- কি হবে এই মায়াকান্না করে...?

লিখেছেন লিখেছেন দিশারি ২২ জুলাই, ২০১৪, ০১:২৫:৫৮ দুপুর

- যারা আজ অসহায় ফিলিস্তিনিদের ঝলসানো ও ভগ্ন লাশগুলো দেখে চোখের পানি ফেলছেন, তাদের অবশ্যই জানা উচিত...

- "ফিলিস্তিনিদের ভূমিতে দখলদারিত্বের একেকটি ইট যখন প্রতিদিন বসানো হয়, বিশ্বের প্রতিটি চোখের সামনেই তখন একেকটি যুদ্ধাপরাধ সংঘটিত হয়। এই চোখগুলোই গত ৬৭ বছর ধরে আধুনিক মানব ইতিহাসের জঘন্যতম এবং মর্মান্তিক দখলদারিত্বটি নীরবে দেখে আসছে।"

এবার বলুন,

- কি জবাব দেবেন এই চোখ জোড়ার? আর কি বা মূল্য আছে এই মায়া কান্নার?

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247148
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:০১
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩০
191934
দিশারি লিখেছেন : হ্যাঁ, আপনার লেখাটা যথার্থ।
247155
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : কিছু না করতে পারলেও অন্তত দোয়া করা উচিত এদের জন্য আল্লাহর দরবারে ।
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৭
191930
দিশারি লিখেছেন : হ্যাঁ । দোয়া করা উচিত তবে... করার আছে অনেক কিছুই।
247165
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩২
সন্ধাতারা লিখেছেন : Very important thought and feelings alhamdulillah. Jajakalla khair.
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৭
191937
দিশারি লিখেছেন : Thanks for your better judgement.Good Luck
247211
২২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩১
আমি মুসাফির লিখেছেন : কিছু করার ক্ষমতা মুসলমানরা হারিয়ে ফেলেছে নৈতিকতার অবক্ষয়ে ।
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
191958
দিশারি লিখেছেন : ঠিক বলেছেন।
247246
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
আফরা লিখেছেন : দুয়া করা ছাড়া কি বা করতে পারি ।
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
191970
দিশারি লিখেছেন : যদি সদিচ্ছা থাকে তো অনেক কিছুই করা যায়। চিন্তা করলেই হয়তো বুঝবেন।
247405
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪১
বাজলবী লিখেছেন : দোয়ার পাশাপাশি সাহায্য সহয়িতা যেভাবে পারা যায়।
২৩ জুলাই ২০১৪ রাত ০২:৪৯
192083
দিশারি লিখেছেন : হুম।
247779
২৪ জুলাই ২০১৪ সকাল ১১:৩৩
ভোলার পোলা লিখেছেন : আমরা তো দেশের প্রথম শ্রেণীর কেউ না! তাহলে দোয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে?
২৪ জুলাই ২০১৪ সকাল ১১:৪৫
192412
দিশারি লিখেছেন : ভেবে দেখুন, করার আছে অনেক কিছুই....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File