- আপু, এটা কি তোর সংস্কৃতি...?
লিখেছেন লিখেছেন দিশারি ২১ জুলাই, ২০১৪, ০২:০১:০৫ দুপুর
- আমি আজ পর্যন্ত দেখিনি ফাতিমা ড্রেস, আয়িশা ড্রেস অথবা সুমাইয়া ড্রেস নামে কোন ড্রেস কোন ঈদে বেরুতে...
আমি চাইওনা এসব নামে কোন ড্রেস বেরুক পৃথিবীর কোন দেশে।
কারন,
- এ নামগুলো হল আমাদের প্রেরণা। আমাদের সম্পদ।। সামান্য অর্থ দিয়ে যাবে না তার তুলনা করা...।।
- আমি যদিও অনেক ছোট, তবুও বলছি যদি তোমরা শুন...
আপু,
- ঝিলিক, আনারকলি, মাসাক-কালি, শাল-বাহার, সানি লিয়ন আর পাখি...
- এই যে ড্রেসগুলো তোরা পরছিস... তোরা কি জানিস? এই ড্রেসগুলো কি আমাদের? নাকি অন্য কারো কাছ থেকে ধার করে আনা? আর তোদেরকে কেমনই বা দেখায় তোরা এই ড্রেসগুলো পরলে...???
যদি ছোট ভাই হিসেবে জিজ্ঞেস করিস, তাহলে বলবো...
- আপু, তোদের দিকে তাকাতেই না আমার কষ্ট হয়। আমার অন্তর ছিঁড়ে যায়। চোখ ফিরিয়ে নিই লজ্জায়।।
আচ্ছা আপু, তোরাই বল...
- আমি কি চাইবো আমার বোন রাস্তায় হাঁটুক অর্ধ-আবৃত হয়ে? তা দেখে আবার লোকে আমার বোনকে বাজে কথা বলবে???
- না আপু, আমি তা চাইনা। চাইতেও কভু পারবো না...।।
কারন,
- আপু, আমি যে মুসলিম। আমি যে ভালবাসি আমার সব মুসলিম বোনকে। আমি যে সহ্য করতে পারি না আমার বোনটিকে ভুল পথে চলে যেতে দেখে...।।
আপু, তোরা শোন...
- আমি আবারও বলছি... আমাদের তো একটা পরিচয় আছে। যা নিয়ে আমরা গর্ববোধ করি।। আমারা যে মুসলিম। পারবো কি সে পরিচয় ভুলে যেতে ???
- না আপু, আমরা তা পারবো না কখনো। আপু, তোরা ফিরে আয় আপু। আমারা ভাইয়েরা যে তোদেরকে এভাবে পারিনা দিতে হারিয়ে যেতে...।।
বিষয়: বিবিধ
১৬৬৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূলত পোশাকের কারনেই মেয়েরা ধর্ষনের স্বীকার হয়।
আপনাকে আমার এই লেখাটি পড়ার জন্য আমন্ত্রন জানাই।
তাদের ও এরকম
এরা কি আপনার আমার চেয়ে কম বুঝে বা জানে ? বড় বড় পাশ দিয়ে , ভাল ভাল সাবজেক্টে পড়াশুনা করে এখন তারা পশ পশ চাকরি বাগাচ্ছে ।
পাহাড় জয় করছে , রাজ্য চালাচ্ছে , রান্না ঘর সামলাচ্ছে .... তাদেরকে কি জ্ঞান দেবার কিছু আছে ?!
মন্তব্য করতে লগইন করুন