শহীদ মিনারকে আমি যেভাবে দেখেছি...
লিখেছেন লিখেছেন দিশারি ১৫ অক্টোবর, ২০১৪, ১২:০০:৫৩ রাত
- আজ থেকে প্রায় দেড় বছর আগের কথা...
ঢাকায় আমার নতুন আগমন। শাহবাগের পথ ধরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম ঢাকা মেডিকেল কলেজের রাস্তায়। হঠাৎ মনে পড়লো পাশেই তো আমাদের শহীদ মিনার, একটু দেখেই যাই।।
যখন আমার দু'টি চোখ গিয়ে পড়লো শহীদ মিনারের দাঁড়ানো স্তম্ভগুলোর ওপর, মনে হল প্লাস্টার খোসে যাওয়া জীর্ণশীর্ণ কয়েকটি পিলার দাঁড়িয়ে আছে আমার সামনে। আর তার আশেপাশে তো দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তুপ আছেই...
তখনই আমার মনে হল, ধ্যাত! কেন যে এলাম এই চেতনাশালায়? এমনিতেই এটা শিরকের এক মস্ত বড় আড্ডাখানা, তার ওপর আবার একে নিয়ে চলে রাজনীতির নানান তালবাহানা...আশাটাই হয়েছে মহা ভুল।।
কিন্তু পরক্ষণেই ভাবলাম, এসেছি যখন একবার দেখেই যাই আমাদের মহান চেতনাশালা...
তো যেই ভাবা সেই কাজ। উঠেই গেলাম আমাদের সাংস্কৃতিক পূজালয়ে। উঠে তো আমি পুরাই থ বোনে গেলাম...
হায় আল্লাহ্ ! আমি একি দেখছি, এযে পুরাই একখান প্রেমশালা! রোম্যান্টিক স্টাইলেই চলছে প্রেমিক-প্রেমিকার অমর প্রেমলীলা, কেবল আমিই বনে গেলাম অনাহূত গোবেচারা
তো কি আর করা... আমার সাথে তো আর কোন সঙ্গিনী নেই, তাই চারিদিকে একবার তাকিয়ে অনেকটা চোরের মতই কেটে পড়লাম নিজের পবিত্র অন্তরটাকে অপবিত্রতা থেকে রক্ষার্থেই
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন