প্রকৃতির মুক্ত বাতাসের নি:শ্বাসের প্রশান্তি
লিখেছেন লিখেছেন নীল আত্না ১৮ জুলাই, ২০১৪, ১০:১৪:৪৭ রাত
এটা আমার লেখা প্রথম ব্লগ। কোনো ভুল হওলে মাফ করবেন।
অনেক দিন মুক্ত
বাতাসে নিশ্বাস নেওয়া হইনা।
ইটের দেয়ালের
মাঝে আটকে থাকতে আর
ভালো লাগে না। খুব কস্ট
হছ্ছিল আজ। ভাবসিলাম মানুষ এর
বানানো ইট খোয়ার ভিতোরে আর
কত? একটু বাইরে থেকে মুক্ত
বাতাসের খোজ করে আসি। রুমের
Senior এক ভাই এর সাইকেল
নিয়ে বেরিয়ে পরলাম। মেস
থেকে প্রায় 4কি,মি দূরে এক
ফঁাকা মাঠের
ধারে গিয়ে বসলাম। আঁহ
কি শান্তি
।মানুষ কেন যে এরকম
প্রশান্তি ছেড়ে শহুরে দালান
বানানোরর দিকে ছোটে বুঝিনা।
এরকম খোলা মাঠের ধারে ছোট্ট
একটা কুঠির বানিয়ে দক্ষিণের
জানালা খুলে বসে থাকলেই
তো শান্তি। শহরে এসে এখন
বুঝি কেন মাইকেল মধুষূধন
অতো দূরে থেকেও এই দেশকে,এই
মাতৃভূমি কে এতো মিস
করতেন ,কেন জসীমউদ্দীন এদেশের
মাঠ,ঘঁাট নিয়ে কবিতা লিখতেন।
হয়তো মাইকেল এর
মতো অতো দূরে জায়নি কিন্তু
সামান্য শহরে থেকেই আজ
বুঝি,ইটের দালানে ঘুমানোর
চাইতে গ্রামের
খোলা মাঠে ঘঁাস মাথায়
দিয়ে ঘুমানো কত শান্তি। অন্তত
বুক ভরে শ্বাস নেওয়া যায়। ।।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন