জনাব সম্পাদক এবং সকল ব্লগার ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি...

লিখেছেন লিখেছেন দিশারি ১৮ অক্টোবর, ২০১৪, ১০:২৬:০৪ রাত

টুডে ব্লগ, যাকে আমার নিত্য দিনের সঙ্গী বললেই চলে।

তবে মাঝের বেশ কয়েক দিনই আমি ব্লগে অনুপস্থিত ছিলাম। সে অনেক কারনেই...

যাক সে কথা। মূল কথায়ই আসি... "টুডে ব্লগ" যেভাবে সৌরভ ছড়াতে শুরু করেছে, তাতে আমি যেমন সুশোভিত হচ্ছি; তেমনি হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষী।। কিন্তু এই সুশোভিত ময়দানে মাঝে-মধ্যেই আমরা কিছু নোংরা ও দুর্গন্ধযুক্ত কীটপতঙ্গ দেখতে পাই, যারা আমাদের ব্লগের সৌন্দর্যকে আবর্জনায় পরিণত করতে বদ্ধপরিকর...

হ্যাঁ! মাঝে মধ্যে আমরা যেমন নিজেদের ঘরদুয়ার ধুয়ে-মুছে একদম সাফ করে ফেলি, ঠিক তেমনি আমাদের প্রাণের ব্লগটিকেও মাঝে মধ্যে ধুয়ে-মুছে সাফ করা প্রয়োজন...

বন্যা ইসলাম নামক ব্লগারকে আমরা ঠিক তেমনই একটি দুর্গন্ধযুক্ত কীট হিসেবেই দেখতে পাই, যিনি অতি নিখুঁতভাবে আমাদের মহান ধর্মসলামের উপর প্রতিনিয়তই আঘাত হেনে যাচ্ছেন...

তিনি কখনো আমাদের প্রিয় নবীজীর সম্মান হানি করছেন, আবার কখনো সমগ্র মুসলিম জাতিকেই অপমানিত করছেন।

তাই আমি শ্রদ্ধেয় সম্পাদক সমীপে এই আরজ পেশ করছি যে, উক্ত ব্লগারকে তার কর্মফল দেখে সসম্মানে ব্লগ থেকে বিতাড়িত করা হোক...।।

লিংকঃ- http://www.bdmonitor.net/blog/blogdetail/bloglist/10108/bonna

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275777
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
এ এম ডি লিখেছেন : লিং টি ভালো হোতো ।
275778
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৩
দিশারি লিখেছেন : হুম। দিচ্ছি।
275780
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৬
ফেরারী মন লিখেছেন : ঘরদুয়ার একবার পরিস্কার করলে আবার নোংরা হয় আবার পরিস্কার করতে হয়। ব্লগও তেমনি। মাঝে মাঝে এসব আসবে। ভয় পাওয়ার কিছু নেই।
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৭
219681
দিশারি লিখেছেন : ভয় নয় ভাইয়া। সে এমন সব কথা বলছে, যা সহ্য করা যায় না...
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৯
219690
ফেরারী মন লিখেছেন : রাসুলের জামানায় তো নামাজরত অবস্থায় তাদের দিকে নাড়িভুড়ি, বিষ্ঠা নিক্ষেপ করেছে বিধর্মীরা। করেছে না? তারা কিভাবে সহ্য করেছেন?
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৩
219692
দিশারি লিখেছেন : না ভাইয়া, সত্য পুরোটা বললেন না...
তারা শুধু সহ্যই করেননি, একেবারে সাফও করে ফেলেছেন। তা আমরা রাসূলের সীরাতেই দেখতে পাই।
275782
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৪
মামুন লিখেছেন : এই বন্যা ইসলাম এভাবে কেয়ামত পর্যন্ত যতগুলো এরকম শয়তানের এজেন্ট নিক আসবে, ব্লগ কতৃপক্ষের উচিত হবে সেগুলোকে তাদের লিখা সহ তাৎক্ষণিক ব্যান করে দেয়া। আমি আশ্চর্য হই যখন দেখি এরকম লিখা দিনের পর দিন ব্লগে পরে থাকছে। অথচ নীতিমালা পড়লে তার সাথে এই নিকগুলোর অসামঞ্জস্যতা চোখে পরে।
ধন্যবাদ দিশারি আপনাকে এমন একটি পোষ্টের জন্য।
সাথে রয়েছি আমি ইনশা আল্লাহ। তবে খালি হাতে নয়, এগুলো সহ Time Out Time Out Time Out Time Out ইসলামের বিরুদ্ধে যতবারই কেউ লিখে যাবে, ওদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করতে দ্বিধা করব না।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৫
219693
দিশারি লিখেছেন : ঠিক বলেছেন মামুন ভাইয়া। আমিও একমত আপনার সাথে। এদেরকে যদি প্রতিহত করা না হয়, তবে এরা আরো বেঘোরে ছুটবে...
275784
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৫২
এ এম ডি লিখেছেন : মামুন ভাইয়ের সাথে সহমত ।

বন্যা ইসলামকে এখনয় ব্যান করে দেওয়া উচিত
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৭
219694
দিশারি লিখেছেন : হুম, যত দেরি হবে ততই ইসলামের উপর এরা আঘাত করেই যাবে। আর কোন মুসলমানেরই পক্ষে সম্ভব নয়, এটি সহ্য করা।
275789
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:০২
আফরা লিখেছেন : সহমত
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:০৬
219700
দিশারি লিখেছেন : আপুকে ধন্যবাদ আমার সাথে একমত হওয়ার জন্যে Good Luck
275803
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:১৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মডারেশন টীমকে এসব কথা অনেকবার বলে হয়েছে, কিন্তু কেন যে তাঁরা সময়মত ব্যবস্থা নিতে অপারগ আমার বুঝে আসেনা!

ঐ পেইড-এজেন্টদের অন্ততঃ ৫০টা নিক আছে যার একটা ব্যান হলে আরেকটায় আসে এবং নতুন নতুন নিক খুলে রেডী রাখে!

আতই ঐসব উতপাত কখনো শেষ হবেনা-

কিন্তু পরিচ্ছন্নতার কাজটা চালু রাখা জরুরী!

আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৩
219709
দিশারি লিখেছেন : আপনার গুরুত্বপূর্ণ মন্তুব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ব্লগ কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে।
275804
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২০
আবু সাইফ লিখেছেন : আতই > তাই
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৭
219710
দিশারি লিখেছেন : দুঃখিত ভাইয়া।
ওয়ালাইকুম সালাম Good Luck
276352
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৪
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক তাই। ব্লগ পরিষ্কার করা উচিত।
১০
279091
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৩
নির্বোধ১২৩ লিখেছেন : আপনার দেয়া লিঙ্ক এ বন্যার সাইটে গেলাম পড়লাম। যত্তসব ফালতু প্যাচাল। ধর্ম নিয়ে কারোরই বাড়াবাড়ি করা উচিৎ না।
১১
291688
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : সহমত পোষণ করছি। কিন্তু বন্যা মনে হয় আগের মতই বহাল তবিয়তে আছে।
১২
353931
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File