান্ত পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ভাসে ...! তাহলে শান্তির সংজ্ঞায় আপেক্ষিকতা মুক্ত করে লেখা যায় এ নিয়ে ভাবনা আজ থেকেই শুরু হোক।
বিষয়: সাহিত্য
১০৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন