যে ছবি কথা বলে ...
লিখেছেন লিখেছেন দিশারি ২১ জুলাই, ২০১৪, ১২:৫৪:২৮ রাত
হ্যাঁ, ছবিও মাঝে মাঝে বলে ওঠে কথা।
জানিয়ে দেয় তার শরীরে আঁকা সব বেদনার্ত ব্যথা।।
তেমনি এই ছবিটিও কিছু বলতে চাইছে...
সেই কিছুর ভেতরও আছে হয়তো হাজারো লুকায়িত ব্যথা। যা দিয়ে লেখা যাবে কয়েকটি শোকগাঁথা।।
হ্যাঁ, ছবিটি বলছে মানবতা হারা অসহায় ফিলিস্তিনিদের কথা।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলিম উম্মাহ যে কবে এসব কথা মন দিয়ে শুনবে এবং উপযুক্ত জবাব দিবে?
আন্তা মাওলানা...ফানসুরনা আ'লাল ক্বাওমিল কাফিরীন...
মন্তব্য করতে লগইন করুন