জনাব সম্পাদক এবং সকল ব্লগার ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি...
লিখেছেন লিখেছেন দিশারি ১৮ অক্টোবর, ২০১৪, ১০:২৬:০৪ রাত
টুডে ব্লগ, যাকে আমার নিত্য দিনের সঙ্গী বললেই চলে।
তবে মাঝের বেশ কয়েক দিনই আমি ব্লগে অনুপস্থিত ছিলাম। সে অনেক কারনেই...
যাক সে কথা। মূল কথায়ই আসি... "টুডে ব্লগ" যেভাবে সৌরভ ছড়াতে শুরু করেছে, তাতে আমি যেমন সুশোভিত হচ্ছি; তেমনি হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষী।। কিন্তু এই সুশোভিত ময়দানে মাঝে-মধ্যেই আমরা কিছু নোংরা ও দুর্গন্ধযুক্ত কীটপতঙ্গ দেখতে পাই, যারা আমাদের ব্লগের সৌন্দর্যকে আবর্জনায় পরিণত করতে বদ্ধপরিকর...
হ্যাঁ! মাঝে মধ্যে আমরা যেমন নিজেদের ঘরদুয়ার ধুয়ে-মুছে একদম সাফ করে ফেলি, ঠিক তেমনি আমাদের প্রাণের ব্লগটিকেও মাঝে মধ্যে ধুয়ে-মুছে সাফ করা প্রয়োজন...
বন্যা ইসলাম নামক ব্লগারকে আমরা ঠিক তেমনই একটি দুর্গন্ধযুক্ত কীট হিসেবেই দেখতে পাই, যিনি অতি নিখুঁতভাবে আমাদের মহান ধর্মসলামের উপর প্রতিনিয়তই আঘাত হেনে যাচ্ছেন...
তিনি কখনো আমাদের প্রিয় নবীজীর সম্মান হানি করছেন, আবার কখনো সমগ্র মুসলিম জাতিকেই অপমানিত করছেন।
তাই আমি শ্রদ্ধেয় সম্পাদক সমীপে এই আরজ পেশ করছি যে, উক্ত ব্লগারকে তার কর্মফল দেখে সসম্মানে ব্লগ থেকে বিতাড়িত করা হোক...।।
লিংকঃ- http://www.bdmonitor.net/blog/blogdetail/bloglist/10108/bonna
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারা শুধু সহ্যই করেননি, একেবারে সাফও করে ফেলেছেন। তা আমরা রাসূলের সীরাতেই দেখতে পাই।
ধন্যবাদ দিশারি আপনাকে এমন একটি পোষ্টের জন্য।
সাথে রয়েছি আমি ইনশা আল্লাহ। তবে খালি হাতে নয়, এগুলো সহ ইসলামের বিরুদ্ধে যতবারই কেউ লিখে যাবে, ওদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করতে দ্বিধা করব না।
জাজাকাল্লাহু খাইর।
বন্যা ইসলামকে এখনয় ব্যান করে দেওয়া উচিত
মডারেশন টীমকে এসব কথা অনেকবার বলে হয়েছে, কিন্তু কেন যে তাঁরা সময়মত ব্যবস্থা নিতে অপারগ আমার বুঝে আসেনা!
ঐ পেইড-এজেন্টদের অন্ততঃ ৫০টা নিক আছে যার একটা ব্যান হলে আরেকটায় আসে এবং নতুন নতুন নিক খুলে রেডী রাখে!
আতই ঐসব উতপাত কখনো শেষ হবেনা-
কিন্তু পরিচ্ছন্নতার কাজটা চালু রাখা জরুরী!
আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
ওয়ালাইকুম সালাম
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন