বিপদে ধৈর্য হারাতে নেই...

লিখেছেন লিখেছেন দিশারি ১৮ অক্টোবর, ২০১৪, ১২:৪০:১৯ রাত

সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে

পৌছালো। প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে।

প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে ( অর্থাৎ তার দিকে ) আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।

এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচেছিল।

একদিন সে রান্না করছিলো, কি একটা প্রয়োজনীয় জিনিসের খোঁজে সে বনের ভেতর গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।

লোকটি চিৎকার করে উঠলো, " হায় আল্লাহ,তুমি আমার

ভাগ্যে এটাও রেখেছিলে"। সে হতাশ হয়ে আবার বনের ভেতর গেল, ঘর তৈরি করার জন্য বাঁশ-কাঠ সংগ্রহ করতে।

হঠাৎ একটি বিকট আওয়াজ তার কানে এলো। সে তাড়াতাড়ি বন থেকে তীরে বেরিয়ে এলো। সে দেখলো একটি জাহাজ দূর থেকে ধেয়ে আসছে তারই দিকে।

জাহাজটি যখন সেই দ্বীপের কাছে এসে নোঙ্গর করলো এবং জাহাজ থেকে কয়েকজন লোক নেমে তার কাছে এলো..

তখন সে অবাক হয়ে তাদেরকে বললো,

"তোমরা কিভাবে জানলে যে আমি এখানে পড়ে আছি?

তখন তারা তাকে জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই আমরা বুঝতে পেরেছি"।

তখন লোকটি মনে মনে খুব অনুতপ্ত হল এবং বারবার আল্লাহ্‌র কাছে মাফ চাইতে লাগলো...

বিঃদ্রঃ -আল্লাহ্ আমাদের সবাইকে আল্লাহর প্রতি বিশ্বাস

এবং সর্বক্ষেত্রে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। "আমীন "

বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275464
১৮ অক্টোবর ২০১৪ রাত ০২:১৫
আফরা লিখেছেন : আল্লাহ যা বান্দার ভালর জন্যই করেন ।
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২৭
219420
দিশারি লিখেছেন : আর বান্দা তা বুঝে না বলেই হতাশায় ভোগে।
275487
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৬
কাহাফ লিখেছেন :
মহান আল্লাহর উপর অবিচল আস্হা ও বিশ্বাস সমস্ত বিপদ থেকে মুক্তির একমাত্র মাধ্যম।এমন আস্হা আমাদের যেন হয়।
অসাধারণ লেখনীর জন্যে অনেক ধন্যবাদ.....। Rose
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২৯
219421
দিশারি লিখেছেন : কাহাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার মন্তব্যের জন্য।
275573
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৮
219463
দিশারি লিখেছেন : আপনাকেও ধন্যাবাদ ভাইয়া।Good Luck
275877
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৫৭
বৃত্তের বাইরে লিখেছেন : সুন্দর গল্পটা। Good Luck আল্লাহ্ আমাদের সবাইকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং সর্বক্ষেত্রে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।আমীন Praying Good Luck
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৩
219866
দিশারি লিখেছেন : আমীন। ধন্যবাদ কশট করে পড়ার জন্যে।
276346
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : মহান আল্লাহর উপর অবিচল আস্হা ও বিশ্বাস সমস্ত বিপদ থেকে মুক্তির একমাত্র মাধ্যম।এমন আস্হা আমাদের যেন হয়।
২২ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৫
221164
দিশারি লিখেছেন : আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File