- ঈদ এবং আমাদের আনন্দ...
লিখেছেন লিখেছেন দিশারি ২৩ জুলাই, ২০১৪, ০৪:৪৯:৩৫ রাত
- প্রায় একটি বছর ঘুরে অসংখ্য কাঙ্ক্ষিত আবেগকে সঙ্গী করে মুসলিমদের দ্বারে এসে কড়া নাড়ে একটি শব্দ। যার নাম হল ঈদ।
- এ শব্দটির মানেই হল আনন্দ তথা খুশি। স্বয়ং মহান আল্লাহই এর সার্টিফিকেট দিয়েছেন। আর তাই আমরা মুসলিমরাও মেতে উঠি উৎসবে নিজেদের মাঝে এই আনন্দকে ভাগাভাগি করে নিতে।।
- তবে এই আনন্দের দিনটিকে উদযাপন করতে গিয়ে আমরা মাঝে মাঝে এমন সব কাজ করে থাকি যার দ্বারা আমরা আমাদের পরিচয়টিকেই ভুলতে বসি। খুবই খারাপ লাগে যখন ঈদের দিন ফজরের সালাত আদায় করতে মসজিদে গিয়ে কাতারগুলোকে খালি পড়ে থাকতে দেখি...। তখন মনে হয়, এই গত রাতে বুঝি দেশের উপর দিয়ে এক ভয়াবহ ভুমিকম্প, সুনামি অথবা ভয়ানক কোন মহামারী বয়ে গেছে। আর মানুষগুলোও বিলীন হয়ে গেছে সেই সাথে...। যার কারনে মসজিদের কাতারগুলো খালিই পড়ে আছে।।
- কিন্তু এর ঘন্টা দুয়েক পরেই দৃশ্যপট বদলে যেতে থাকে অতি বিস্ময়কর-ভাবে। সকাল ৮ টা বা ৯ টায় যখন ঈদের সালাত আদায় করার জন্য সেই একই মসজিদেই যাই...অবাক হয়ে যাই, এ যেন মানুষের এক বিশাল মিলনমেলা। আরে এত মানুষ এলো কোত্থেকে? আর ফজরের ওয়াক্তে এরা ছিলই বা কোথায় লুকিয়ে...?
- এরপর যখন পাড়া-পড়শির খোঁজ-খবর নিতে বের হই... চোখে পড়ে রং-বেরঙ্গের সব পোষাকের বাহার। তখন তো রঙ্গিনই মনে হয় দুনিয়াকে। কিন্তু কোথায় যেন এ-ক-টু গরমিল লাগে... রাস্তায় আমার মুসলিম ভাই-বোনদের দিকে তাকালে তো চেনারই উপায় চেই, কিন্তু কেন...? এই প্রশ্নটিও থাক আপনারই কাছে...।।
- অতঃপর আবার বাসায় ফিরে আসি। খানিক বিশ্রাম নিয়ে আবার উঠে পড়ি হুড়মুড় করে...। আরে বেড়াতে যেতে হবে না?
- এবার গন্তব্য কোথায় ? কোথায় আবার...? হয়তো কোন পার্ক, রিসোর্ট নয়তো কোন নদী বা সাগরেরই পাড়ে ।। আহ! কতই না ভাল লাগছে, অনেকদিন পর কোলাহল ভুলে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে। প্রশান্ত নিঃশ্বাস নিয়ে যখন তাকাই নিজের পারপাশে...। কেন যেন আমার দম বন্ধ হয়ে আসে....।। মনে হয় কেউ যেন আমাকে ফেলে দিলো আবর্জনার এক বিশাল ডাস্টবিনে।। কিন্তু কেন? উত্তরটা চাই আপনারই কাছে...
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২৭শে রমজানএবং শব-ই বরাতে রাত ৩-৪ পর্যন্ত নফল নামাজ পরি কিন্তু সকালে ফরজ ফযরটা পরি না। ধন্যবাদ ভালো লাগলো
ঈদ মুবারক!
মন্তব্য করতে লগইন করুন