- দোস্ত, আমার ভাগ্যটা এমন কেন রে...
লিখেছেন লিখেছেন দিশারি ২৬ জুলাই, ২০১৪, ১০:৪০:৪২ রাত
... আজ থেকে ৪বছর আগের কথা...
- রমজানের প্রায় ২০টি দিন চলে গেল। টিউশানি থেকে বাসায় এলাম। খুবই ক্লান্ত লাগছিল। চোখ জোড়া বোজার সাথে সাথেই ঘুম এসে গেল।
- মোবাইলের রিং টোনের শব্দে উঠে বসলাম। দেখি টুটুল কল করেছে.রিসিভ করে বললাম, দোস্ত কেমন আছিস? এত দিন পর তাহলে আমার কথা মনে পড়লো...?
ও বলল,
- বলিস কি রে? গত সপ্তাহে না তোর সাথে দেখা হল...।।
মনে পড়ার পর বললাম, ও ভুলে গিয়েছিলাম। তো বল কি খবরা-খবর? সবাই ভাল আছে তো?
সে বলল,
- হুম, সবাই ভাল। আচ্ছা দোস্ত, সেদিন যে তোকে বলেছিলাম... সেটার কি করলি? দিতে পারবি?
নিজেকে খুবই অপরাধী মনে হল। নিজে তো ঠিকই শপিং করলাম, অথচ কাছের বন্ধুটির কথাই ভুলে গেলাম? টুটুল খুবই চাপা স্বভাবের ছেলে, নিজের কষ্ট নিজেই লুকিয়ে রাখে। অপরকে খুব একটা বুঝতে দেয় না। দুখের মাঝে থেকেও হাসে অনায়াসে। আমি ওর সবগুলো বিষয় জানতাম বলেই সে বাধ্য হয়ে আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল তার ছোট দু'ভাইকে নতুন জামা কিনে দিবে বলে...
বললাম,
- রাগ করিস না দোস্ত, আমি না একদমই ভুলে গেছি। আচ্ছা তুই চলে আয়। আজ টিউশানি থেকেও টাকা পেয়েছি। so, কোন সমস্যা হবে না তুই এখনই আয়...।
এই টুটুল নামটা আমার জীবনের সাথে মিশে আছে। ওর সাথে আমার এখন আর যোগাযোগ হয় না ঠিকই কিন্তু আমি আজও ওকে খুব বেশি মিস করি...
-ঐ বছরই আমার বন্ধুটি তার বাবাকে হারিয়েছিল। সবেমাত্র আমাদের হাতে এসএসসি পরীক্ষার রেজাল্ট এসেছে। এর ভেতরেই ঘটে গেল এই বেদনাদায়ক ঘটনা। বাবা মারা যাবার পর টুটুল আর পড়ালেখা করতে পারে নি অর্থের অভাবে। আমরা বন্ধুরা মিলে কিছু সহযোগিতা করেছিলাম ঠিকই, কিন্তু এভাবে একটি পরিবার আর ক'দিনই বা চলে...
সে যাক, টুটুল রাত ৮টায় আমার বাসায় এল। কিছুক্ষণ গল্প করার পর ওর হাতে মোটামুটি কিছু টাকা দিলাম। দিয়ে বললাম,
- দোস্ত, রাগ করিস না। এই টাকাটা তোকে আমি বন্ধু হিসেবেই দিলাম। ধার নয়, এটা ফেরত দিয়ে তুই আমাকে লজ্জা দিস না কিন্তু। আরো আগেই তোকে টাকাটা দেয়া উচিত ছিল...।
-সে অনেক্ষণ চুপ থাকার পর শুধু একটি কথাই আমাকে বলল, দোস্ত,আমার ভাগ্যটা এমন কেন রে...
কথাটি যেন আমার অন্তরেই আঘাত করলো...আঘাত করে বসলো আমার বিবেককেও।
- পরদিন সকালে ঘুম থেকে উঠে ওয়ারড্রব খুলে আমার নতুন জামাগুলো বের করলাম। দেখলাম...
২টি শার্ট, ২টি প্যান্ট আর দু'জোড়া জুতো। ভাবলাম, কি হবে একাকী এত আনন্দ করে?
কি-ই-বা হবে এত জামা কাপড় পরে...
সবগুলো থেকে একসেট আলাদা করে প্যাকেটে নিয়ে নিলাম। সোজা গিয়ে উঠলাম টুটুলদের জীর্ণ-শীর্ণ কুটীরে। ঘরে ঢুকে অল্প কিছুক্ষণ কথা বলে শপিং ব্যগটি টুটুলের হাতে দিয়ে বললাম, দোস্ত এটা তোর জন্য…
বিষয়: বিবিধ
২০০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুখ আর বুক বলে একসাথে
সে হল ......
বন্ধু...... বন্ধু আমার , বন্ধু আমার ।''
মন্তব্য করতে লগইন করুন