____প্রশ্ন জাগে____

লিখেছেন লিখেছেন দিশারি ২০ জুলাই, ২০১৪, ০৪:২৯:৪৮ বিকাল

কি হবে এই বিবেক রেখে?

যে খুন ঝরাতে ভালবাসে,

খুনের বন্যা দেখেও যে;

মাতে বীভৎস উল্লাসে।।

কি হবে এই বিবেক পুষে?

যে লুটায় কেবল ঘুমের পরে,

মজলুমের হাহাকারেও যে;

উঠে না জেগে।।

কি হবে বল এই বিবেক থেকে?

অসহায় কাঁদে যার পদতলে,

ন্যায়কে বন্দী রেখে;

যে অন্যায়কে ভালবাসে।।

আজি প্রশ্ন সে বিবেক দ্বারে...

আর কত দুঃখী মরবে ধুঁকে,

অনাথ কি চিরদিন থাকবে ভুখে?

তাই তো প্রশ্ন জাগে -

কি হবে এই বিবেক রেখে?

বিষয়: সাহিত্য

৯৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246295
২০ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৩
মহিলা কর্ণার লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
246304
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২০
দিশারি লিখেছেন : পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246355
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
বাজলবী লিখেছেন : ভালো লাগলো।জাযাক অাল্লাহ খাইর।
246453
২০ জুলাই ২০১৪ রাত ১০:২৭
দিশারি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।।
246475
২০ জুলাই ২০১৪ রাত ১০:৩৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তবে উপায় বের করতে হবে।
246498
২০ জুলাই ২০১৪ রাত ১১:২৩
দিশারি লিখেছেন : তা ঠিক। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
246845
২১ জুলাই ২০১৪ রাত ০৮:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিবেক আছে থাকবে, মৃত প্রায় বিবেক কে জাগিয়ে তোলাই এখন একমাত্র কাজ।
২১ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
191649
দিশারি লিখেছেন : অবশ্যই। আমিও একমত।।
২১ জুলাই ২০১৪ রাত ০৯:২৫
191659
হামজা লিখেছেন : ঠিক.....
246877
২১ জুলাই ২০১৪ রাত ০৯:৫৮
দিশারি লিখেছেন : অবশ্যই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File