আরব লীগ-ওআইসি নিয়ে হতাশ শফী

লিখেছেন লিখেছেন বি.এম আরিফ ১৮ জুলাই, ২০১৪, ০২:৫৪:১২ রাত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় আরব লীগ এবং অরগাইজেশন ফর ইসলামিক কান্ট্রিজের (ওআইসি) ভূমিকাকে 'হতাশাজনক' বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, "ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। যা শান্তিকামী বিশ্ব কখনো মেনে নিতে পারে না। এটা নৈতিকতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। "এর প্রতিবাদে বিশ্বের সকল মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।প্রভাবশালী দেশগুলোর কোন ভূমিকাই দেখা যাচ্ছে না। এছাড়া গণহত্যা বন্ধে আরব লীগ ও ওআইসি’র ভূমিকাও চরম হতাশাজনক।" বিজ্ঞপ্তিতে হেফাজত আমির শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনারও আহ্বান জানান।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245626
১৮ জুলাই ২০১৪ রাত ০৩:২৫
গ্রামের পথে পথে লিখেছেন : হাতি ঘোড়া গেল তল, সফী বলে কত জল?
245653
১৮ জুলাই ২০১৪ সকাল ০৫:১৫
হানিফ খান লিখেছেন : ব্যাবহারে বংষের পরিচয়। ।।
ইন্নাল উলামা-উ ওয়ারাসাতুল আম্বিয়া।।
নিশ্চয়ই আলেমগন নবী গনের ওয়ারিস বা আত্বীয়।
তাই আলেমদের নামও শ্রদ্ধার সাথে নিতে।।
কারন বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত।
একটা ফাসেকের সুনাম করতে গিয়ে তাদের নামের আগে পিচে এত টাইটেল লাগাও যে তার নামই খুজে পাওয়া যায় না,,আর অথচ একজন আলেমের পুরো নাম টা পর‍্যন্ত তুলে ধর না। সত্যিই তোমাদে মাথায় আল্লাহ কি দিয়েছে.......?
গ্রামের পথে পথে@ মুখে লাগাম লাগিয়ে কথা বললে তোমার জন্য ভালো হবে, কারন বেয়াদবি সবার খাটে না।
245654
১৮ জুলাই ২০১৪ সকাল ০৫:২৫
বি.এম আরিফ লিখেছেন : আপনার সাথে আমি একমত @হানিফ খান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File